পরিশ্রম, ভাষাজ্ঞান এবং প্রকাশের নিজস্ব কৌশলের সমন্বয় না ঘটলে কবিতা হয় না: আশরাফুল মোসাদ্দেকের সাথে অনলাইন আলাপ ও তার কবিতা

Post date: Jul 9, 2012 2:58:14 PM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

আশরাফুল মোসাদ্দেক: নিজের সাথে বোঝাপড়া করার জন্যে কবিতার মতো এমন চমত্‍কার মাধ্যম দ্বিতীয়টি নেই । তাই কবিতা লিখি ।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

আ: অনুভূতিশীল মনন, প্রেম, তীব্র বেদনাবোধ, নিরন্তর নিজেকে ভাঙ্গা গড়ার সচেতনতা এবং সময় সচেষ্টতা এগুলো যার নেই তার কবি হওয়ার সম্ভাবনাও নেই । আবার শুধু সম্ভাবনাই শেষ কথা নয় । এর সাথে পরিশ্রম, ভাষাজ্ঞান এবং প্রকাশের নিজস্ব কৌশলের সমন্বয় না ঘটলে কবিতা হয় না। অন্তত আমার এমনটি মনে হয়।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

আ: শূন্য দশকের কবিতা এখনো কালের কামড় সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠেনি। তবে বেশ কয়েকজনের কবিতা খুব ভালো না লাগলেও খারাপ লাগে না। এ তালিকায় বিপ্লব রায়, সাইফ সাত্তার, রোমেল রহমান, সুলতান মাহমুদ রতন, প্রশান্ত কুমার এঁদেরকেই রাখবো। এঁদের কবিতায় সম্ভাবনা দেখতে পাই বলে ভাল লাগে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

আ: অনেক অনেক এবং অনেকের কবিতাই খারাপ লাগে। তাদের দোষ : বালখিল্যতা অথবা দুর্বোদ্ধতা অথবা নিজস্ব প্রকাশ ভঙ্গির অভাব ইত্যাদি।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

আ: নব্বই দশকের শক্তিমান কবিরা শুন্য দশকে এসে ফুরিয়ে আসছেন । এবং শুন্য দশকের ভাঁড়ারে হয়তো অল্পকটি প্রকৃত কবিতাও নেই, কিন্তু এ দশক যে প্রচুর অসাধারণ পরিণত এবং ধারালো কিছু পঙক্তির মালিক তা নিঃসন্দেহে বলা যায়। আর যারা এই পঙক্তিগুলো নির্মাণের ক্ষমতা রাখে তারা একদিন কালের পিড়িতে জায়গা করে নেবে, এমন আশা করা বোধহয় অন্যায় কিছু হবে না ।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

আ: পশ্চিমবঙ্গের কবিতা খুব একটা পড়া হয়নি। তাই ফারাক নির্ণয় করাটা কঠিন। তবে ওপারের বিখ্যাত কিছু সাহিত্য পত্রিকায় পশ্চিমবঙ্গের যে কবিতাগুলো পড়েছি, তাতে মনে হয়েছে বাংলাদেশের কবিরা কিছুটা হলেও এগিয়ে রয়েছে ।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

আ: ব্লগসাহিত্য এখন পর্যন্ত পারস্পারিক তেলমর্দন আর কাদা ছোড়াছুড়ি ছাড়া তেমন বিশেষ কিছু দিচ্ছে না । তবে সাহিত্যে না হলেও আর্থ-সামাজিক এবং রাজনৈতিক সচেতনা সৃষ্টি এবং ধর্মান্ধতা নিরসনে ব্লগের গুরুত্ব প্রশংসনীয়। তবে আমি আশা করি ব্লগ অবশ্যই একদিন আমাদের সাহিত্যে ঐশ্বর্য্য যোগ করবে ।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

আ: লিটিলম্যাগ এবং ব্লগের তুলনা করতে হলে আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে ।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

আ: দৈনিকের সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আমি সন্তুষ্ট না। সম্পাদকের পছন্দের বলয়বহির্ভূত লেখকদের মূল্যায়ন দৈনিকে দেখা যায় ন । আর তরুণদের আশ্রয় দিচ্ছে লিটিলম্যাগ, কখনোই দৈনিক নয় ।

ফুটেছিলো যুঁই

আশরাফুল মোসাদ্দেক

ফুটেছিলো যুঁই অন্যের বাগানে— এসেছিলো ঘ্রাণ খানিকটা নাকে

বেলে মাছের মতো রজনী শুয়েছিলো রাতে—

মন কী আজীব চীজ কেনো দূর থেকে ডাকে

তোমাদের পায়ে বল— গ্যালারীতে একা বসে

ছায়া হয়ে ঝুলি বাদুড় আঁধারে— গোল দাও দাও লাথি দাও কষে

ভালো না লাগাগুলো করছে হিসি— আকাশ উগলে দিয়েছে আঁধার

মস্তিষ্কে ফোটে পুষ্প নিদারুণ কাঁঠালচাঁপা— অবহেলা ব্যাঙ লাফ দিয়ে হয়ে যায় পাড়

হাতছানি এসে পেতে দেয় তাঁবু— পতাকার মতো তুলে দেই হাত

কাঁটা ছেঁড়া বুকে অবনত চোখে চেয়ে আছি বিন্দুস্থির—

হায় সাপলুডু খেলা প্রস্থানের পথ হয়ে আছে কাঁত