তরুণদের জন্য ব্লগ আশির্বাদস্বরূপ: আবু মুস্তাফিজের সাথে অনলাইন আলাপ

Post date: Aug 23, 2012 5:45:13 AM

প্রকাশিত বই: লুহার তালা

দুপুর মিত্র: লেখালেখির মাধ্যম হিসেবে আপনি ব্লগ বেছে নিলেন কেন?

আবু মুস্তাফিজ: ব্লগটা আমার কাছাকাছি, এজন্য।

দুপুর মিত্র: গল্পের ভাষায় আপনি কোন বিষয়টাকে বেছে নিতে চান সবসময়? যৌনতা না স্যাটায়ার না অন্য কিছু? এবং কেন?

আবু মুস্তাফিজ: এগুলার কোনো উত্তর হয় না। কারণ লেখা শেষ না করা পর্যন্ত বলা যায় না, মালটা কী দাঁড়াইল।

দুপুর মিত্র: ব্লগ ব্যবহারে আপনার গল্পের ভাষার কোনও পরিবর্তন চোখে পড়েছে কিনা? পড়লে পরিবর্তনগুলো কেমন?

আবু মুস্তাফিজ: ব্লগ ব্যবহারে ভাষা পরিবর্তিত হবে কেন? বরং এইটা হইতে পারে যে ব্লগের স্বাধীনতা মানুষরে নিজের ভাষায় গান গাওয়ার সুযোগ কইরা দিছে। সেইসঙ্গে বই কিংবা বউয়ের ভাষায় কথা বলানো বন্ধ করাইছে।

দুপুর মিত্র: বাংলাদেশের ব্লগ চর্চা অনেকটা কমিউনিটি ব্লগ চর্চাতেই আটকে আছে? আপনার কি এরকম মনে হয় ? হলে কেন না হলে কেন?

আবু মুস্তাফিজ: কমিউনিটি ব্লগ চর্চা তো খারাপ কিছু না। ফলে ভালো জিনিসের কোথাও আটকে থাকার ব্যাপার নাই।

দুপুর মিত্র: বাংলাদেশে ইস্যু ভিত্তিক ব্লগ চর্চা না হওয়ার পেছনে কারণ কি? বাইরে যেমন দেখা যায় এন্টি ওবামা বা এন্টি বুশ ব্লগ । এখানে তেমন কিছু হয়ে উঠছে না কেন?

আবু মুস্তাফিজ: কোথায়? আমি তো দেখি বাঙলাদেশে প্রচুর ইস্যুভিত্তিক ব্লগ চর্চা হয়। রূপগঞ্জ থেকে আড়িয়ল বিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট জাবি, ইভটিজিঙ থেকে আবুল সর্বত্রই ইস্যুভিত্তিক ব্লগচর্চার নজির আছে।

তবে পশ্চিমে যেমন ব্যক্তিগত ব্লগিং অনেক জনপ্রিয় আমাদের এখানে তেমন নয়। এক আরিফ জেবতিক, ফারুক ওয়াসিফ কিংবা হিমু বা অমি পিয়াল বা আসিফ মহিউদ্দীন এরা ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও এদের আগমন কমিউনিটি ব্লগিং থেকেই।

দুপুর মিত্র: অনেকে মনে করছে ব্লগ লিটলম্যাগের রিপ্লেস হয়ে উঠছে আপনারও কি তাই মনে হয়?

আবু মুস্তাফিজ: দুইটা দুই জিনিস। তবে হ্যাঁ, এইটা ঠিক যে লিটল ম্যাগের পেছনে যে পরিমাণ শ্রম-ঘাম আর অর্থ জোগাতে হয়, ব্লগে সেইটার প্রয়োজন নেই। তাছাড়া লিটল ম্যাগের হাজার খানেক সংখ্যা খুব বেশি হলে কয়েক হাজার পাঠকের কাছে পৌঁছানোর সক্ষমতা রাখে, কিন্তু একটা ব্লগ পোস্ট সারা পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত হয়ে পড়ে মুহূর্তেই। ফলে তরুণদের জন্য ব্লগ আশির্বাদস্বরূপ।

দুপুর মিত্র: লিটলম্যাগে সাহিত্য চর্চা আর ব্লগের সাহিত্য চর্চার ফারাক কি আপনার চোখে পড়ে? সেগুলো কেমন?

আবু মুস্তাফিজ: লিটল ম্যাগের সাহিত্য চর্চা নিয়া আমার তেমন কোনও ধারণা নাই। ফলে এটা নিয়া বলতে পারব না।