জটিলতা পরিহারপূর্বক বিষয়বস্তু স্পষ্ট রাখা জরুরি: নৈরিৎ ইমুর সাথে অনলাইন আলাপ

Post date: Oct 12, 2012 7:08:53 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

নৈরিৎ ইমু: একটি কবিতা লিখব বলে ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

নৈরিৎ ইমু: ঢাক ঢোল পিটানোর মত কিছু নয়। শব্দশৈলী , প্রয়োগকৌশল, বাক্যের সর্বোত্তম ব্যবহার, প্রানবন্ত আর পাঠককে কবিতার শেষ পর্যন্ত টেনে নেওয়ার আগ্রহ তৈরীর ব্যাপারে লক্ষ রাখা উচিত। ভাবা দরকার যিনি লিখছেন তিনি নিশ্চয় সর্বসাধারণের জন্যই, সেখানে জটিলতা পরিহারপূর্বক বিষয়বস্তু স্পষ্ট রাখা জরুরি।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

নৈরিৎ ইমু: মনে হয় একমাত্র নৈরিৎ ইমুর কবিতাই আমার ভাল লাগে। জীবনমুখী কিছু কবিতা আছে তার আমার জানা মতে ।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

নৈরিৎ ইমু: যেহেতু একমাত্র ব্যাক্তির কবিতা ভাল লাগে সেহেতু বাকীদের কবিতা খারাপ লাগার মধ্যে পড়ে যায় । আদতে স্বকীয়তা হারা , অযথা কঠিন শব্দ প্রয়োগকৃত মহান কবিতাগুলো আমি পড়ে স্বস্থি পাই না ।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

নৈরিৎ ইমু: দুই দশকের মধ্যে পার্থক্য এটাই যে আজকাল কবিতা নিয়ে বেশ বাণিজ্য, তোষামোদ আর হর্ষধ্বনির মত সরবে ছড়াতে ছিটাতে কবিদের ব্যতিব্যস্ততা দেখা যাচ্ছে । তবে কবিতা গন্ডি পেরিয়ে এসেছে, চিন্তাভাবনা পাল্টেছে, নতুন ধারা এসেছে ।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

নৈরিৎ ইমু: ফারাক বলতে গেলেতো আগে রবীন্দ্রনাথ নিয়ে কথা উঠবে। বাংলায় চর্চা হচ্ছে, বেশ চলছে, আর সমৃদ্ধ হচ্ছে সাহিত্য অঙ্গন। ফারাক টানতে রাজি নই। কেউ টানলে বলি, দৃষ্টিভঙ্গি বদলান ।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

নৈরিৎ ইমু: আধুনিকায়নের কথায় তো নবীন প্রবীন দুইয়েই প্রযুক্তি ভিত্তিক কার্যক্রমের সাথে বেশী সম্পর্কৃত। তাই ব্লগ একটা সুন্দর, সময় সাপেক্ষ, সহজ মাধ্যম বটে।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

নৈরিৎ ইমু: ব্লগ আর লিটলম্যাগকে সম্পূর্ণ আলাদা আলাদা করে ভাবতে চাই। বন্যেরা বনে সুন্দর ..... আর ছাপার অক্ষরে একটা লিখার মানেই অন্যরকম। সাহিত্য ছাপার কালিতে বেশি মানানসই।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

নৈরিৎ ইমু: যেটুকু যাই হউক বিষয়টা ফলপ্রসু আর বেশ আশা জাগায়। শিশুদের জন্য কিছু আয়োজনও বেশ নজর কাড়ে। দৈনিকে সাহিত্য পরিধিটা আরো বাড়ানো প্রয়োজন। যেহেতু প্রেক্ষাপট অনুযায়ী প্রায় সকল মানুষই দৈনিকের সাথে সম্পৃক্ত আর সেই সুবাদে অনেককেই সাহিত্যবিমুখতা থেকে বেরিয়ে আনার প্রচেষ্টা প্রাথমিকভাবে এ সকল দৈনিক দিয়ে বোধহয় সম্ভব।