কপিলেফ্ট আন্দোলনের মেনিফেস্টো

Post date: Apr 29, 2014 3:51:56 AM

জনগণের সাহিত্য চাই। সমস্ত লেখার কপিলেফ্ট চাই। শুধু লেখা নয়, আমরা চাই চিত্রকর্ম থেকে শুরু করে গান,নাটক,চলচ্চিত্রসহ সমস্ত শিল্পকর্ম কপিলেফ্ট করে প্রকাশ করা হোক।

যে মিডিয়া জনঅধিকার সাহিত্যের পৃষ্ঠপোষক নয়, তাদের বর্জন নয়-দখল করতে চাই।

জনঅধিকার সাহিত্যের কোন বাজার মূল্য চাই না। চাই অধিকারের মূল্য।

আমরা চাই গ্রামে-গঞ্জে, শহরে -মহল্লায় ছড়িয়ে পড়ুক এই জনঅধিকার সাহিত্য। তাই স্ব স্ব নামে এই সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে চাই অধিকার আদায়ের লড়াই হিসেবে।

যে কোন মিডিয়ায় নিজেদের লেখা কপিলেফ্ট লিখে ছড়িয়ে দিতে চাই।

বাণিজ্যিক ডোমেইনের বিপরীতে পাবলিক ডোমেইন ব্যবহার করতে চাই।

সমস্ত ওয়েবম্যাগ, ব্লগ, ব্লগজিন, সাইট পাবলিক ডোমেইনে ব্যবহার করতে চাই। আমরা মনে করি জ্ঞান মুক্ত, জ্ঞান সার্বজনীন। এর উপর কারো দখল-দারিত্ব চাই না।

জন অধিকার সাহিত্য সম্পর্কে

১. সাহিত্য-সংস্কৃতি কোন ব্যক্তির সম্পদ নয়।

২. কপিলেফ্ট সাহিত্য মানে জনগণের সাহিত্য। জনগণের চর্চিত সাহিত্যের ফর্ম, ভাষা সাহিত্যে ব্যবহার করতে হবে।

৩. মৌখিক নয়, জনপদের সাধারণ ভাষাই হবে সাহিত্যের ভাষা। জনগণের চর্চিত ভাষাকে বিশ্লেষণ করে সাহিত্যে প্রয়োগ করতে হবে।

৪. কোন ইজম বা দর্শন নয়, হাজার বছরের জনগণের চর্চিত ইজম বা দর্শনই কপিলেফ্ট আন্দোলনের দর্শন।

৫. জনগণের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকল ইতিহাসই আমাদের সাহিত্যের বিষয়।

৬. সাহিত্যের পাঠোদ্ধার জনগণের চর্চিত শব্দার্থের ভিতর দিয়েই হতে হবে।

৭. বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় জনগণের সংস্কৃতি বা সাহিত্যকে প্রাধান্য দিতে হবে।

এই আন্দোলন সম্পর্কে জানতে যোগাযোগ করুন

দুপুর মিত্র, বাংলাদেশ

mitra_bibhuti@yahoo.com