শূন্য দশকের কবিতা খুব দ্রুত ৯০-এর এই ঔজ্জ্বল্য-কে ম্লান করে দিতে সমর্থ হবে: চাণক্য বাড়ৈ এর সাথে অনলাইন আলাপ

Post date: Jun 15, 2012 8:15:42 AM

প্রকাশিত বই: পাপ ও পুনর্জন্ম

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

চাণক্য বাড়ৈ: যখন ভাবি, কেন কবিতা লিখি, তখন খুব যৌক্তিক কোনো কারণ খুঁজে পাই না। মনে হয়, এমন একজন আমাকে নিয়ন্ত্রণ করে, যে সুযোগ পেলেই আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নেয়। আর সেই মুহূর্তে কবিতা লেখা ছাড়া আর কিছুই করার থাকে না আমার। আমি তখন কাব্যদেবির বশীভূত একজন আজ্ঞাবহ মাত্র। এর বাইরে কখন কি লিখি না? হ্যাঁ, সামাজিক একটা দায় থেকেও লিখি মাঝেমাঝে।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

চা: প্রচুর পাঠ না থাকলে কবিতা লিখতে আসা বোকামি। শুধু আবেগ কখনো কবিতা হয়ে ওঠে না। একজন কবিকে তাঁর নিজস্ব মিথ বা পুরাণ, ইতিহাস, ঐতিহ্য তথা সংস্কৃতি ও ভূগোল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাঁর সময় ও বৈশ্বিক রাজনীতি সম্পর্কেও তাঁকে সচেতন থাকতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন মাতৃভাষার ওপর ভালো দখল।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন? সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

চা: সমসাময়িক যাদের কাবিতা ভালো লাগে, তাদের নাম উল্লেখ করা এ জন্য কঠিন যে, সমালচোনা-সহিষ্ণুতার চর্চা এখানে একেবারেই নেই। যাদের নাম বাদ যাবে তারা নিজর কবিতার উন্নয়নের চেয়ে আমার মুণ্ডুপাতের সুযোগ খুঁজবে। এই অংশের উত্তর দিতে না পারার জন্য আমি দুঃখিত।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

চা: বাংলা কবিতায় ৯০-এর ভূমিকা উজ্জ্বল। মনে হচ্ছে, শূন্য দশকের কবিতা খুব দ্রুত ৯০-এর এই ঔজ্জ্বল্য-কে ম্লান করে দিতে সমর্থ হবে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

চা: পশ্চিম বাংলার কবিতা আমার কাছে বেশি উন্নাসিক মনে হয়। বরং বাংলাদেশের কাবিতা আরো বেশি অভিনিবেশের দাবি রাখে।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে? ০৮. লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

চা: ব্লগ সাহিত্য নিয়ে আমার বিশেষ কিছু জানা নেই।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

চা: দৈনিকের কাছে আমরা অনেক বেশি প্রত্যাশা করি-- এটা-ই আমাদের বড় ভুল। দৈনিক যদি প্রকৃত সাহিত্যিকদের কদর করতে শিখত তাহলে আমাদের জন্য তা হতো বাড়তি পাওনা। আমরা ওই 'বাড়তি'টুকু পাচ্ছি না-- এই যা।