যারা বাংলায় কবিতা লিখে কল্কে পেয়েছেন তাদের অধিকাংশই মফস্বলের: রাজীব সিংহের সঙ্গে অনলাইন আলাপ

Post date: Jun 25, 2013 5:48:23 AM

এ যাবত প্রকাশিত বই

কাব্যগ্রন্থ: কেরিয়ারগ্রাফ,অনুগত কলকাতা,খোলামকুচি,প্রেম পদাবলী

উপন্যাস: খ্যাপার পান্ডুলিপি,অন্ত্যজ অন্ধকার

কাব্যোপন্যাস: পাখিদের উপকূলে একা

প্রবন্ধ: আবাদভূমির সাহিত্যঃউপেক্ষা ও শিরোনাম

গল্প: ঘাইহরিণীরা

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

রাজীব সিংহ: অনেকদিন আগে লেখা একটা কবিতার কথা মনে এল-

'...কবিতা শেষ করবার পর শ্রোতা-মেয়েটি উঠে চলে যায়

অন্য পাঠকের হাত ধরে অকস্মাত,হঠাতই।

প্রস্তুতিপবর্হীন এরকম ঘোর অমাবস্যার জন্য

এতোটুকু তৈরি ছিলো না পথিক--

সমস্ত শরীর লম্বা লম্বা ডাল আর ঘনসবুজ পাতা দিয়ে

ঢেকে রাখে গাছ।কবিতারচনাহীন সেইসব এমনি দুপুরে

আস্ফালনে আস্ফালনে হীন হয়ে গেছি,হিরন্ময়।।'

এরকমই হয় মনের অবস্থা...আসলে কবিতা না লিখে নিস্তার নেই আমাদের মতো কারো কারো। মনেও পড়েনা আজ সেই বালকবেলার মধ্যদুপুর যখন কাগজে দাগ কাটতে কাটতে কখন মনের মধ্যে চলে এল অন্ত্যমিলের চলন...সাদার সঙ্গে কাদা...এই জাতীয় বালকবয়সের খেয়ালগুলি...যাদের কোনোভাবেই বালখিল্য বলে উড়িয়ে দেওয়া যায় না বোধহয়।তবে আজ নিজের সঙ্গে নিজে কথা বলবার জন্য,নিজেকে প্রকাশ করবার জন্য কবিতা ছাড়া আমার আর উপায় নেই কোনো...

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

রাজীব সিংহ: প্রস্তুতি? কীসের?

আমার মনে হয় কবিতা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার...মনে মনে জারিত হয় সেটা...প্রেম শ্রদ্ধা রাগ ক্ষোভ অভিমান স্ববিরোধ সমস্তকিছুর ঈজাকুলেশন... বহিঃপ্রকাশ...তবে অনেক ঘটনা-- ব্যক্তিগত অথবা সমাজে ঘটে চলা অনেক সময়ই মনেরভেতর একজাতীয় অনুরণন ঘটায়...অই সারাদিন ঘুরেফিরে...যতোক্ষণ না টুকে ফেলা হচ্ছে তাকে, এটাকে একজন কবির প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

রাজীব সিংহ: সমসাময়িকদের অনেকেই দারুণ লিখছেন দুই বাংলা ও বহিরবঙ্গ থেকে।আলাদা করে কারো নাম উল্লেখ না করেও বলাই যায় নয়ের দশক পেরিয়ে শূণ্য দশকে এসে অনেক বেশি সাবালক হয়েছে বাংলা কবিতা।বিশেষ করে পশ্চিমবাংলার কথা বলতে হয়,সত্তরের দশকের একজন কবির কাব্যভাষা টোকা অন্তত বন্ধ করেছে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা,আমাদের সময়ে,অই নয়ের দশকে যা প্রায় রেওয়াজে পরিণত হয়েছিল।আর, আরেকটি কথা, আমি দশকে বিশ্বাস করিনা। শুধুমাত্র সময়টা বোঝানোর জন্য দশকের ব্যবহার দরকার। প্রতিটি দশকে নতুন আন্দোলন নতুন কবিতাভাষার যে দশকীয় দাবি করা হয় তা নিজেদের প্রতি দৃষ্টি-আকষণের জন্য।দশকে দশকে নতুন কবিতাভাবনা এখনো পাইনি আম্রা। এখনো আমার প্রিয় কবি মধুসূদন জীবনানন্দ শক্তি আল মাহমুদ বিনয় ফালগুনী দেবদাস অরুণেশ উতপলকুমার...

