সমসাময়িক বিশ্বের কবিতা থেকে আমরা বেশ দূরেই অবস্থান করছি: মূর্তালা রামাতের সাথে অনলাইন আলাপ

Post date: Jan 11, 2014 10:32:21 AM

প্রকাশিত বই: মরা নদীর জোছনা, ফেরাফেরি, আপুনি’র ডায়েরি।

দুপুর মিত্র: লিটলম্যাগের সাথে প্রতিষ্ঠানবিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি? হলে কেন?

মূর্তালা রামাত: এ ধরনের কোন সম্পর্ক থাকার দরকার আছে বলে আমি মনে করি না। এ সমস্ত ইস্যু প্রকৃত সাহিত্য থেকে লেখকের মনোযোগ দূরে সরিয়ে দেয়।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

মূর্তালা রামাত: কবি হয়ে ওঠাটা আসলে ভেতরের নানারকম বোধের শুদ্ধতম সংষ্করণের একটি চূড়ান্ত পরিণতি বলা যেতে যেতে পারে।

দুপুর মিত্র: কবিতা কি?

মূর্তালা রামাত: কবিতাকে আমার মানব জীবনের একটি বোধ বা বহু বোধের মিলিত রূপ বলে মনে হয়।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

মূর্তালা রামাত: এখনকার কবিতাগুলো অনেক কমপ্যাক্ট। খানিকটা জটিলও বটে। নানা রকমের ইঙ্গিতের মাধ্যমে আশপাশের খুঁটিনাটিগুলোকে তুলে আনাই এখনকার কবিতার অন্যতমবৈশিষ্ট্য।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

মূর্তালা রামাত: শুধু সাহিত্য নয় যে কোন আন্দোলনই কবিতাকে পরিবর্তন করে।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

মূর্তালা রামাত: আমার জন্য কবিতা একটি শব্দ দিয়ে শুরু হয়। তারপর একে একে অন্য শব্দেরা আসে। পাশাপাশি বসে তারা দৃশ্য তৈরি করে, দৃশ্যের ভাষা বর্ণনা করে।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

মূর্তালা রামাত: ঠিক এই মুহূর্তে আমি নিউ ইউরোপিয়ান পোয়েটস নামে একটি বই পড়ছি। বইটিতে ইউরোপের একেবারে সাম্প্রতিক সময়ের কবিতা রয়েছে। কবিতাগুলো পড়তে পড়তে যা বুঝছি তা হলো, এই সময়ের কবিরা খুব সহজে, সহজ শব্দে মনের ভাব প্রকাশ করতে ভালবাসেন। যেটা সমসাময়িক বাংলা কবিতায় প্রায় অনুপস্থিত। সেই হিসেবে বলাযেতে পারে যে সমসাময়িক বিশ্বের কবিতা থেকে আমরা বেশ দূরেই অবস্থান করছি।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

মূর্তালা রামাত: যতদূর মনে পড়ে ক্লাস ফাইভে থাকতে আমি জীবনের প্রথম কবিতা লিখি।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন? ঠিক জানি না।

মূর্তালা রামাত: মনের কথা বলতে ইচ্ছা হয়। লিখে ফেলি।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

মূর্তালা রামাত: ঠিক নেই। কখনো এক বসাতেই লিখে ফেলি। কখনো একটা কবিতাই মাসের পর মাস ধরে ফেরি করে বেড়াই।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

মূর্তালা রামাত: নিজের জীবন থেকে, মানুষের জীবন থেকে, প্রকৃতি থেকে, রাজনীতি, সমাজ, অর্থনীতি থেকে, সর্বোপরি আশপাশের সমস্ত পৃখিবী থেকে।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার বলে মনে করেন?

মূর্তালা রামাত: প্রচুর পড়া প্রয়োজন। দেশের কবিতা, দেশের বাইরের কবিতা। সেই সাথে পর্যবেক্ষণ ক্ষমতাটাও আয়ত্ত্ব করা জরুরী। পাশাপাশি অবিরাম লিখে চলার অভ্যাস অবশ্য্ইথাকতে হবে। এবং প্রিয়তমার মতো কবিতাকে ভালোবাসতে হবে।