নিজের কোনও লেখাই লেখা হয়ে যাওয়ার পর আর ভালো লাগে না: লিপিকা ঘোষের সাথে অনলাইন আলাপ

Post date: Jan 9, 2014 5:20:52 PM

দুপুর মিত্র: আপনি কবে থেকে লেখালেখি শুরু করেছেন?

লিপিকা ঘোষ: প্রথম লেখা শুরু ছড়া লেখা দিয়ে । খুব ছোটবেলায় , ৮/৯ বছর বয়েসে । আলোর ফুলকি নামের একটি ছোটদের পত্রিকা বেরোত, তাতে প্রথম ছাপা হয় ।

দুপুর মিত্র: আপনার সবচেয়ে সফল কাজ কোনটা?

লিপিকা ঘোষ: সফল কাজ তো এখনও তেমন কিছু করে উঠতে পারিনি । নিজের কোনও লেখাই লেখা হয়ে যাওয়ার পর আর ভালো লাগে না , মনে হয় কিস্যু হয়নি , যা লিখেছি সব ছাইপাঁশ ছাড়া আর কিছু না ।

দুপুর মিত্র: উপন্যাস লেখায় আপনি সুনির্দিষ্টভাবে কোন সমস্যায় বেশি পড়েন?

লিপিকা ঘোষ: উপন্যাস তো লিখিনি এখনও , লেখার ভাবনার মধ্যে দিয়ে হাঁটছি । তাই সমস্যার কথা অজানা ।

দুপুর মিত্র: লেখার সময় আপনি কি শিডিউল করেন?

লিপিকা ঘোষ: নাহ কোনো শিডিউল নেই । মাঝ রাত্তিরে ঘুম ভেঙ্গেও লিখি , আবার লাল ধুলো উড়িয়ে ট্রেকারের ঝাঁকুনি খেতে খেতে অফিস যাওয়ার সময়েও লিখি । মানে মোবাইলে টাইপ করে রাখি ।

দুপুর মিত্র: আপনি কি কম্পিউটারে লিখেন?

লিপিকা ঘোষ: কম্পিউটার , মোবাইল , ডাইরির ছেঁড়া পাতা , যা পাই তাতে লিখি । কিন্তু ডাইরির পাতা ছিঁড়ে যে কেন লিখি তা নিজেও ঠিক বুঝে পাই না ।

দুপুর মিত্র: গল্প আর উপন্যাসের ভেতর আপনার পছন্দ কোনটাতে বেশি?

লিপিকা ঘোষ: দুটোই আলাদা আলাদা করে বেশি পছন্দ ।

দুপুর মিত্র: উপন্যাস লেখার সাথে ধৈর্য্যের সম্পর্ক আছে কি?

লিপিকা ঘোষ: হ্যাঁ আছে । লিখিনি এখনও । লেখার মধ্যে দিয়ে হাঁটছি তা আগেই বলেছি । ধৈর্য্যের সম্পর্ক আছে বৈকি।

দুপুর মিত্র: লেখার আগে কি আপনি আউটলাইন করেন?

লিপিকা ঘোষ: না সে রকম কিছু করি না ।

দুপুর মিত্র: আপনার গদ্যশৈলী কি আলাদা?

লিপিকা ঘোষ: হ্যাঁ আলাদাই তো । প্রতিটি সৃষ্টিকর্মের ধরণ ধারন অন্যটির থেকে আলাদা ।

দুপুর মিত্র: কিভাবে এটা আলাদা?

লিপিকা ঘোষ: গদ্য শৈলীর নিজস্ব ধরনে এটি আলাদা ।

দুপুর মিত্র: নিজের কোন কাজটির জন্য খুব তৃপ্ত বোধ করেন?

লিপিকা ঘোষ: একেবারেই তৃপ্তি বোধ করি না। একটা অদ্ভুত অতৃপ্তিবোধ থেকে লিখি । কি যেন লিখতে চাই আর ঠিক কি যেন লিখতে পারছি না এই এক অদ্ভুত অতৃপ্তি সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় । তাই বোধ হয় লিখি ।

দুপুর মিত্র: আপনি কি বিশেষ কোনও পাঠককে সামনে রেখে লিখেন না বিশেষ অডিয়েন্সকে?

