পরিস্থিতির নিরিখে কবি জন্ম নেয় স্ব স্ব মনের অলিন্দে: আকাশ দত্তের সাথে অনলাইন আলাপ

Post date: Sep 23, 2013 5:07:43 PM

দুপুর মিত্র: আপনি কি মনে করেন কবিতা সমাজে একটা ভূমিকা রাখে? যদি রাখে সেটা কিভাবে যদি না রাখে সেটা কেন?

আকাশ দত্ত: হ্যাঁ আমি বিশেষভাবে মনে করি কবিতার জনজীবনে একটা বিশেষ গুরুত্ব আছে। বিগত বা সাম্প্রতিক ঘটনাপঞ্জির নৈতিকতা নির্ধারণে, আর্থসামাজিক বৈশিষ্ট্যসমূহের মূল্যায়নে কিংবা যুদ্ধ যুদ্ধ নামক ক্ষমতা হস্তান্তরের মত প্রহসনের ক্ষেত্রেও কবিতা ন্যায়েরদিক দর্শিয়ে একটা বিশেষ ভূমিকা বহন করে। কখনও কখনও সমসাময়িক রাষ্ট্রতন্ত্রের বৈষম্যের প্রতিবাদে বা অসহায় নারীজাতির প্রতি সুবিচার হেতুও কবিতা গর্জে ওঠে। মোদ্দা কথা সমাজসংস্কারে কবিতার একটি উল্লেখযোগ্য উপস্থিতি থাকেই।

দুপুর মিত্র: আপনি কোন কোন কবি দ্বারা বেশী প্রভাবিত?

আকাশ দত্ত: নানাসময়ে ভিন্নভিন্ন কবির ভিন্নভিন্ন কবিতা পড়েছি। ভালো লেগেছে। আত্মস্থও করেছি। কিন্তু সেই অর্থে প্রভাবান্বিত হওয়াটা আর হয়ে ওঠা হয়নি। আমি নিজের চোখেই পৃথিবী দেখা পছন্দ করি। নিজের মত করেই।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টি কি?

আকাশ দত্ত: এই প্রশ্নের কোন উত্তর নেই আমার কাছে। আমি এখনও মনেপ্রাণে বিশ্বাস করি কবি হওয়ানো যায় না। কবি হয়ে যায়। পরিস্থিতির নিরিখে কবি জন্ম নেয় স্ব স্ব মনের অলিন্দে। তাই প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি কবি থাকে। যে সাজানো শব্দচয়নে তারঅন্তরের আন্তরিক অভিব্যক্তিগুলো কলমের ডগায় নামিয়ে আনতে পারে, সেই কবি।

দুপুর মিত্র: কবিতা কি?

আকাশ দত্ত: কবিতা আমার কাছে খাদ্য। জীবনধারণের রসদ। যা খেয়ে আমি বাঁচি।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি? সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

আকাশ দত্ত: অতিমাত্রায় আধুনিক হয়ে যাওয়া। কিংবা দুর্বোধ্য হয়ে ওঠা। একটা সময় পর্যন্ত রূপকের ব্যবহার সবশ্রেণীর পাঠকপাঠিকারা নিতে পারে বলে আমার মনে হয়। কিন্তু সম্পৃক্ত অবস্থার পরেও যদি আরও চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে উপছে যাওয়ার সম্ভবনাই বেশীথাকে। বিবর্তনের নামে দক্ষিনপন্থি বা অত্যাধুনিকতার দোহাই দিয়ে এইধরণের কিছু কবিতা কবিতাপ্রেমী পাঠকপাঠিকার মস্তিষ্কে জোর করে ঢুকিয়ে দেওয়াকে আমি সমীচিন মনে করি না। এতে আখেরে সার্বিকভাবে কবিতারই ক্ষতি!

অবশ্যই করে। আর এই পরিবর্তন যদি কবিতার উন্নতিসাধন ঘটাতে সক্ষম হয়, হোক না!!

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লেখেন?

