ইন্টারনেট নিয়ে মলয় রায়চৌধুরী

Post date: Oct 13, 2012 6:12:36 AM

ই-জাইনগুলো এবং ইন্টারনেটের জন্য আমার বহু অসুবিধা দূর হয়েছে। আরথারাইটিসের কারণে কলম ধরতে পারি না। কম্পিউটারে এক আঙুলে লিখে সারা পৃথিবীর পাঠকদের সঙ্গে যোগাযোগ করতে পারি। আমার লেখা কেবল লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়। বইও ছাপেন তাঁরাই যা বেশ কম সংখ্যায় প্রকাশিত হয়। বাংলাদেশের পাঠকদের কাছে এবং ভারতের বাইরে আমার রচনা ইন্টারনেটের কারণেই পোঁছাতে পেরেছে। একই রকমভাবে, আমিও অনেকের লেখা পড়তে পারছি, এমনকী যাঁরা নতুন লিখছেন তাঁদের রচনাও। কেবল বাংলা ভাষায় নয়, বিদেশি ভাষার পাঠকদের কাছেও পোঁছোতে পারছি। বহু তথ্য পাচ্ছি ইন্টারনেট থেকেই।

ইন্টারনেট সাহিত্যিক নামধারীদের মৌরসী পাট্টা ভাঙতে পেরেছে। যাঁরা নিজেদের সংজ্ঞায়নের মালিক ভাবতেন তাঁদের অচলায়তনে আঘাত ঘটাতে পেরেছে।