গল্পের চরিত্র অনুযায়ী শৈলী নির্দিষ্ট হয়: শৌভিক বন্দ্যোপাধ্যায়ের সাথে অনলাইন আলাপ

Post date: Jul 9, 2014 6:27:53 PM

                                                     শৌভিক বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত বই, ছোটগল্প সংকলন, বইয়ের নাম "জেড মাইনাস", প্রকাশ হয়েছে জানুয়ারি ২০১৪ তে, কলকাতা বইমেলায়।

দুপুর মিত্র: আপনি কবে থেকে লেখালেখি শুরু করেছেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: ১৯৯৯ সাল, তবে সে সবই নেহাত হাত মকশো।

দুপুর মিত্র: আপনার সবচেয়ে সফল কাজ কোনটা?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: সফল কাজ! না না, সৃষ্টিতে সফলতা এসে গেলেই তো সব শেষ।

দুপুর মিত্র: গল্প লেখায় আপনি সুনির্দিষ্টভাবে কোন সমস্যায় বেশি পড়েন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: না তেমন বলার মত বিশেষ কিছু নেই।

দুপুর মিত্র: লেখার সময় আপনি কি শিডিউল করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়:  শিডিউল করে লিখতে পারিনি, শাদা রয়ে গেছে পাতা, বা কম্পিউটার স্ক্রিন। বরং কোনও শিডিউল না করেই লিখেছি এ পর্যন্ত।

দুপুর মিত্র: আপনি কি কম্পিউটারে লিখেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: ইদানিং কম্পিউটারেই বেশি লিখে ফেলছি।

দুপুর মিত্র: গল্প আর উপন্যাসের ভেতর আপনার পছন্দ কোনটাতে বেশি?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: গল্প।

দুপুর মিত্র: গল্প লেখার সাথে ধৈর্য্যের সম্পর্ক আছে কি?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: যে কোনও নির্মাণই প্রয়োজনীয় ধৈর্য্য দাবি করে। গল্পও।

দুপুর মিত্র: লেখার আগে কি আপনি আউটলাইন করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: করি, তবে তা মূলত মগজেই। খাতায়-কলমে তেমন কিছু না।

দুপুর মিত্র: আপনার গদ্যশৈলী কি আলাদা? কিভাবে এটা আলাদা?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: গল্পের চরিত্র অনুযায়ী শৈলী নির্দিষ্ট হয়। তবে তা কতটা আলাদা সেটা যিনি পড়ছেন তিনিই ভালো বলতে পারবেন।

দুপুর মিত্র: নিজের কোন কাজটির জন্য খুব তৃপ্ত বোধ করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: অতৃপ্তিই ক্রমশ ঠেলে, ভিতর থেকে, যাতে তৃপ্ত হই কখনো।

দুপুর মিত্র: আপনি কি বিশেষ কোনও পাঠককে সামনে রেখে লিখেন না বিশেষ অডিয়েন্সকে?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: সেভাবে কিছু ভাবিনি। সবাই পড়ুক এটাই চাই।

দুপুর মিত্র: সাহিত্যের কি সামাজিক বাধ্যবাধকতা আছে? এ নিয়ে আপনার ভাবনা কি?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: আছে। আমার লেখায় এই সামাজিক দায়বদ্ধতার আসা-যাওয়া আমার চোখে পড়ে।

দুপুর মিত্র: আপনার লেখার কক্ষ নিয়ে কিছু বলুন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: নির্দিষ্ট কোনও কক্ষে আমি লিখি না। লেখা যখন মাথায় ভর করে, তা যেখানেই হোক, লিখিয়ে নেয় আমাকে দিয়ে।


দুপুর মিত্র: আপনি কি বেশি পড়া পছন্দ করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: হ্যাঁ। লেখালিখি যথেষ্ট শ্রমের।

দুপুর মিত্র: আপনি কি গল্প খুব দ্রুত শেষ করতে পছন্দ করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: দ্রুত বলব না, তবে অহেতুক ফেনাতে আমি পারিনি এখনও।

দুপুর মিত্র: গল্প লিখতে আপনি সাধারণত কতটুকু সময় নেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: দেড় ঘন্টাতেও লিখেছি, আবার ৩ দিনও লেগেছে।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোনও গল্প বা উপন্যাসের কিভাবে শুরু করতে জোর দেন? চরিত্র না বাক্যকে? না কোনও ডায়ালগকে?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: চরিত্র দিয়েই বেশি, আবার বাক্য বা ডায়ালগ দিয়েও হয়েছে। সবটাই নির্ভর করে, গল্পের বিষয়বস্তুর ওপর।

দুপুর মিত্র: লেখে ফেলার পর কি আপনার কখনও এমন হয়েছে যে পুরো গল্পই আপনাকে নতুন করে লিখতে হয়েছে?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: হয়েছে, তবে খুব কম, এক-দু’বার। আমার বেশিরভাগ গল্পই একবারেই শেষ হয়েছে।  

দুপুর মিত্র: লেখার আগে আপনি কি সমাপ্তি ঠিক করে রাখেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: সমাপ্তি ঠিক করে রাখি না, তবে কী বলতে চাইছি, সেটা স্পষ্ট থাকে।

দুপুর মিত্র: আপনি শেষ পৃষ্ঠা লেখার আগেই কিভাবে গল্পের শেষটা ঠিক করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: না সেভাবে ঠিক করি না।

দুপুর মিত্র: লেখালেখিকে কি সংগ্রাম মনে হয় আপনার?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: সংগ্রাম অনেক বড় ব্যাপার। আমরা যারা লেখালিখি করি, তারা কী তত পরিশ্রম করি? আমার মনে হয় না। তবে নিছক সস্তা বিনোদন আমার গল্প লেখার উদ্দেশ্য নয়।

দুপুর মিত্র: লেখার পর আপনি সাধারণত কোন বন্ধুর সাথে শেয়ার করেন?

শৌভিক বন্দ্যোপাধ্যায়: করি। আমার স্ত্রীর সাথে।