আমি ছোট ছোট বাক্যে লিখি: রূপঙ্কর সরকারের সাথে অনলাইন আলাপ

Post date: Jan 20, 2014 6:23:07 PM

দুপুর মিত্র: আপনি কবে থেকে লেখালেখি শুরু করেছেন?

রূপঙ্কর সরকার: আমি লেখালেখি শুরু করি ছাত্রাবস্থায়, সেই ষাটের দশকে।

দুপুর মিত্র: আপনার সবচেয়ে সফল কাজ কোনটা?

রূপঙ্কর সরকার: আমি মূলতঃ নাট্যকার। আমার সবচেয়ে সফল নাটকের নাম 'তিনপুরিয়া' কিন্তু সবচেয়ে ভাল কাজটির নাম 'আয়না' (এটি কোনওদিন অভিনীত হয়নি)

দুপুর মিত্র: উপন্যাস লেখায় আপনি সুনির্দিষ্টভাবে কোন সমস্যায় বেশি পড়েন?

রূপঙ্কর সরকার: আমি উপন্যাস কখনও লিখিনি। একটি ঐতিহাসিক উপাখ্যান লিখেছি। সেটি আকারে বড় হলেও, ব্যাকরণগত ভাবে সেটিকে উপন্যাস বললে অন্যায় হবে।

দুপুর মিত্র: লেখার সময় আপনি কি শিডিউল করেন?

রূপঙ্কর সরকার: আমার সব লেখাই স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। শিডিউল করা দূরে থাক, ভেবেচিন্তেও লিখিনি কিছু।

দুপুর মিত্র: আপনি কি কম্পিউটারে লিখেন?

রূপঙ্কর সরকার: আমি আগে কাগজ কলমেই লিখতাম, ইদানিং কম্পিউটারেই লিখছি বছর তিনেক হ'ল।

দুপুর মিত্র: গল্প আর উপন্যাসের ভেতর আপনার পছন্দ কোনটাতে বেশি?

রূপঙ্কর সরকার: আগেই বলেছি, আমি উপন্যাস লিখি না। নাটকের ফাঁকে ফাঁকে ছোটগল্প লিখি।

দুপুর মিত্র: উপন্যাস লেখার সাথে ধৈর্য্যের সম্পর্ক আছে কি?

রূপঙ্কর সরকার: এ প্রশ্নের উত্তর দেবার জন্য আমি যোগ্য ব্যক্তি নই, তবে মনে হয়, ধৈর্যের তো খুবই প্রয়োজন।

দুপুর মিত্র: লেখার আগে কি আপনি আউটলাইন করেন? আপনার গদ্যশৈলী কি আলাদা? কিভাবে এটা আলাদা?

রূপঙ্কর সরকার: একেবারেই না। আলাদা কিনা জানিনা, তবে আমি ছোট ছোট বাক্যে লিখি। এটি কুলদা রায় মহাশয় আমার মূল্যায়নে বলেছেন।