লড়াইগুলিই কবিতাকে জীবন্ত করে: বিপ্লব গঙ্গোপাধ্যায়ের সাথে অনলাইন আলাপ

Post date: Jan 14, 2014 5:30:05 PM

প্রকাশিত বই: সুসংবাদ কিনতে যাব

দুপুর মিত্র: লিটল ম্যাগের সাথে প্রতিষ্ঠান বিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি ? হলে কেন ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: আমি ব্যক্তিগত ভাবে লিটল ম্যাগের প্রতিষ্ঠান বিরোধি আদর্শে বিশ্বাস করি । বিশ্বাস করি লিটল ম্যাগ ও বানিজ্যিক কাগজের বিপরীত অবস্থানে , সহাবস্থানে নয়। । কারণ যারা সাহিত্য নিয়ে ব্যাবসা বাণিজ্য করতে চায় তারা আর যাই করুক সাহিত্য নিয়ে নতুন কিছু ভাবতে ভয় পায় । এক্সপেরিমেন্ট করতে আশঙ্কা বোধ করে । লিটল ম্যাগ এখানে নির্ভীক ।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টি কি ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: এক দুর্লভ মুহূর্ত । যখন ভাব তন্ময়তার ভেতর জ্বলে উঠে স্পার্ক । যে শব্দগুলো যাদের কোনও শ্রুতিমাত্রা নেই , ডেসেবল লেবেল নেই কিন্তু অনুভবযোগ্য অবতরঙ্গে ভাসতে ভাসতে আসছে । প্রাণময়, কথা বলছে ভাববিনিময় হচ্ছে । কবি হয়ে ওঠা বলতে এই মুহূর্তটি যখন শব্দের মধ্যে প্রাণসঞ্চার সম্ভব হচ্ছে ।

দুপুর মিত্র: কবিতা কি ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: এক কথায় কবিতা কি বলা খুব মুশকিল । আগুন কি এর সংজ্ঞা দেওয়ার চেয়ে একটি দেশলাই কাঠি জ্বেলে দেখানোই সহজ । আমার মতে কবিতা একটা জার্নি । অনুভূতিদেশ ছুঁয়ে শব্দের গভীরে এক আনবিক সাঁতার প্রক্রিয়া যা আমাদের মানবিক চেতনাকে কোথাও পৌঁছে দেয় । কোথায় ? এই অন্বেষণটাই জরুরি ।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: সমসাময়িক বাংলা কবিতা নিয়ে বেশ কিছু নতুন প্রবণতা দেখা যাচ্ছে । যা আশাব্যঞ্জক । আজকের বাংলা কবিতা ক্রমশ আন্তর্জাতিক হয়ে উঠছে । লিরিক্যালধর্মিতা পরিত্যাগ করে পুরোপুরি রাইজোম্যাটিক হয়ে উঠছে । সাম্প্রতিক কবিতার ওপেন এন্ডেড ভাবনা কবিতাকে আরও বিবর্তিত করছে । সিনেকবিতা , অপরকবিতা, টকিং পোয়েট্রি এবং অ্যান্টি পোয়েট্রি নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে ।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে প্রভাবিত করে ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: অবশ্যই । আজকের কবিতার যত রকমের দিক বদল তাতে প্রতিটি আন্দোলনের ই গুরুত্ব আছে । প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে এই লড়াইগুলিই কবিতাকে জীবন্ত করেপ্রোগ্রেসিভ motion দেয় । হাংরি , শ্রুতি বা শাস্ত্র বিরোধী আন্দোলন তাই প্রমাণ করে । শুধু সাহিত্য আন্দোলন নয় সামাজিক আন্দোলনও কবিতাকে প্রভাবিত করে । নতুন কিছু ভাবতে শেখায় । বাঁক বদল হয় ।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লেখেন ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: কবিতা রচনার পিছনে এক প্রস্তুতিপর্ব থাকে । থাকে ভাবনা ও অনুভব । খাতা বা ল্যাপটপে কি লিখলাম বা না লিখলাম সেটা বড় কথা নয়, মনের ভেতরে কবিতার এক উজ্জ্বল বাতাবরণ তৈরি হওয়া জরুরি যে আবহাওয়া থেকে শব্দের ভাবমোচন সম্ভব ।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: কবিতা লিখতে বেশিক্ষণ সময় লাগেনা । সারাদিনে ৭/৮ টি কবিতাও লেখা হয়ে যায় কখনও । সব সময়ই যে লেখার মধ্যে থাকি এমন নয়, তবে আমার ভাবনায় কবিতা মিশে থাকে সবসময়।

দুপুর মিত্র: আপনি সাধারনত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: আমি যে পথ ও প্রবাহের উপর দিয়ে যাই , তাই আমার কবিতার বিষয় হয়ে উঠে । আত্মপরিক্রমনের মধ্যেই দরজা খোলার শব্দ পাই, দিনযাপনের অভিলাষ । নিয়মরেখা বিচ্ছিন্ন ধারণা, নিঃস্পৃহ আঁধার অথবা অনুপম ভাবনালোক সব সবকিছুই আমার কবিতার বিষয় হতে পারে ।

দুপুর মিত্র: একটি কবিতা লিখতে আপনার কেমন সময় লাগে ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: কখনও খুব অল্প সময়েই লেখা হয়ে যায় । যেন মাথার ভেতর শব্দগুলো রেডি করাই ছিল । আবার কখনও দিনের পর দিন কবিতা আসেনা । খুব অস্থিরতার মধ্যে কাটে । ভাবনার উনুনটা জ্বালিয়ে রাখতে হবে, লেখা আসুক বা না আসুক ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরনের প্রস্তুতি লাগে ?

বিপ্লব গঙ্গোপাধ্যায়: কবিতা লিখতে হলে কবিতা পড়তে হবে প্রচুর । জানতে হবে কবিতা আন্দোলনের ধারাগুলিকে । আজকের কবিতার অবস্থান ঠিক কোথায় । এই সময় পর্যন্ত আপ টু ডেট কি কবিতা লেখা হচ্ছে – সে সম্পর্কে পরিস্কার ধারণা - এইসব প্রস্তুতি লাগে, নইলে নিজস্ব কোনও কবিভাষাও যেমন তৈরি হয় না, তেমনই কবিতায় বাসযোগ্য কোনও মনোভঙ্গি ও গড়ে ওঠা সম্ভব নয় ।