সব সাহিত্যই কিছু না কিছু দেয়: দিলীপকুমার বাইনের সাথে অনলাইন আলাপ

Post date: Sep 9, 2013 3:48:14 PM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

দিলীপকুমার বাইন: তৃপ্তিবোধ, আত্মতৃপ্তি।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

দিলীপকুমার বাইন: খোলা মন, ভাবনার উত্তোরণবোধ, সময় সম্পর্কে পড়াশুনো, বিজ্ঞান মনস্কতা, নিজেকে ভাঙতে শেখা , আর অনির্দ্দিষ্ট পথ । তবে এভাবে কিছু বলার কিছু নেই, যে যেভাবে বড়হয়, বেড়ে ওঠে, সেটাই পথ..

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

দিলীপকুমার বাইন: তেমন কেউ নেই তে নতুন সময়ের কথা বলছে...আবার সবার কথা পাঠকের কাছে হয়তো পৌচচ্ছে না...

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

দিলীপকুমার বাইন: খারাপ বলে কিছু নেই, ভাল লাগল, অথবা লাগল না...ব্যাস...

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

দিলীপকুমার বাইন: শূন্য দশক বলে কিছু আছে কী? জানা নেই...

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

দিলীপকুমার বাইন: ভৌগলিক, তবু ততটা নয়...

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

দিলীপকুমার বাইন: সব সাহিত্যই কিছু না কিছু দেয়......

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি?

দিলীপকুমার বাইন: সময় ই বলবে...

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

দিলীপকুমার বাইন: কারা সাম্প্রতিক সেটাই আগে ঠিক করা দরকার... সব কিছুরই ইতিবাচক দিক আছে, নেতিবাচকও...