আসলে সাহিত্য বাজার না তবে বাজার কিন্তু সাহিত্য: চঞ্চল মাহমুদের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 13, 2012 7:33:42 AM

প্রকাশিত বই: ত্রিপদ্মে প্রার্থণারত ( রাসেল আহমেদ, নির্মল গোপ, চঞ্চল মাহমুদ)

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

চঞ্চল মাহমুদ: কবিতা কেন লিখি জানি না।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

চ: কবিতা তো ভেবে হয় না। খুঁজে নেওয়ার ব্যাপার। কিছু একটা পেয়ে বসার ব্যাপার। অনেক কিছু হারিয়ে ফেলার ব্যাপার। সর্বোপরি শুদ্ধদৃষ্টির ব্যাপার। আর প্রস্তুতি বললে প্রেম আর দ্রোহটাই আসল। আর কিছু দরকার নেই।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

চ: সমসাময়িক বললে শুভাশিষ সিনহা, ইন্দ্রনীলর বকসী, শিমুল সালাহইদ্দীন, রাসেল আহমেদ, পিয়াস মজিদ, রওশন আরা মুক্তা, মোস্তাফিজ কারিগর এদের কবিতা ভাল লাগে। ওদের কবিতায় পূর্ণ ভাললাগার প্রতিফলন দেখতে পাই।ট্র্যাজেডির পাশে মিঠি মিঠি হাসি ঝাঁক ফেলানো কষ্ট আর যদি আমার অগ্রজ কাউকে বলেন তো বলব সোহেল হাসান গালিব, মাসুদ খান, মজনু শাহ্, সুব্রত অগাস্টিন গোমেজ, মিতুল দত্ত, মুদুল দাশগুপ্ত, মুক্তি মণ্ডল, মুজিব মেহদী এদের লেখা ভাল লাগে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

চ: যাদের কবিতায় শুদ্ধ চিন্তার অভাব তাদের কবিতা আমার ভাল লাগে না। এগুলো তো লিস্ট করা সম্ভব না।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

চ: কবিতা তো বহমান। বয়ে যাওয়াতেই বড় ব্যাপার। দুই জায়গাতেই কবিতা বইছে। মানে আঁধার কেটে উঠচে না। ক্রমশ আলো ছড়াচ্ছে। আর যদি দুই জায়গার লেখকদের তফাতের কথা বলেন তো আমি বলব ওখানকার লেখকরা এখানে সহজেই বাজার তৈরি করে ফেলে। আমাদের এখানে কেউ কেউ আছে যারা বাজার তৈরিতে ব্যর্থ হয় ওখানে। আসলে সাহিত্য বাজার না তবে বাজার কিন্তু সাহিত্য।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

চ: আমার ব্লগ প্রীতিতে ঘাটতি আছে।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

চ: লিটলম্যাগকেই আমার বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ বললে বলব লিটলম্যাগ পাঠক তৈরি করে।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

চ: সাম্প্রতিক দৈনিক সাহিত্য কোনও পর্যবেক্ষণ ছাড়াই বলে দেওয়া যায় একটা গ্রুপিং বা সিন্ডিকেট ছাড়া কিছু না।