অদিতি ফাল্গুনীর কবিতা সোনার কাঠি, রূপার কাঠি ও লোহার কাঠি

Post date: Jun 23, 2012 5:28:59 AM

শতবর্ষী রাজকন্যা

মাথায় ছিল সোনার কাঠি

আর পায়ে রূপার কাঠি...

মায়া দানবী উল্টে দিল কাঠির সংস্থান,

ঘুমিয়ে গেলাম আমি আর ঘুমিয়ে গেল

এ জাগ্রত রাজপাট!

শতেক বছর ঘুমিয়ে ছিলাম

রূপার কাঠি চুলে গুঁজে

পায়ে সোনার কাঠি...

কে তুমি এসেছ আজ অচিন রাজকুমার?

কেন জাগালে আমাকে তুমি নবীন ঘোড়সওয়ার?

সখীবৃন্দ (কোরাস)

এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে,

দেখা পেলেম ফাল্গুনে।

বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়-

একি গো বিষ্ময়!

অবাক আমি তরুণ গলার গান শুনে...

রাজকুমার

কেন কণ্যে? জাগালাম তাই হও নি বুঝি খুশি?

জাগতে বুঝি চাও নি তুমি পরমাপ্রকৃতি?

অব্যখ্যাত দেশ আর জনপদ দুর্গম?

আমি আলোক...আমি পুরুষ...

রেনেসাঁ আমি...

জাগিয়ে তুলি প্রকৃতি আর নারী আর অচিন জনপদ...

নিদ্রা এবং অন্ধকারের ঘোমটা ছিঁড়েখুঁড়ে-

পাতালে ঢুকি, বন কাটি...

হলকর্ষণ করি...

রেলপথ আর টেলিগ্রাফ, বাষ্পজাহাজ আমদানি করি...

বদলে দিই মায়াদানবীর কাঠির সংস্থান!

রাজকন্যা

আর্য যুবক...শ্বেতপুরুষ শোন!

একটি কাঠি সোনার এবং একটি কাঠি রূপোর...

লোহার কাঠির গল্প তবু মুছে দিল কে?

রূপকথার ঝাঁপি থেকে সরিয়ে দিল কে?

এ অন্যায়- ভারি অন্যায়-

রাজকুমার

কি বলতে চাও? স্পষ্ট করেই বলো!

রাজকন্যা

আমরা ত’ বেশ খুশিই ছিলাম

‘নিদ্রা এবং অন্ধকারে’...বলছো যেমন তুমি...

মেঘবরণ কেশ এলিয়ে ঘুমিয়ে ছিলাম আমি...

কুঁচবরণ? কক্ষণো নই!

কালো মেয়েই আমি...

ভালই ছিল শ্যামা মেয়ে দ্রাবিড় স্বামীর ঘরে...

তুমি এলে শ্বেত পুরুষ অশ্বের ক্ষুরধারে-

বন কাটলে, নদী বাঁধলে,

পুঁতলে যত টেলিগ্রাফের খুঁটি...

হারিয়ে দিলে যুদ্ধে আমার কালো স্বামীকে,

জবর দখল করলে এই শ্যামা মেয়ে

আর শ্যাম রাজ্যপাট!

সেই থেকে হারিয়ে গেল লোহার কাঠির পুরো গল্পটাই-

এখন আমি তিনটি ছেলের মা-

একটি ছেলে হুবহু তোমার মত,

নীল চোখ আর শ্বেতকায় সে

সোনার কাঠির ধারক...

ছোট ছেলেটি দো-আঁশলা,

মিশ্র রং আর রূপার কাঠির সঞ্চালক সে-ই,

সবার বড় ছেলে যে

কালো স্বামীর ছেলে...

লুকিয়ে থাকে অরণ্যে আর

রাজধানীতে মাঝে মাঝে ‘চোরা হামলা’ চালায়-

‘রাক্ষস’ সেই পুত্র আমার

উড়াবে কবে এ শ্বেত উপনিবেশ?

সুশ্রী তবে কৃষ্ণ মা তার

শ্বেতপুরুষের অঙ্কশায়িনী-

নীলকমল সে ছেলে আমার

লোহার কলাই চিবিয়ে খায়

‘লালকমলের আগে নীলকমল জাগে

আর জাগে ঘিয়ের পিদিম...’

‘রাক্ষস’ সেই...‘নিষাদ’ সেই...‘শবর’ সেই পুত্র আমার...

আত্মঘাতী বোমা হামলায়

উড়াবে কবে এ শ্বেত উপনিবেশ?

ফিরিয়ে আনবে লোহার কাঠি, শ্যাম রাজ্যপাট?

২৭ ডিসেম্বর ২০১১

এ্যাপোলো হাসপাতাল,

আহমেদাবাদ, গুজরাট।