বেঁচে থাকার জন্য কবিতা লিখি: অভিজিৎ বেরার সাথে অনলাইন আলাপ

Post date: Jan 10, 2014 4:51:05 PM

প্রকাশিত বই: নিহত অন্ত্যেষ্টি

দুপুর মিত্র: লিটলম্যাগের সাথে প্রতিষ্ঠানবিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি?

অভিজিৎ বেরা: না ।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

অভিজিৎ বেরা: আত্মপ্রকাশের মাধ্যম।

দুপুর মিত্র: কবিতা কি?

অভিজিৎ বেরা: ম্যাজিক।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

অভিজিৎ বেরা: হয়তো করে। কোনও সাহিত্য আন্দোলন তো চোখে দেখিনি। বলতে পারব না।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

অভিজিৎ বেরা: পেন আর প্যাড নিয়ে।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

অভিজিৎ বেরা: বিশ্ব কবিতাকে পেছনে ফেলে অনেক এগিয়ে যাচ্ছে বাংলা কবিতা।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

অভিজিৎ বেরা: শুরু খুব ছোটবেলায় কিন্তু সিরিয়াসলি লেখা কয়েক বছর আগে।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

অভিজিৎ বেরা: বেঁচে থাকার জন্য।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

অভিজিৎ বেরা: বেশির ভাগ কবিতাই অনেক সময় নেয়। হয়ত কয়েকদিন। দু’একটি অবশ্য হঠাৎ করে এসে যায়।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

অভিজিৎ বেরা: নিজের অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক ঘটনা থেকে।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার বলে মনে করেন?

অভিজিৎ বেরা: প্রচুর বই পড়া। কবিতা পড়া।