আকাশ দত্ত: জানা নেই।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্বকবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

আকাশ দত্ত: শুভেচ্ছা।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

আকাশ দত্ত: সেই ছোট্টবেলায়। এবং তাতে সবচেয়ে বেশী অবদান আমার মায়ের।পরে আরও একজনের।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লেখেন? কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

আকাশ দত্ত: মনের তাগিদে। অভিব্যক্তি প্রকাশের জন্য মানুষ একেকটা মাধ্যম খোঁজে। আমার কাছে কবিতা আমার ভালোলাগা মন্দলাগা সুখ দুঃখ হাসি কান্না প্রেম ঘৃণা প্রকাশিত করার এক এবং অন্যতম মাধ্যম। কবিতার বিষয়ভিত্তিক ভাবনা মাথায় এসে গেলে আধঘন্টারবেশী নয়।

দুপুর মিত্র: আপনি সাধারনতঃ কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

আকাশ দত্ত: আমার চারপাশের দুনিয়া থেকেই। অলীক বা কল্পনাপ্রসূতে আমার আস্থা কম। যা দেখি, যা শুনি, মনে মনে তাই দিয়েই কবিতা বুনি।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি প্রস্তুতি দরকার?

আকাশ দত্ত: আগেই বলেছি কোন ধরাবাঁধা নিয়ম মেনে আমি লিখতে পারি না। তাই এর জন্য কি প্রস্তুতি লাগে তা জানা নেই। শুধু এটুকু বলতে পারি কবিকে নিজের কাছে স্বচ্ছ থাকতে হয়। নিজের মনের কথা শুনতে হয়। আর সাদাকে সাদা বা কালোকে কালো বলারসত্‍সাহসটুকু রাখতে হয়। ব্যাস! হয়ে গেল কবিতা!!

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভালো লাগে এবং কেন? সমসাময়িক কাদের কবিতাকে খারাপ লাগে এবং কেন?

আকাশ দত্ত: অনেকের কবিতাই ভালো লাগে। এবং সেক্ষেত্রে কবি কতটা নামী বা দামি, সেটা কখনওই আমার কাছে বিচার্য হয়না। বহু অখ্যাত কবির লেখা আমার ভালো লাগে। বহু সদ্যোজাত কলম আমায় তৃপ্ত করে। তেমনই অনেক স্বনামধন্য কবির বহু লেখা এমনপড়েছি যা আমায় ছুঁতে পারেনি। আসলে ভালোলাগাটা মনে হয় ভীষণ ঐকান্তিক। খুব নিজস্ব। তাই হয়ত ভালোলাগার কোন সমীকরণসুত্র নেই আমার কাছে। কোন কবিতাই আমার কাছে খারাপ লাগে না। এটা ঠিক যে সব কবিতা আমায় ছুঁতে পারে না। বলা ভালো আমিছুঁতে পারি না সব কবিতার মর্মার্থ। তবু কবিতার আঙ্গিকে মানুষের কাছাকাছি পৌছানোর এই চেষ্টাকে আমি সম্মান করি।

দুপুর মিত্র: নব্বই ও শুন্য এই দুই শতককে খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

আকাশ দত্ত: না আমি কবিতায় দশকের সাপেক্ষে কোন সীমারেখা টানতে পারিনি। হতে পারে এটা আমার অক্ষমতা। আমার ব্যর্থতা। তবে আমার মনে হয় আপাতদৃষ্টিতে বিবর্তিত মনে হলেও তখনকার কবিতাও যেভাবে মানুষের কথা বলত, এখনকার কবিতাও বলে। শুধুপ্রয়োগপোষাকটা সময়োপযোগী হয়েছে।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

আকাশ দত্ত: ভাষাগত একটা প্রভেদ থাকলেও কবিতা যদি কবিতা হয়ে ওঠে, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুটি নামমাত্র।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে? লিটলম্যাগের চেয়ে ব্লগ গুরুত্বপূর্ণ বলে মনে হয় কি?

আকাশ দত্ত: নিশ্চয়ই মনে হয়। কবিতা সৃষ্টির মুখ্য উদ্দেশ্য মানুষের কথা বলা। তাই এক্ষেত্রে প্রকাশনার একটা গুরুত্ব তো আছেই! এত অল্প সময়ে এত অধিকসংখ্যক কবিতাপ্রেমী মানুষের কাছে পৌছে দেওয়া...এও কি কম কথা!!

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য নিয়ে আপনার পর্যবেক্ষন কি?

আকাশ দত্ত: ছাপার অক্ষরের প্রতি আমাদের একটা স্বভাবগত কৌতুহল আছেই। আর দৈনিকের সাহিত্যঝিনুকে আমি মুক্ত কমই খুঁজে পাই। এইটুকুই!! অনেক ধন্যবাদ....