বাংলা কবিতার বাঁক বদল হয়েছে, হচ্ছে, হবে: কবি মৃন্ময় মীযানের সাথে অনলাইন আলাপ ও তার দু'টি কবিতা

Post date: May 30, 2012 6:37:43 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

মৃন্ময় মীযান: কবিতার জন্য ভালবাসা থেকেই কবিতা অথবা কবিতার মত কিছু লেখার চেষ্টা কৈশোর থেকেই। কবিতায় বলেছি-জীবনের এই অনিশ্চয়তার রাস্তায় হাঁটতে হাঁটতে যখনই ক্ষণিকের অবসর জুটেছে, তখনই কাগজের শরীর কেটে,জীবনের কিছু অলীক কল্পনা, সামান্য স্বপ্ন, আর ঘটে যাওয়া দীর্ঘ কিছু ভুলগুলো সাজানোর চেষ্টা করেছি অথবা করছি।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

মৃ: আমার মনে হয় কবিতা লেখার জন্যে প্রস্তুতি নেওয়ার কোন প্রয়োজন নেই। আবদুল মান্নান সৈয়দ এর কবিতার দুটি লাইন উল্লেখ করা যেতে পারে এখানে, “ কবিতা যখন আসে ও নিজেই চলে আসে।ওর জন্য তদবির লাগে না”।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

মৃ: ভাল লাগা কবিদের তালিকাটা দীর্ঘ। সবার নাম উল্লেখ করা সম্ভব নয়। তবে প্রথম সারিতে বর্তমান কবিদের মধ্যে আছেন নির্মলেন্দু গুন, টোকন ঠাকুর,হেলাল হফিজ,সরদার ফারুক,আশরাফুল মোসাদ্দেক প্রমুখ। তাদের কবিতা কেন ভাল লাগে এই প্রশ্নের উত্তরে গতানুগতিক ভাবে বলা যায়- তাদের বলার ভঙ্গি,শব্দ বুননের ঢং, নির্মানের সৌকর্য, ইত্যাদি কারণে তাদের লেখা ভাল লাগে। তবে ‘কবিতা কেন ভাল লাগে’ এই প্রশ্নের সত্যিকার উত্তর আমার জানা নেই। কোন কোন সময় একটা কবিতা না বুঝলেও ভাল লাগে। কবিতাগুলোই আমাকে ভাল লাগায়।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন

মৃ: নাম উল্লেখ চাই না। তবে যে সব কবি তার কবিতাকে রোমান্টিকতার বলয় থেকে এখনো বের করতে পারে নি অথবা বের করতে চেষ্টা করেনি, তাদের লেখা খারাপ লাগে।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

মৃ: দশকের ঘেরাটোপে কবিদের বন্দি করাটা আমার কাছে খুব গ্রহনযোগ্য নয়। দুটো দশককের কবি ও কবিতার মূল্যায়নে বেশীরভাগ মানুষকে তির্যক সমালোচনা করতে দেখি। মূল্যায়ন হয়ে ওঠে ভাল খারাপের বাছবিচারকে কোন স্রোতে গা ভাসিয়েছিল, কে ভাসায় নি- এইসব যুক্তি তর্ক ভাল লাগে না। তবে প্রতি দশকেই বাংলা কবিতার বাঁক বদল হয়েছে, হচ্ছে, হবে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাক কোথায়?

মৃ: সাহিত্যিক অভিন্ন ঐতিহ্যের কারনে পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার মধ্যে তেমন কোন পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হয় না। তবে বড় বড় রাজনৈতিক পরিবর্তন কারণে আমাদের কবিদের কলম থেকে যে কবিতার স্ফুলিঙ্গ বেরিয়ে এসেছে তা পশ্চিমবঙ্গের কবিদের কবিতায় দুর্লভ।।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

মৃ: লেখালেখির প্রতি আগ্রহী তরুণদের একটা বড় অংশ এখন ব্লগে লেখেন। আমার মনে হয় ভাল বাংলা ব্লগগুলো সাহিত্যের একটা মাধ্যম হিসেবে কাজ করছে।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

মৃ: বর্তমান সময়ে যারা ব্লগে লিখছেন তাদের বড় একটা অংশই লিটলম্যাগেও লিখছেন। লিটলম্যাগ ও ব্লগকে বেশি গুরুত্বপূর্ণ- এই প্রশ্ন এই দুইয়ের মধ্যে শুধু বিভাজনই আনতে পারে,অন্য কিছু নয়।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

মৃ: বর্তমান দৈনিকগুলোর সাহিত্য পাতায় ঘুরে ফিরে একই লেখকদের লেখা পড়ি। মনে হয় এগুলো গোষ্ঠী নির্ভর হয় পড়েছে।

গোপন উষ্ণতা

পতিতার চুম্বনে সংক্রামক ব্যাধি

তাই এড়িয়ে চলি যথাসাধ্য।

শুধু চোখ বুজে সুখ খুঁজে নিতে কার্পন্য করিনা।

শরীরের দেনা শোধ হলেই

'পতিতা' শব্দের দিকে ঘৃণা ছুঁড়ে দেই সব ভুলে।

ভুলে যাই, কোন এক অসতর্ক মুহূর্তে

পতিতার ঠোঁটে চুম্বন দাগ কেটে

একদিন আমিও পতিত হয়েছিলাম ।।

শব্দ খেলা

কোন পথে যাবে তুমি ?

ডানে বায়ে বহুল ব্যবহৃত শব্দ দেয়াল।

পেছনে তোমারই ছুঁড়ে দেয়া কাগজের স্তুপ

আর সামনে আড্ডায় মশগুল তোমার নিন্দুকেরা।

এতটুকু পথও তোমাকে ছেড়ে দিতে চাইবেনা যারা।

তার চেয়ে তুমি বসে থাক ঠিক এইখানে।

নিশব্দে একটু পরেই নেমে আসবে শিশির ভেজা রাত।

তুমিও ভিজতে পারবে ইচ্ছে হলেই।

সুধারামের চুল্লুতে হতে পারবে মাতাল প্রেমিক।

কথা বেঁচে বেড়ানো সেই বুড়োটার সাথে পরিচয় করিয়ে দিলেই,

তুমি আবারও শুরু করো শব্দ খেলায় জড়াজড়ি।