সাজ্জাদ শরিফ ও ফরিদ কবিরের কবিতা খারাপ লাগে: কবি শিহাব শাহরিয়ারের সাথে অনলাইন আলাপ

Post date: May 30, 2012 6:06:43 AM

কবি

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

শিহাব শাহরিয়ার: কবিতা লিখি প্রেমিকাদেরকে চাবুক মারার জন্য। লিখলে আত্মায় শান্তি আসে।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

শি: হাত লাগে, আঙুলের নাড়াচাড়া লাগে আর জীবনানন্দকে বুঝতে হয়।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

শি: ভাল লাগে নিজের কবিতা।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

শি: খারাপ লাগে সাজ্জাদ শরিফ ও ফরিদ কবিরের কবিতা।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

শি: দু'দশকেই কয়েকজন ভাল কবিতা বরে আমার ধারণা। পরে বোঝা যাবে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

শি: এখন বাংলাদেশের কবিতা অনেক ভাল।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

শি: ব্লগ সাহিত্যে আমি এখনও যাইনি।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

শি: আমি তুলনা করতে চাই না।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

শি: পর্যবেক্ষণ ভাল।