বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে শাহবাগের দাবি আদায় করা সম্ভব নয়: আবিদ আনোয়ারের সাথে অনলাইন আলাপ

Post date: Apr 17, 2014 2:07:32 PM

আবিদ আনোয়ার, গ্রাম-চর আলগী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৪শে জুন ১৯৫০। পিতা : মোহাম্মদ আজিমউদ্দিন; মাতা : হাসিনা বেগম। স্নাতকোত্তর (থিসিস, সাংবাদিকতা) : মিসৌরী বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৮৭)। পেশা : সাংবাদিকতা ও চাকরি। সম্পাদক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), মহাখালী, ঢাকা। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহন করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১৩ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই তিনি।

প্রকাশিত বই: কবিতা-আটকে আছি মধ্যনীলিমায়, আগামী প্রকাশনী, ২০০৯, নির্বাচিত কবিতা, আগামী প্রকাশনী, ২০০৫, কাব্যসংসার, বিশাকা প্রকাশনী, ২০০৩

খড়বিচালির বৃক্ষজীবন, দিব্য প্রকাশ, ২০০১, স্বৈরিণীর ঘরসংসার, বিশাকা প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৮; তৃতীয় সংস্করণ, ২০০১),মরা জোছনায় মধুচন্দ্রিমা, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২, প্রতিবিম্বের মমি, অনিন্দ্য প্রকাশন, ১৯৮৫।

প্রবন্ধ-গবেষণার বই: বাংলা কবিতার আধুনিকায়ন, আগামী প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ২০০৫)চিত্রকল্প ও বিচিত্র গদ্য, আগামী প্রকাশনী, ২০০৫।

গল্পের বই: তিন পাখনার প্রজাপতি, মাওলা ব্রাদ্রার্স, ২০০৬

দুপুর মিত্র: প্রথম প্রশ্ন, ১৯৭১ সালে আপনি ৩ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। বর্তমান সময়ের শাহবাগ তরুণ প্রজন্মকে আপনি কিভাবে দেখছেন?

আবিদ আনোয়ার: ওদের দাবির সঙ্গে আমি অবশ্যই একমত। তবে, কোনো বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এসব দাবি আদায় করা সম্ভব নয়।

দুপুর মিত্র: আপনি ১৯৭১ সালে বিজ্ঞান গবেষণা ও কারিগরি প্রকাশনার জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন। কবিতা ও বিজ্ঞানকে আপনি কিভাবে দেখেন?

আবিদ আনোয়ার: কবিতাও বৈজ্ঞানিক কৌশলেই রচিত হয়। ভালো একটি কবিতা সত্যকে উন্মোচন করে যা বিজ্ঞানের কাজ।

দুপুর মিত্র: ‘আমার মায়ের নামে তোপধ্বনি চাই’ কবিতাটি নিয়ে কিছু বলুন।

আবিদ আনোয়ার: একাত্তরের মুক্তিযুদ্ধে আমি বিহারের চাকুলিয়া ক্যাম্প থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে প্রশিণ নিয়ে হেজামারায় স্থাপিত ৩ নং সেক্টর অফিস থেকে আমার বাহিনী নিয়ে যখন দেশে ফিরে আসি তখন বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমার মায়ের চাল-ডাল ও মুড়ির টিনগুলোতে ভরে রেখেছিলাম। কিশোরগঞ্জের ধূলদিয়া রেলসেতু অপারেশনে সেই টিনগুলোই ‘পেয়ারুটিং চার্জ’ হিসেবে ব্যবহার করেছি। আমি আজ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। মাসে-মাসে সরকারি ভাতাও পাই। কিন্তু আমার মায়ের মত বহু মায়ের আত্মত্যাগ স্বীকৃতি পায় নি। শুধু টিনগুলোর দাম দিয়েই আমার মায়ের আত্যত্যাগ পরিমাপ করি না। কোনো দুর্ঘটনা ঘটলে প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যেতে পারতো তাঁর বসতঘর। এসব ভাবনা থেকেই কবিতাটি লেখা।

দুপুর মিত্র: আপনি কবে থেকে লেখালেখি শুরু করেছেন?

