যারা জনপ্রিয় গতানুগতিক আবৃত্তিযোগ্য কবিতা লেখেন তাদের কবিতা পড়তে খারাপ লাগে: প্রবীর রায়ের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 3, 2012 2:58:54 PM

কবি

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

প্রবীর রায়: আমি কবিতা লিখি নিজের মত করে নিজের ভাবনা প্রকাশের জন্য।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

প্র: প্রকৃতি মানুষ আর সময়ের থেকে শিখতে হবে। পাঠ্য বইয়ের কবিতা ধারণা ভুলে যেতে হবে। শব্দের পুরুনো সংস্কারকে ভুলতে হবে। এটাই প্রস্তুতি।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

প্র: ধীমান চক্রবর্তী, প্রণব পাল, স্বপন রায়ের মত অনেকেই যারা গতানুগতিক কবিতা লিখেন না। এদের কবিতা আমার ভাল লাগে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

প্র: যারা জনপ্রিয় গতানুগতিক আবৃত্তিযোগ্য কবিতা লেখেন তাদের কবিতা পড়তে খারাপ লাগে। নাম নাইবা করলাম।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

প্র: ৯০ ও ০ এই দুটো দশকেই বেশ কিছু কবি আছেন যারা আগামী দিনের কবিতা লিখেছেন। প্রচারে না থাকলেও তারাই আসল কাজটা করছেন।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

প্র: বাংলাদেশের কবিতা আবেগময় তাই দীর্ঘ। পশ্চিম বাংলার কবিতা নিয়ন্ত্রিত আবেগ, ছোট আকারের।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

প্র: মনে হয় না।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

প্র: না । এখানে স্পর্শ, একান্ত পাঠের সুযোগ নেই।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

প্র: ব্যবসায়িক দৈনিকের কাছে আমি বড় কিছু প্রত্যাশা করি না।