লিপিকা ঘোষ: হ্যাঁ অবশ্যই , শিল্প সাহিত্য ভাবনার মধ্যে থাকতে ভালবাসেন এমন সকলের জন্য লিখি।

দুপুর মিত্র: সাহিত্যের কি সামাজিক বাধ্যবাধকতা আছে?

লিপিকা ঘোষ: তা একটা আছে বোধ করি যেন । পাঠক তো এ সমাজের বাইরের কেউ নয় । আমিও নই ।

দুপুর মিত্র: তবে এ নিয়ে আপনার ভাবনা কি?

লিপিকা ঘোষ: যখন প্রকাশের জন্য লিখছি মানে পাঠকের কাছে পৌঁছতে চাইছি আমার লেখার মধ্যে দিয়ে , আমার লেখা পাঠকের ভাল লাগতেও পারে নাও লাগতে পারে এটা মাথায় রাখি , পাঠককে খুশি করতে কিছু লিখি না , লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করি , পাঠক ছুঁড়ে ফেলে দিতেও পারে কথাটা মাথায় রেখেই ।

দুপুর মিত্র: আপনার লেখার কক্ষ নিয়ে কিছু বলুন?

লিপিকা ঘোষ: আলাদা কোনো কক্ষ নেই । তবে আমার বিছানাটিই লেখাপড়ার তীর্থক্ষেত্র বলে বোধ হয় মাঝে মাঝে । ল্যাপটপ, বইপত্র, কাগজ কলম সবকিছু ডাঁই হয়ে থাকে এখানে ।

দুপুর মিত্র: আপনি কি বেশি পড়া পছন্দ করেন?

লিপিকা ঘোষ: হ্যাঁ

দুপুর মিত্র: আপনি কি গল্প খুব দ্রুত শেষ করতে পছন্দ করেন?

লিপিকা ঘোষ: হ্যাঁ

দুপুর মিত্র: উপন্যাস লিখতে আপনি সাধারণত কতটুকু সময় নেন?

লিপিকা ঘোষ: লিখিনি এখনও ।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোনও গল্প বা উপন্যাসের কিভাবে শুরু করতে জোর দেন? চরিত্র না বাক্যকে? না কোনও ডায়ালগকে?

লিপিকা ঘোষ: কোনো নির্দিষ্ট কিছু নেই ।

দুপুর মিত্র: লিখে ফেলার পর কি আপনার কখনও এমন হয়েছে যে পুরো লেখাই মানে গল্প বা উপন্যাসকে আপনাকে নতুন করে লিখতে হয়েছে?

লিপিকা ঘোষ: না এমনটা কখনও হয়নি ।

দুপুর মিত্র: লেখার আগে আপনি কি সমাপ্তি ঠিক করে রাখেন?

লিপিকা ঘোষ: না লেখা নিজস্ব গতিতে এগোয় সমাপ্তির দিকে ।

দুপুর মিত্র: আপনি শেষ পৃষ্ঠা লেখার আগেই কিভাবে গল্প বা উপন্যাসের শেষটা ঠিক করেন?

লিপিকা ঘোষ: এটা ঠিক হিসেব কষে হয় না । শেষ পৃষ্ঠাই তো সব লেখার শেষ নয় , হয়তো ওখানেই আসল শুরু।

দুপুর মিত্র: লেখালেখিকে কি সংগ্রাম মনে হয় আপনার?

লিপিকা ঘোষ: বেঁচে থাকা যদি সংগ্রাম হয় তো লেখাও সংগ্রাম ।

দুপুর মিত্র: লেখার পর আপনি সাধারণত কোন বন্ধুর সাথে শেয়ার করেন?

লিপিকা ঘোষ: সব সময় সব লেখা বাবাকে পড়াতাম । চাকরিটা বাড়ি থেকে দূরে হওয়ায় ফোন করে বাবাকে শোনাতাম। বাবার সদ্য পেসমেকার বসানো হয়েছে । মোবাইল ব্যবহার বারণ । তাই ল্যান্ডলাইন লাগানোর অপেক্ষায় আছি ।