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

রাজীব সিংহ: পশ্চিমবঙ্গীয় বাংলা কবিতা শুধু নয়,এপারের বাংলা সাহিত্যেই একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া কলকাতা-কেন্দ্রিক ব্যাপার আছে...কবিরাও মোহগ্রস্তের মতো সেইদিকে ছোটেন...এই যাপনটা আমার ভালো লাগেনা অনেকের...ফলত তাদের লেখা বা কবিতা পড়তেও ভালো লাগেনা।এই সব প্রতিপত্তিশালীরাই কলকাতার কবি,জেলার কবি,মফসসলের কবি,গ্রামের কবি,প্রবাসী কবি এইসব বিভাজন করে রাখতে চান নিজেদের অক্ষমতাটুকু ঢাকবার জন্য।কবিদের এই প্রবৃত্তিগুলো ভালো লাগেনা। আজকে যারা বাংলায় কবিতা লিখে কল্কে পেয়েছেন তাদের অধিকাংশই মফস্বলের...(উদাহরণঃজয়,সুবোধ,মল্লিকা,মৃদুল,ব্রত...)।এই বিভাজঙ্কামীদের উদ্দেশ্যে অমিয়ভূষণ মজুমদারের সেই কথাটা আরও একবার উচ্চারণ করাই যায়--'পশ্চিমবঙ্গ কলকাতার কোনো পাড়া নয়।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

রাজীব সিংহ: আগেই এ প্রসঙ্গ এসেছে।এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন,এই সময়ে বাংলা গান...সুমন থেকে বাংলা ব্যান্ড...যেভাবে নিজেকে ভেঙ্গেছে...তা বাংলা কবিতাকে অনিবাযত পরিশীলিত করেছে।মহীনের ঘোড়াগুলির মণিদা বা সুমনচট্টোপাধ্যায়(অধুনা কবীর)-এর কাছে আমাদের,বাংলা কবিতালিখিয়েদের ঋণ অনেক।আর এ সময়ে আবার বেশ কিছু লিটল ম্যাগাজিন কলকাতা ছাড়াও বাংলা ভাষাভাষী নানান অঞ্ছল থেকে বেরোতে থাকে,এই দুই দশকের সাহিত্যে যেগুলি খুবই গুরুত্বপূণ্র।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

রাজীব সিংহ: মূল ফারাকটা বোধহয় ডায়ালেক্টের ব্যবহারে।এ ছাড়া কিছু সামাজিক রীতি ও আচরণ এবং সবচেয়ে বেশি প্রকৃতির ভৌগোলিক ফারাকটা ধরা পড়ে।মিথের প্রয়োগও কখনো কখনো আলাদা।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

রাজীব সিংহ: একজন লেখকের ব্লগ অথবা সাহিত্যকেন্দ্রিক ব্লগগুলি পরস্পরের ভাবনাচিন্তা শেয়ার করার ক্ষেত্রে খুবই জরুরি।এখানে অনেক রকমের পাঠক।লিটল ম্যাগাজিনগুলি অথবা ছোটোকাগজগুলি এত সহজে পাঠকের কাছে সবসময় যেতে পারে না।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি?

হলে কেন না হলে কেন নয়?

রাজীব সিংহ: প্রিন্টমিডিয়ার অলটারনেটিভ কখনো ব্লগ হতে পারেনা।

অতএব লিটল ম্যাগাজিন লিটল হলেও সেই সন্দীপদার(দত্ত) ভাষায় লোডেড ম্যাগাজিন...

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

রাজীব সিংহ: মন্দ কী!আপনার লেখা যদি দৈনিকের সাহিত্যে ছাপা হয়।বহু পাঠক পড়বে।এপারে 'খবর ৩৬৫' দৈনিকের 'রবি' সাপ্লিমেন্টে মলয় রায়চৌধুরির কবিতা ছাপা হয়,ছাপা হয় ল্যাডলী মুখোপাধ্যায়ের গদ্য। মলয়দারা নিজেদের লেখাটাই লিখেছেন,দৈনিকে সেগুলি ছাপা হয়েছে।সত্তর দশকের সেই টিমিড প্রতিষ্ঠানবিরোধীতার থেকে নয়ের দশক ও তার পরবর্তী সময়ের কবিরা এখন অনেকটাই মুক্ত।নিজের কবিতা প্রকাশ পাওয়ার পর কিছু টাকা পেতে খারাপ লাগে কার!