শিমুল সালাহ্উদ্দিন, আলতাফ শাহনেওয়াজ, নওশাদ জামিলের কবিতা ভাল লাগে: কলি মাহমুদের সাথে অনলাইন আলাপ

Post date: Sep 2, 2013 1:18:44 PM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

কলি মাহমুদ: কেন আমি কবিতা লিখি, তা যদি এক কথায় প্রকাশ করি তো, ভালো লাগে তাই অথবা আমার নিজের প্রশান্তির জন্য। তবে শুধু মনের প্রশান্তিই তো আর সব না।প্রত্যেক মানুষের একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং মানুষ তার সেই গুনাবলীদিয়ে অন্যকেপ্রভাবিত করতে চায়। সে কারনেই তার সকল কর্যক্রম চালায়।আমি দুটি কারণে কবিতা লিখি, প্রধানতম কারণ আমার ভাল লাগ ও আমার মনের কথা বলা। দ্বিতীয় কারণ হচ্ছে, আমার দ্রোহ ও প্রতিবাদ গুলোকে কবিতার ভাষায় প্রকাশ করা। যার দ্বারা মানুষ বাসমাজের কিংবা প্রগতির লাভ হাবে বা সচেতনতা বড়বে। মুলত যারা বিপ্লব করতে চায়, সবাই যে যার মত মাধ্যম বেছে নেয়। আমার সেরকমই একটা মাধ্যম কবিতা।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

কলি মাহমুদ: কবিতা লেখার জন্য একজন কবির সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে তার মানসিক শুক্তি ও দৃঢ়তা। পরিস্কার চিন্তা চেতনা, বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে । তবে এর সাথে অধ্যয়ন থাকাটাও জরুরি।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

কলি মাহমুদ: শিমুল সালাহ্উদ্দিন, আলতাফ শাহনেওয়াজ, নওশাদ জামিল । ভাল লাগার কারণ হচ্ছে লেখার বিষয়বস্তু ভাললাগা ও সাবলিল উপস্থাপনা।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

কলি মাহমুদ: খুব কাছ থেকে বললে ভুল হবে। কারণ আমি অনেক দুর থেকে দেখেছি। আর বড় বিষয় হচ্ছে সাহিত্য সমালচনায় এই দশকের আলোচনা গুরুত্বপেতে পারে সমালোচকদের জন্য কিন্তু কবির কাছে এটা তেমন গুরুত্বপূর্ণ্ বলে আমি মনে করি না। সব মিলিয়ে, এইদশকের কয়েকজন কবির উদ্ভব হয়েছে। যেমন- মহাদেব সাহা, হেলাল হাফিজ সহ অনেকে।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

কলি মাহমুদ: পশ্চিমবেঙ্গের কবিতা খুব বেশি পড়া হয়নি। যতটুকু পড়েছি তাতে মনে হয়েছে, মল পার্থক্য বিষয়বনস্তুতে। বাংলাদেশের কবিতা অধিকাংশ সমাজ, রাষ্ট, রাজনীতি ও দ্রোহের প্রাধান্য, আর পশ্চিমবঙ্গের কবিতায় প্রেম-ভালোবাসা, ও সামাজিকিকরণ বিষয়ে।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

কলি মাহমুদ: ব্লগ সাহি্ত্যকে খুব বেশি কিছু না দিলেও অন্তত পাঠক দিচ্ছে। আলোচনা-সমালোচনার এটা উন্মুক্ত প্লাটফর্ম দিচ্ছে।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

কলি মাহমুদ: লিটলম্যাগ আর ব্লগ কোনটাই কম যায় না । আমার কাছে মনে হয় স্বস্ব জায়গায় গুরুত্বপূর্ন। ব্লগে কিছু সুবিধা আছে- যেমন, এখাণে সরাসরি আলোচনা-সমালোচনা করা যায়। কিন্তু লিটলম্যাগ এ এটা সম্ভব নয়। আবার সবার হাতে অনলাইন নেই, তাদেরভরসা লিটলম্যাগ। তাই দুটিই গুরুত্বপূর্ণ। কারো সাথে কারো প্রতিযোগিতা নেই। আছে সহযোগিতা।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

কলি মাহমুদ: দৈনিকগুলো ইদানিং সাহিত্যের জন্য জায়গা ছোট করে ফেলেছে। সাহিত্যের থেকে বিনোদন, শোবিজসহ অন্যান্য এগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে তবে এটা ভাল লক্ষণ না।