সম্পাদকের পছন্দ আর ব্যক্তি কুদরতের পছন্দ এক নয়: কচি রেজার সাথে অনলাইন আলাপ

Post date: Jun 10, 2012 6:47:50 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

কচি রেজা: শুরুর দিকে কেন কবিতা লিখি,এমন ভাবনায় কখন ভাবিত হই নি, ছিলাম না। জীবন বেড়ে ওঠে অনেক ভাঙ্গন নিয়ে। খোসা বদলে বদলে চলি। এখন ও চলছি। তখন যা মনে হত এখন তাতে প্রত্যয় নেই। এখন বলতে ইচ্ছে করে, না লিখে আমার আর উপায় নেই।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

ক: প্রস্তুতি তো সার্বক্ষনিক, এটা একটু হাইপো টাইপ কথা হয়ে গেল। বাস্তবে কিন্তু পঠন-পাঠন ছাড়া উপায় নেই।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

ক: এমন নির্দিষ্ট করে কি বলা উচিত, জানি না। তবে না বলাই ভালো। কারণ আমি মহাকাল নই। বরং মহাকালের অধিনস্ত।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

ক: ওই একই কারণে বলা যাবে না। তবে নীরিক্ষা ছাড়া যারা লেখান আর ভাবেন শব্দ সাজালেই কবিতা হয়, তাদের প্রতি আমার মায়া।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

ক: শূন্য দশক থেকে কেউ এখন ও পরিণত হয়ে বেরিয়ে আসে নি। কারণ দশকের আয়ূ মাত্র যদি দশ বছর হয়,তাহলে কি করে সস্ভব। একজন কবি আসলে কয়েক নাম না জানা দশক ধরে লিখেই কবি হতে পারেন হয়তো বা। আমার সমসাময়িক এপার-অপার মিলিয়ে যারা ভাল লিখে চলেছেন, তাদের সবাই কবি হিসেবে ইতোমধ্যে চিহ্নিত হতে চলেছেন। হয়েছেন ও। নামের ব্যাপারে আবার নিশ্চুপ থাকাই ভালো।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

ক: কবি কিন্তু সব দেশেই এক রকমের। যে কারণে আমরা আমেরিকা ইউরোপের কবিতা পড়ি, টানে বলেই তো পড়ি। তেমনি,ওপারের কবিতাও সেই একই কারনে পড়ি। তবে লেখন প্রক্রিয়া বিভিন্ন হয় কবির মনোভূমির অভিঘাতের কারণে। ওপারের কবিতাকে যারা রুক্ষ বা শুস্ক বলেন তারা তাহলে উতপল,রঞ্জিত,জয় নিয়ে এত মাতেন কেন? প্রকৃত কবিতা সব দেশেই এক অমোঘ আকর্ষণ। তবে ভিন্ন হয় এজন্য যে কোন বোধে রোজ স্নান হচ্ছে কবির।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

ক: দারুণ প্রশ্ন। ব্লগের নিন্দা এখনও করা আমার পক্ষে সম্ভব নয়। যারা কবি তারা যেখানেই লিখুক কবিতা হবে।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

ক: না আমি প্রাধান্য দেব লিটল ম্যাগকে, এখনও। লিটল ম্যাগ কারুর ধার না ধারা এক প্রবল স্রোতধারা। আমরা যারা লিটলম্যাগে লিখেই কবিতা শিখেছি, তাদের মোহ কিন্তু অনেক আবেগ স্পর্শ করে আছে। একখানা ভাঁজ কাগজে নিজের নাম, কবিতা আমাকে এখনও আপ্লুত করে। এ প্রশ্ন বরং দশ কি পনের বছর পরের জন্য।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

ক: দৈনিকের এক সাহিত্যসম্পাদকের কথা বলি। যথাযোগ্য এমন জববা সবার পছন্দ হবে। তিনি বলেছিলেন, তার নাম ধরুন 'কুদরত' সাহিত্য। সম্পাদকের পছন্দ আর ব্যক্তি কুদরতের পছন্দ এক নয়।'' কি স্পষ্ট হলো? তিনি প্রতিষ্ঠান বাঁচান। কবিতাকে মারেন। আর কি বলার থাকে কিছু?