কেউ কেউ ৬০ এর দশকের ভাষায় এখনো অন্ধ: আকাশ লীনার সাথে অনলাইন আলাপ

Post date: Dec 20, 2012 3:59:47 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

আকাশ লীনা: কবিতা লিখি নিজের ঘোর কাটাবার জন্য । বিপ্লব করার জন্য নয় ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

আকাশ লীনা: কার কেমন প্রস্তুতি লাগে জানি না। আমার লাগে বেঁচে থাকা আর মরে যাবার মধ্যেকার একটি সেতুতে পথ চলার স্মৃতি।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

আকাশ লীনা: সুব্রত অগাস্টিন গোমেজ, মিনাক্ষী দত্ত, ব্রাত্য রাইসু, কৌশিক রায় এর কবিতা ভাল লাগে। তাদের কবিতায় আমি আগামী দিনের কবিতার বাঁক দেখতে পাই।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

আকাশ লীনা: দুই লাইন পড়েই যাদের কবিতা আমায় টানে না তাদের লেখা এভয়েড করি। তাই খারাপ লাগে এটি বলার রাইট আমার নেই।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

আকাশ লীনা: দেখছি।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

আকাশ লীনা: কেউ কেউ ভালো লিখছেন । আর কেউ কেউ ৬০ এর দশকের ভাষায় এখনো অন্ধ।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

আকাশ লীনা: ব্লগ খারাপ কিছু না, একটি মুক্ত প্ল্যাটফর্ম । তবে আমি লিখি না।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

আকাশ লীনা: লিটলম্যাগ আর ব্লগ দুটোই যার যার চিলেকোঠা।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

আকাশ লীনা: বেশিরভাগ দৈনিকের সাহিত্যই বাজারি, ফরমায়েশি।