সাহিত্যের অন্যান্য শাখার মত কালজয়ী হলে ছড়াও সাহিত্যে টিকে যায়: গোলাম কিবরিয়া পিনুর সাথে অনলাইন আলাপ

Post date: Jun 22, 2012 8:52:47 AM

প্রকাশিত বই: মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ফসিলফুয়েল হয়ে জ্বলি, ও বৃষ্টিধারা ও বারিপাত।

দুপুর মিত্র: সময়ের পরিবর্তনের সাথে সাথে ছড়া আসলে হারিয়ে যাবে। আপনার কি এরকম মনে হয়?

গোলাম কিবরিয়া পিনু: না ! হারিয়ে যায় না ! কিছু ছড়া থেকে যায়, বহু ছড়া হারিয়ে যায়। সাহিত্যের অন্যান্য শাখার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমন ছড়ার ক্ষেত্রেও। বহু ছড়া বহু কাল হলো আমাদের কাছে জীবন্ত!

দু: ছড়াকে শিশুসাহিত্য হিসেবেই কি আপনি মেনে নিতে চান? চাইলে কেন? না চাইলে কেন নয়?

গো: ছড়ার একটা বিরাট অংশ শিশু সাহিত্যের অর্ন্তভুক্ত হয়ে আছে, এখনো শিশু সাহিত্যের ধারায় ছড়া অন্যতম প্রধান ধারা, শিশু উপযোগী ছড়া শিশুদের জন্য কিন্তু সামাজিক-রাজনৈতিক ছড়া শিশুদের মনোযোগ কাড়লেও তা সাহিত্যের অংশ হয়ে সব পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে।

দু: ছড়ার আবেদন ক্ষনস্থায়ী। আপনি কি একমত? হলে কেন না হলে কেন নয়?

গো: না! সাহিত্যের অন্যান্য শাখার মত কালজয়ী হলে ছড়া সাহিত্যে টিকে যায়, না হলে নয়। অনেক ছড়ার আবেদন স্থায়ী হয়ে আছে, তার উদাহরণের প্রয়োজন নেই, আমরা সেসব ছড়া পড়ে এখনো অনুরণিত হচ্ছি।

দু: রাজনৈতিক ছড়াচর্চা অনেকটাই কমে গেছে বা বলতে গেলে নেই। এর কারণ কি? অনেকেই এই ছড়াকে সাময়িক বা ক্ষণস্থায়ী বলে থাকেন। আপনারও কি তাই মনে হয়? হলে কেন না হলে কেন নয়?

গো: একমত। রাজনৈতিক ছড়াচর্চা অনেকটাই কমে গেছে বা বলতে গেলে নেই, কারণ রাজনৈতিক চেতনাসম্পন্ন ছড়াকারের অভাব একটা মূল কারণ, আর রাজনৈতিক চেতনার ঘাটতি শুধু ছড়ার ক্ষেত্রে নয়, বর্তমানে বাংলাদেশের কবিতাসহ অন্যান্য ক্ষেত্রেও তা অনুভব করা যাচ্ছে। 'ছড়া সাময়িক বা ক্ষণস্থায়ী' এবিষয়ে পূর্বেই বলেছি।

দু: অন্নদাশংকর রায় এর মতে, ছড়া লেখার উপকরণ আসে সমসাময়িক ঘটনা বা পরিস্থিতি থেকে। আপনিও কি এরকম মনে করেন? বা এর ফলে ছড়া তার বৈচিত্র্য হারিয়ে ফেলছে- এরকম মনে হয় কি?

গো: পুরো একমত নই। অনেক ছড়া অনেক বিষয় নিয়ে লেখা হয়েছে বা লেখা হয়ে থাকে, তা সমসাময়িক উপকরণ নিয়ে নয়।

দু: ছড়া তার প্রয়োজনের খাতিরেই হাল্কা হয়। কিন্তু ছড়াকাররা একে এতটাই হাল্কা করে ফেলেন যে ছড়া কোনও গুরুত্বই বহন করে না। আপনি কি একমত? হলে কেন ? না হলে কেন নয়?

গো: গুরুত্বপূর্ণ ছড়া ও ছড়াকার আছে আবার হাল্কাও আছে। যারা ছড়া হাল্কা করে ফেলেন তাদের মূল্যায়ন সেভাবেই হবে! তবে সেজন্য তেমন সমালোচক প্রয়োজন, যার অভাব সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও রয়েছে।