রাজীব আর্জুনির কিছু কবিতা

Post date: Jun 6, 2014 10:09:25 AM

হুলো বেড়ালের স্পাইক

হুলো বেড়ালের স্পাইক ও পর্ণ ছবির নায়ক দুটোর ধারনাই সমীকরণে পাবা; সমীকরণ মেলানোর জন্য কৃষ্ণা কেবিনের রসগোল্লা খাও আর বাও বাতাসে গা গরম করে নান্দিনার ট্রেনে উঠে পড়; টিকিট কাটার অভ্যাস যে নাই হেইডা না বললেও চার দোকানের দুলাল ঠিকই জানে; নীলক্ষেতে ডিকেন্সের বই এর সাথে চটি বই কিনে এক বন্ধু তার বান্ধবীকে দিসিলো; সেই থেকে সমীকরণে তারা বি সি এস পাইলো; শাওয়ার পাইলো; কিন্তু কল সেন্টারের এক্সিকিউটিভ বুঝলোনা যে ঝাল মিষ্টি আর সমীকরণ মাশরফি বিন মূর্তজার বোলিঙেও দেখা যায়; পুরান ঢাকার হাজীর বিরানী খাইতে গেলেও বুঝন যায় জিলাপি এত প্যাঁচ বহুল ক্যান; প্যাঁচের নামতা একবার রেলক্রসিঙের ধারে দেখা গেসিলো দুই কুকুরের পায়ে পায়ে ; পাসওয়ার্ড ছাড়াই প্যাঁচগি মারছিলো;

প্যাঁচের নামতা গেলার পর থেকেই শুরু হইসিলো ভ্যাসলিন লোশন আর বালিশের চিত্রকল্প! চিত্রকল্পের মজা এই ঐশ্বরিয়াও কাজরারে কাজরারেকরতে থাকে আর দৌড়ের মধ্যে দিয়াও দৌঁড় বানতে থাকে;

এই হল ফুলঝুরি; একেকটা ফ্ল্যাশমব!!

ভায়োলিন মেসির গোল মোরগের ফাইট

সুবেহ সাদেক কখন এস্ছিলো কে জানে বার্সার খেলায় মেসির গোল হতেই দুপা উপর করে ভাই আমার লাফিয়ে উঠলো; লাফিয়ে ওঠার একটা কোডিঙ আছে মোরগের ফাইট দেখলে বোঝা যায়; বোঝার জন্য একটা ভায়োলিনও কেনা যেতে পারে; ফাইটের মধ্যে ভায়োলিন যে সামেশন তৈরি করে তাহাতে বুক পকেট থেকে স্বর্ণের চেন চুরি হয়েছিল জেঠার এটি মনে না এলেও সমস্যা নেই; তবে গফরগাঁও স্টেশনে জগলু ভাইর চোখের জল আমাকে এখন ও অফিসে ট্রেনে বাসে বয়ে বেড়াতে হয়; এটি শুধু সামেশনে নয় তার বাইরেও থাকবে এটা নিশ্চিত! নিশ্চিত আরও বলি যে সেলুনে চুল কাটতে গেলেও একটা ফাইট দেখা যায় কাঁচি ও চিরুনির; কিন্তু চিরুনি অভিযানে থাকে সোলজার!

বোঝার জন্য একটা ভায়োলিন প্রয়োজন, যে না বোঝে সুবেহ সাদেক না দেখে মোরগের ফাইট।

টাকিমাছের কলিঙ বেল

টাকিমাছ আলু ভর্তা দিয়ে খাবার শুরু হয়েছিলো। কলিং বেল বাজতেই চেয়ার থেকে উঠে দরজা খুলে দিলেন মহামহিম ঈ। রহিম বাদশার পরে আগে নয়। একদম ঈ। পাশের ঘরেই বাজছিলো সিলেন ডিওন। আর বাজপাখি তার কি হয়েছিলো সেটা বল! ওটা তো বলা যায় তবে একটা কিন্তু আছে। নো কিন্তুক। কেনে কিন্তু চলবে না। ডিমের কুসুম নষ্ট হয়, হোক। তাপমাত্রা টের না পেলে নষ্ট হয়ে গেছে বলার এখতিয়ার নেই কারও।

এসব ভাববেন মহামহিম ঈ। চন্দ্রবাহকের কলায় মহামহিম ঈ আনপ্রিডেক্টটেবল।

রহিম বাদশার পরে আগে নয় যাত্রা পালার আগে যে ঝুমুর ঝুমুর নাচ সেখানে সত্যিই মানুষ গুলো রৌদ্রভাঙা কাঠবাদাম; চা স্টলে নায়ক সালমান শাহ্ র ছবি দেখে লোকেরা থ মারে পরে নায়কের মৃত্যু নিয়েও কাঁদে; রাসেল ক্রোর কথা তো বাদেই দিলাম। ভালবাসিলে দাম দিতে হয়না মধুসূদন।

ইনফরমেশনের সহজলভ্যতা শূন্য দশকের কবিতায় ভিন্ন মাত্রা এনেছে: রাজীব আর্জুনির সাথে অনলাইন আলাপ