কোনো ব্র্যান্ড নেইম দেখে আমি কবিতা পড়ি না: অপরাহ্ণ সুসমিতোর সাথে অনলাইন আলাপ

Post date: Jan 15, 2014 5:07:40 PM

প্রকাশিত বই: রাষ্ট্রপতির মত একা

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লেখেন ?

অপরাহ্ণ সুসমিতো: প্রথম প্রশ্নটাই বেশ কঠিন অথচ দেখেছি কী সহজে সবাই ঝটপট উত্তর দিয়ে ফেলেন এ প্রশ্নের । আমি ভেবে কূল কিনারা করতে পারি না যে কেন লিখি । জেগে থাকা মানুষের সবকিছুতেই প্রতিক্রিয়া হবে । কোনো ঘটনা বা দৃশ্যের যাই হোক না কেন । সে প্রতিক্রিয়া হতে পারে মুখে বলে বা ইশারায় বা লিখে । সমান্তরাল ভাবনা হয়তো অনেকের একই রকম হতে পারে । আমি প্রকাশ করতে পারি হয়তো রহস্যে,অল্প শব্দে,ছন্দে । কবিতার রহস্য জগতের সাথে টানটান সম্পর্ক আমার দীর্ঘ কালের । অনেক কিছু জীবনে বিয়োজন ঘটলেও আশ্চর্য রকম করে কবিতা ছেড়ে যায়নি আমাকে ।

আমি টের পাই যে এ কাজটায় আমার ফাঁকি খুব কম,প্রকাশ করতে পারি নিজেকে কবিতায় ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরনের প্রস্তুতি থাকা দরকার ?

অপরাহ্ণ সুসমিতো: আগেই বলেছে প্রতিমুহূর্তে প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মতো বর্তমান । যে কোনো কিছুতেই প্রকাশের ক্ষেত্র তৈরি হয়। কবিতায় প্রস্তুতি একট টোটাল ধারনা। যখন আপনি বুঝতে পারছেন যে কবিতা লেখা আপনার অনেক কর্মের মাঝে একটি বা অন্যতম তখনই আপনার সচেতন বা অবচেতনভাবে কবিতা লেখার ক্ষেত্র আপনা থেকে তৈরি হতে থাকে। কখনো মুহূর্তের তীব্রতা,আবেগ কখনো ফরমায়েশ আপনার কবিতা লেখার ভূবন তৈরি করে দেবে। তবে কবিতার হোমওয়ার্ক কিন্তু অনেক। সাহিত্য নিয়ে পড়াশুনা, কবিতা নিয়ে যারা লেখালেখি করেছেন বা করছেন তাদের কবিতা সম্পর্কে একটা ভালো ধারনা থাকা দরকার আছে।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতা আপনার ভালো লাগে এবং কেন ?

অপরাহ্ণ সুসমিতো: একদম নাম ধরে ধরে সমসাময়িক কবি’র নাম বলা জটিল ও তালিকা দীর্ঘ হবে । কারণ আমি ব্যক্তিগতভাবে সর্বভূক পাঠক শ্রেণির। হাতের কাছে বা খুঁজে খুঁজে কবিতা পড়ি বিরামহীন। আর কোনো ব্র্যান্ড নেইম দেখে আমি কবিতা পড়ি না। চেষ্টা করি চারপাশে কে কি লিখছেন।

সমসাময়িকদের কবিতার শব্দ ব্যবহার,ইমেজ,মেটাফোর,আঙ্গিক খুব মন দিয়ে খেয়াল করি তবে বিষয়বস্তু যেন দিন দিন সীমায়িত হয়ে আসছে বলে মনে হয় ।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতা আপনার খারাপ লাগে এবং কেন ?

অপরাহ্ণ সুসমিতো: হাহাহাহা। গোপন কথাটি গোপন থাকুক ।

তবে খারাপ লাগার কারন হলো বিষয়বস্তু নিয়ে সীমাবদ্ধতা,বিনা কারনে জটিল করে তোলা,নুতনত্বের অভাব এসব মূল কারণ ।

আরেকটা জিনিষ আমি খুব মানি,যে লেখা কয়েকবার পড়তে ইচ্ছা করে না ..ওসব লেখার আয়ু আমার কাছে ওখানেই শেষ ।

দুপুর মিত্র: নব্বই দশক ও শূন্য দশক আপনি খুব কাছ থেকে দেখেছেন,এ বিষয়ে মুল্যায়ন কি ?

