সহজপাঠ সম্পাদক বিশ্বজিৎ লায়েক এর কবিতা ও তার সাথে অনলাইন আলাপ

Post date: Apr 21, 2012 7:45:37 AM

বিশ্বজিৎ: কবিতা লেখা হয়ে গেলে আর আমার থাকে না।

দুপুর: বাহ তাহলে আপনি কপিরাইট মানেন না?

বি: সেটা তো আলাদা ব্যাপার, এখানে তো আলাদা গন্ধ, আলাদা ফুল।

দু: হুম যেমন ধরুণ আমি কপিলেফ্ট আন্দোলনের সাথে জড়িত, আপনি কি এমন কোনও আন্দোলনের সাথে জড়িত হতে বললে হবেন?

বি: ভেবে দেখব।

দু: কবিতা কি এক্টিভিজমের জায়গা থেকে দেখেন?

বি: নিশ্চয়ই।

দু: কি ধরণের এক্টিভিজম?

বি: জীবনে যা যা হয়।

দু: না আমি একেবারেই জানতে চাচ্ছি এটা সমাজ পরিবর্তন বা এই জাতীয় কিছু কিনা?

বি: জীবনের মঞ্চ তো সমাজ। তাহলে?

দু: তাহলে কি?

বি: প্রথমে দেখতে হবে সমাজ কি? এর উৎপত্তি কোথায়?

দু: হুম সেক্ষেত্রে কবিতা কি করতে পারে বলে আপনি মনে করেন?

বি: প্রথমত কবিকে সত হতে হবে। বাকিটা পরে।

দু: না মানে একেবারেই art for art না art for people এই জায়গা থেকে কথাটা বলেছি।

বি: দুটোই সত্য এবং পরিপূরক।

দু: আচ্ছা আপনি তো একটি লিটলম্যাগের সাথে জড়িত। লিটলম্যাগের নাম, সেখানে জড়িত থাকার অভিজ্ঞতা, কবিতা ও এখনকার কবিতা চর্চা বিষয়ে আপনার মন্তব্য কি?

বি: ধরুণ পত্রিকার প্রচার সংখ্যা ১০ লাখ। তাতে লিখলে ৫০ হাজার পড়বে। তাই তরুণরা আমার পত্রিকায় লেখা দিতে চায় না। কারণ আমার পত্রিকা বের হয় মাত্র ৫শ কপি। আমার কাগজে লিখবে যারা তারা কবিতা লিখতে এসেছে। নামটা পরে।

দু: আপনার লিটলম্যাগের নাম কি?

বি: সহজপাঠ

দু: আচ্ছা কিন্তু লিটলম্যাগের এই পরিস্থিতি তো আগেও ছিল। বড় কাগজের সাথে পাল্লা নয় বরং সাহসী বিরোধিতা করে এখনও টিকে আছে। আপনার কি মনে হয় লিটলম্যাগের সময় শেষ হয়ে এসেছে?

বি: তা কেন হবে? পাল্লা তো দিচ্ছে। জয় তো হচ্ছে।

দু: সেক্ষেত্রে মূল সংকট আপনি কোনটাকে মনে করেন?

বি: সততার অভাব।

দু: এই ৫ বছরে আপনার কি কখনও প্রচণ্ড ব্যর্থ মনে হয়েছে? এই সততা, কবিতা, লিটল ম্যাগ সবকিছু মিলিয়ে?

বি: ব্যর্থ হব কেন? লড়াই চালাচ্ছি।

দু: ধন্যবাদ দাদা, সময় দেবার জন্য আমি।

স্রোত

অফিস থেকে ফিরে

নিজের শরীর খুলে রাখি

তুমি চামড়ায় মাখাও হলুদ,নুন

সরষের তেল।

আগুন জ্বলে

ঝলসানো মাংসের নতিমাত্রা রোধ কমে

মনে মনে খিস্তি ঝাড়ি

মার শালা - রক্তমাংস,লাথি।

বিছানায় শুকোতে দিই

ঝলসানো চামড়া

সারারাত

বিছানা জুড়ে জল - জল - জল

সারারাত

বৃষ্টির দাবানল।

সময়

স্রোতে স্রোতে ভাসিয়ে দিচ্ছ

মদ

ভাসিয়ে দিচ্ছ

নুন

আমরা নেড়িকুকুর

ভাবছি কাজ পাবো

ভাবছি স্বাস্হ্য পাবো

নধর শরীর

এই ক"দিনেই জ্যামিতির ঢঙে বদলে যাচ্ছে

তোমার চলন

ঘূর্ণন

অনেক দূরে আটকে যক্ষের হাত