আবিদ আনোয়ার: বাল্যকাল থেকেই। তবে, ১৯৭৬ সালের আগে ‘আবিদুর রহীম’ নামে লিখেছি। ১৮৭৬ সালে কবি আহসান হাবীব আমার কলমী-নাম রেখেছেন ‘আবিদ আনোয়ার’। তিনি দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক ছিলেন। তাঁর পাতায় আমি ১৯৮১-৮২ সালে ‘মধ্যদিনের জানালা’ নামে একটি নিয়মিত কলাম লিখেছি।

দুপুর মিত্র: আপনার সবচেয়ে সফল কাজ কোনটা?

আবিদ আনোয়ার: এর উত্তর আমি নিজে দিবো কী করে? উত্তর দেবেন আপনারা ও ভবিষ্যতের লোকজন যদি আদৌ কেউ আমার কাজকর্ম বিষয়ে আগ্রহী হন।

দুপুর মিত্র: আপনি কি বিশেষ কোনও পাঠককে সামনে রেখে লিখেন না বিশেষ অডিয়েন্সকে?

আবিদ আনোয়ার: কখনো নয়। আমি আমার নিজের ভাবনাকে প্রকাশ করি মাত্র।

দুপুর মিত্র: সাহিত্যের কি সামাজিক বাধ্যবাধকতা আছে? এ নিয়ে আপনার ভাবনা কি?

আবিদ আনোয়ার: না। তবে কাজী নজরুল ইসলামের মতো অনেকের সাহিত্যকর্ম সামাজিক আন্দোলনে উৎসাহ যুগিয়েছে।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

আবিদ আনোয়ার: কবি হয়ে-ওঠা বিষয়টিই আমার কাছে বোধগম্য হয়ে ওঠে নি।

দুপুর মিত্র: কবিতা কি?

আবিদ আনোয়ার: আগামী প্রকাশনী থেকে প্রকাশিত আমার ‘বাঙলা কবিতার আধুনিকায়ন’ বইটির একটি ‘চাপ্টার’ কবিতা: একটি প্রায়োগিক সংজ্ঞা’ পড়ে নিলে এর উত্তর পাবেন। এক-কথায় বলা যাবে না।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

আবিদ আনোয়ার: বিষয়বস্তুর বিবেচনায় দেশজতা; নির্মাণকলার ক্ষেত্রে ছন্দহীনতা; প্রকাশভঙ্গিতে এলামেলোমি, যা কাম্য নয়। অবশ্য প্রকৃত কবির সংখ্যা খুবই কম হলেও তাদের হাতে কবিতা এগিয়ে চলেছে সঠিক আঙ্গিকেই।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

আবিদ আনোয়ার: আন্দোলন করে সাহিত্যের গতিপথ পরিবর্তন করা যায় না, যদি না এমন কোনো শক্তিমান স্রষ্টার হাতে পরিচালিত হয় যিনি প্রকৃত অর্থেই নতুন পথের দিশারী এবং নিজের রচনাকর্ম দিয়েই নতুনত্বকে প্রতিষ্ঠা করতে পারেন।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

আবিদ আনোয়ার: প্রশ্নটাই বোঝা গেলো না। দাঁড়িয়ে, শুয়ে, হাঁটতে-হাঁটতে, কলম দিয়ে, কীবোর্ড টিপে. . .ইত্যাদি কী বোঝাতে চেয়েছেন?

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

আবিদ আনোয়ার: পশিচমবঙ্গের কবিতার ভাষা এখনও রয়ে গেছে কেতাবি, আমাদের ভাষা আটপৌরে। ওরা অন্তর্মুখি, আমাদের অধিকাংশ কবি বহির্মুখি।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

আবিদ আনোয়ার: এখনও তেমন নয়। তবে, ভবিষ্যতে ব্লগ-ই হতে পারে প্রধান মাধ্যম।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

আবিদ আনোয়ার: লিটল ম্যাগ-এর চেয়ে বগ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এর পাঠকসংখ্যা বেশি।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

আবিদ আনোয়ার: এখনও প্রধানতম প্রকাশমাধ্যম। তবে, সম্পাদকদের অনুরোধ জানাবো লেখা-বাছাইকর্মে আরো কঠোর হওয়ার জন্য।