অপরাহ্ণ সুসমিতো: এই দশকটা হাত বাড়াবার মতো এতো কাছাকাছি যে এখনই বড় আকারের মন্তব্য দূরহ ও অনুচিত আমি মনে করি । আপনাকে যদি আশির দশকের একজনের কবিতা ও শূন্য দশকের একজনের কবিতা (কবির নাম উহ্য রেখে)পড়তে দেয়া হয়,আপনি খুব পার্থক্য করতে পারবেন না গুনগত দিক থেকে ।

তাছাড়া কবিতার সাথে দেশের রাজনৈতিক কাঠামোর একটা সম্পর্ক আছে । সামরিক শাসন পতনের পর (১৯৯০ থেকে ২০১৪) মোটামুটিভাবে আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র অবস্থা বিরাজমান বলে কবিতায় ব্যাপক ভাঙচুর কম ।

দশকওয়ারি মূল্যায়ন হওয়া উচিত অন্তত ৫০ বছর পর তাতে আপনি বাঁক,পরিবর্তনটা আঁচ করতে পারবেন ।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায় ?

অপরাহ্ণ সুসমিতো: শুধু পশ্চিমবঙ্গ কেন বলছেন ? ভারতের অন্য দুই একটা রাজ্যেও তো বাংলা ভাষায় কবিতা লেখা হয় । মোটা দাগে পার্থক্য করা কি যায় সীমান্ত রেখার মতো ? একটা বিষয় যেহেতু সুস্পষ্ট পার্থক্য আছে আমাদের;যেটা হলো কথ্য ভাষা। সেটার কারণে বিষয় বা প্রকাশে (শব্দ কাঠামো)খানিক পার্থক্য থাকাটা স্বাভাবিক ।

আর যেহেতু এখন অনলাইন প্রকাশনা,যোগাযোগটা এতো বেশি যে আসলেই আলাদা করা খুব কঠিন ।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি কিছু দিচ্ছে ?

অপরাহ্ণ সুসমিতো: দিচ্ছে মানে? কি দেবার কথা ? সাহিত্যের মূল বিষয় হলো আদান প্রদান । কেউ লিখবে,কেউ পড়বে বা শুনবে । কাজটাই মুখ্য । ব্লগ হলো প্ল্যাটফর্ম । এটা সময়ের কারনে এসেছে । প্রযুক্তির আউটকাম । জীবনের অন্য ক্ষেত্রের মতোই স্বাধীন একটা মাধ্যম,কারো ধার ধারছে না। সাহিত্য সম্পাদকের কাছে রাজশাহীর আমের ঝুড়ি নিয়ে যেতে হচ্ছে না ।

তাছাড়া সাহিত্যের যে সনাতন কনসেপ্ট সে তো অনেক বদলে যাচ্ছে । ব্লগ সাহিত্যকে কি দিচ্ছে বা দিচ্ছে না তা নিয়ে ব্লগ থোড়াই কেয়ার করছে ।

দুপুর মিত্র: লিটল ম্যাগাজিনের চাইতে ব্লগ আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কি ? হলে কেন? না হলে কেন নয় ?

অপরাহ্ণ সুসমিতো: আসলে বিষয়টার পরষ্পর তুলনা হয় না । দুটোর আঙ্গিক দুই রকম । আউটপুট হয়তো এক । একটাকে আপনি নেড়েচেড়ে স্পর্শ করতে পারবেন,অন্যটা ভার্চুয়াল । দুটো প্ল্যাটফর্মের দুই ধরনের সীমাবদ্ধতা আছে । অধিকাংশ ক্ষেত্রে লিটল ম্যাগে আপনার লেখা শুধু কতিপয় পাঠকের ক্ষেত্রে কিন্তু ব্লগের লেখার প্রচার ব্যাপক,প্রতিক্রিয়া তাৎক্ষণিক । মজার ব্যাপার হলো ই-পত্রিকা শুরুর আগে ধারনা করা হচ্ছিল যে প্রিন্ট মিডিয়ায় বোধ করি ধ্বস নামবে । তা হয়নি ।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি ?

অপরাহ্ণ সুসমিতো: আমি দেশের বাইরে থাকি,দৈনিক পত্রিকা আমার পড়া হয় অনলাইনে । আমি খুব একটা মনোযোগ দিতে পারি না পত্রিকাগুলোর সাহিত্য পাতায় । তবে মনে হয় একটা গ্রুপ গ্রুপ খেলা আছে এ পাতাগুলোতে । আপনার গায়ে খ্যাতির তকমা না থাকলে আপনার জন্য ভেতরে ঢোকা খানিক পরিশ্রমের...