জোর করে কবিতা লিখলে সে কবিতার কোনো প্রাণ থাকে না: সুহিতা সুলতানার সাথে অনলাইন আলাপ

Post date: Dec 31, 2013 2:48:23 PM

প্রকাশিত বই: ঘাস হয়ে জেগে থাকে প্রাণভূমি, হে জলের অবগুণ্ঠন

দুপুর মিত্র: লিটলম্যাগের সাথে প্রতিষ্ঠানবিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি? হলে কেন?

সুহিতা সুলতানা: আমি তা মনে করি না। কারণ লিটলম্যাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। বরং নামধারী প্রকল্পসমূহ লিটলম্যাগের কাজকে বাধাগ্রস্ত করে ।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

সুহিতা সুলতানা: বাহ্ ! আমার সাথে কবি হয়ে উঠার সম্পর্ক মানে ? কবি না হলে আমার জন্মই বৃথা হতো ! কবি হওয়া আমার কাছে একটি বড় ব্যাপার। আমার বিবেক,মূল্যবোধ ,দর্শন ,প্রকৃতিপ্রেম বারবার আমাকে কবিতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

দুপুর মিত্র: কবিতা কি?

সুহিতা সুলতানা: কবিতা একটি বিশেষ ধরণের শিল্পমাধ্যম। একটি আত্মনির্মাণ। আবেগ ও মননের বিমিশ্র ব্যাপার ।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

সুহিতা সুলতানা: বাংলা কবিতার সমসাময়িক প্রবণতা অতিআধুনিক ; মানে নগরজীবনের লোকজ উপাদানসমূহ পাশ্চাত্য ঢংয়ে বিনির্মাণ করা ।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

সুহিতা সুলতানা: অবশ্যই। যে কোন আন্দোলনই কবিতার বিষয় ও বক্তব্যে পরিবর্তন আনে ।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

সুহিতা সুলতানা: শুনেছি অনেক কবি প্রতিদিন কবিতা লেখেন। এটা কীভাবে সম্ভব হয় আমি তা জানি না। কোনো বিষয় ঘটনা আমাকে স্পর্শ না করলে আমি লিখতে পারি না। গভীর ভাবনা আমাকে যখন আমার একান্ত ভাবনার জগতে নিয়ে যায় আমি তখন লিখি। কবিতা আমাকে দিয়ে লিখিয়ে নেয়। এ এক অতি বিস্ময়কর ব্যাপার আমার কাছে ।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

সুহিতা সুলতানা: বিশ্ব কবিতা নিয়ে ধারণা এটাই প্রতীয়মান হয় যে বতর্মান প্রজন্মের কবিরা পাশ্চত্যমুখী: তারা দল বেধে বিশ্ব কবিতার ভেতর ঝাপ দিতে চায়। সব দেশেইরাজনীতি সংস্কৃতি অর্থনীতি সাহিত্যের ভেতরে ঢুকে যায় ! আমাদের জীবনবোধ, অঙ্গীকার সমসাময়িক বিশ্বকবিতার মতই রাজনীতি নর্ভর ।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সুহিতা সুলতানা: স্বস্তি ও সুস্হতা লাভের আকাঙক্ষায় কবিতা লিখি। কবিতা আবেগ ও মননের বিমিশ্র ব্যাপার। কবিতা নতুনভাবে বাঁচতে শেখায়।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

সুহিতা সুলতানা: এটা কোনো প্রশ্ন হলো ? হা হা হা। অতি বিস্ময়কর একটি মুহূর্ত যাপন। কখনো মাত্র ৩০ মিনিটে একটি দীর্ঘ কবিতা লেখা হয়ে যায় আবার ৭ দিনেও চার লাইনের একটি কবিতা লেখা হয়ে ওঠে না। এটা সম্পূর্ণ নির্ভর করে মেজাজ ও ভাবনার ওপর ।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

সুহিতা সুলতানা: প্রকৃতি ,মানুষের চলমান জীবন, দেশ কাল এবং সময়ের প্রেক্ষাপটে দৈনন্দিন ঘটনাবলী যা আমাকে স্পর্শ করে সে সব বিষয় থেকে আমি কবিতার উপাদান খুঁজে খুজে বার করি ।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার বলে মনে করেন?

সুহিতা সুলতানা: অনুশীলন । বিশ্ব কবিতা সম্পর্কে সম্যক ধারণা। সচেতনভাবে আধুনিক কবিতা কি ? বিষদভাবে জেনে বুঝে কবিতার ভুবনে প্রবেশ করাটাই শ্রেয়। প্রস্ততি না থাকলে কবিতা লেখাই উচিৎ না। জোর করে কবিতা লিখলে সে কবিতার কোনো প্রাণ থাকে না। কবিতা সত্যের দর্পন। আমার সকল নৈঃশব্দকে আমি কবিতায় মু্দ্রিত করতে চাই।