দশক হিসেবে কাউকে বেছে নিতে আমি অপছন্দ করি: তাহমিদুর রহমানের সাথে অনলাইন আলাপ

Post date: Jul 7, 2012 6:52:57 AM

সম্পাদক: কবিতা স্টল

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

তাহমিদুর রহমান: ছোটবেলায় বড় ভাইকে কবিতা লিখতে দেখে তাকে বলেছিলাম, ভাইয়া আমাকে একটা বিষয় দাও, আমিও কবিতা লিখব। ভাই বিষয় দিল “নদী”। সেই সময়ে কেন কবিতা লিখতে চেয়েছিলাম, বলা শক্ত কারণ আমার বড় ভাই ছেলে হিসেবে সবসময় ছিল বাবা মার আদর্শ ছেলে। আমি তার মত হতে চাইনি কখনো। তাই তার দেখে কবিতা লিখতে চাওয়াটা অনুকরণ হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন থেকেই যায় কেন কবিতা লিখতে চাইলাম? সত্যি বলছি উত্তরটা আমার কাছে অজানা। অনেক কবি বন্ধু বলেছেন এটা জানা উচিত। আমি জানতে পারিনি এখনো। জীবনের শেষ পর্যন্ত এর উত্তরে খুঁজে যাব।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

তা: প্রস্তুতিটা কিন্তু একেক জনের জন্যে একেক রকম মনে করি। আর প্রস্তুতির কোন নির্দিষ্ট পথ নেই। শুধু মূল কিছু বিষয়গুলো এক যা জানা থাকা দরকার যেমন ছন্দ, অলংকার ইত্যাদি। সবচেয়ে বড় কথা আমি মনে করি, একজন কবি তার প্রস্তুতিটা সে নিজেই তৈরি করে নেয়।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

তা: এ মুহূর্তে কবি অরণ্যক টিটোর কথা মনে পড়ছে। আমার মনে হয় তার লেখার ধাঁচটা আমি পছন্দ করি।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

তা: সমসাময়িকতা ভুলে যারা লিখে তাদের কবিতাই আমার খারাপ লাগে। কারণ কি হচ্ছে এটা যেমন আমার ভাল লাগে তার চেয়ে ভাল লাগে কি হবে সেটা অনুধাবন করতে।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

তা: দশক হিসেবে কাউকে বেছে নিতে আমি অপছন্দ করি। বরং নির্দিষ্ট কোন কবির কবিতা নিয়ে আলোচনা করতেই ভালবাসি।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

তা: আমাদের চেয়ে তাদের কবিতা বেশি পরিণত মনে হয়।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

তা: একদম যে দিচ্ছে না তা না। ব্লগ আসার পর আমরা যেমন প্রচুর মানুষ পেয়েছি যারা লিখতে আগ্রহী, পড়তে আগ্রহী। এর গুরুত্ব তো কম নয়।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

তা: লিটিল ম্যাগের জায়গা কোন কিছুই নিতে পারবে না। তবে ব্লগের মাধ্যমে লেখকরা আরো বেশি নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগ পাওয়াটাও কম গুরুত্বপূর্ণ না।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

তা: হতাশাজনক। সত্যি হতাশাজনক। সাহিত্য ছাপানো হয় পরিচিতির উপর। নবীন এবং প্রবীনদের মাঝে মেলবন্ধন নেই। কোথায় গেলে একটা গোল টেবিল আড্ডা হবে কবিদের মাঝে তা কি কেউ জানে? ইগো সমস্যা সর্বত্র। আর নতুন কিছু চেষ্টায় অনীহা দেখতে পাই। বেশিরভাগ লেখকই পুরনো পথেই হাটতে চান। কেউ নতুন কিছু আনলে সেটাকে আগাছা হিসেবে প্রমাণ করতেই সবাই ব্যতিব্যস্ত। আর যাই হোক সাম্প্রতিক কোন আশার আলো আমি দেখি না।