কিভাবে বলব তার ওপর গল্প, উপন্যাসের হয়ে ওঠা বা না ওঠা নির্ভরশীল: কথাসাহিত্যিক অমর মিত্রের সাথে অনলাইন আলাপ

Post date: Jul 18, 2012 7:00:51 AM

প্রকাশিত বই: পাহাড়ের মত মানুষ, অমর মিত্রের শ্রেষ্ঠ গল্প, অর্ধেক রাত্রি, ডানা নেই উড়ে যায়, ধুলোগ্রাম, অস্বচরিত, আগুনের গাড়ী, ধ্রুবপুত্র, নদীবসত, কৃষ্ণগহ্বর, আসনবনি, নিস্তব্ধ নগর, প্রান্তরের অন্ধকার, ভি আই পি রোড, শ্যাম মিস্ত্রী কেমন ছিলেন, গজেন ভূঁইয়ার ফেরা, জনসমুদ্র, সবুজ রঙের শহর, সমাবেশ, সারিঘর, সুবর্ণরেখা, সোনাই ছিলো নদীর নাম, হাঁসপাহাড়ি

পুরস্কার: ধ্রুবপুত্র এর জন্য ২০০৬ সালে সাহিত্য একাডেমি, অস্বচরিত এর জন্য ২০০১ সালে বঙ্কিম, ১৯৯৮ সালে কথা পুরস্কার, ২০০৪ সালে শরত পুরস্কার, ২০১১ সালে বর্ণ পরিচয় প্রতিদিন সারদ সম্মান।

দুপুর মিত্র: আপনি নিজেকে কেন কথাসাহিত্যিক হিসেবে পরিচিত করাতে চান?

অমর মিত্র: আমি তো পরিচিত করা বা না করার কথা ভাবি না। ১৯৭৪ থেকে লিখছি। ভাল লাগে। তাড়িত হই, তাই লিখি গদ্য।

দুপুর মিত্র: কবিতার চেয়ে কথাসাহিত্যকে আপনি কেন বেছে নিলেন?

অমর মিত্র: কথাসাহিত্যে আমি স্বাচ্ছন্দ্য তাই, কবিতা লিখতে পারি না, ভাবিও না কখনও কবিতা লিখব।

দুপুর মিত্র: বাংলাদেশের সমসাময়িক গল্পচর্চা নিয়ে আপনার মন্তব্য কি?

অমর মিত্র: বাংলাদেশের গল্প আমি যা পড়েছি, আমার মনে হয় অসম্ভব ভাল, শহীদুল জহির পড়ে মুগ্ধ হয়েছি। বাংলাদেশ তার স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের পর নতুন ভাবে যেন আরম্ভ করেছে মনে হয়, খুবই ইতিবাচক। অনেকের গল্প পড়েছি, টের পেয়েছি অসম্ভব প্রাণ সেই সব লেখায়, মুক্তিযুদ্ধ এটা করেছে।

দুপুর মিত্র:কথাসাহিত্যের কোন ধারাকে আপনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং কেন?

অমর মিত্র: তারাশংকর, মানিক, বিভূতি থেকে ওয়ালীউল্লাহ্, ইলিয়াস, শ্যামল, মহাম্বেতা, হাসান আজিজুল হক- এরা কোন ধারা বহন করেন? এটি মূল ধারা, এই ধারাই সাহিত্যের ধারা, এর বাইরে কোনও ধারা কথা আমার জানা নেই।

দুপুর মিত্র: লেখার বিষয়ের ক্ষেত্রে আপনি কোন জায়গাকে বেশি গুরুত্ব দেন এবং কেন?

অমর মিত্র: কোন জায়গাকে বেশি গুরুত্ব দেই বোঝা গেল না, ফর্ম ও কন্টেন্ট কি? তাহলে বলা হলে লেখা হয়ে ওঠে না। আসলে বলতে চাই, কিভাবে বলব তার ওপর গল্প, উপন্যাসের হয়ে ওঠা বা না ওঠা নির্ভরশীল।

দুপুর মিত্র: লেখার বিষয়ের ক্ষেত্রে আপনি কোন জায়গাকে বেশি গুরুত্ব দেন এবং কেন?

অমর মিত্র: লেখা নিয়ে কি আশা করব, লেখা যেন হয়ে ওঠে। আমি যা বলতে চাই, তা যেন বলতে পারি। বাস্তবায়ন ব্যাপারটা দৈন্যতা, আমি তা বাস্তবায়ন করার জন্য লিখতে বসি না। সাহিত্যের বাস্তবতা লেখকদের নির্মাণ। সেটাই মূল সাহিত্য।

দুপুর মিত্র: লেখা নিয়ে আপনি কেমন আশা করেন? তার কতটুকু আপনি বাস্তবায়ন করতে পেরেছেন এবং কেন?

অমর মিত্র: লেখক তার উজ্জ্বল সত্যকে উদ্ধার করেন।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কথাসাহিত্য আর বাংলাদেশের কথাসাহিত্যের ফারক কোথায়?

অমর মিত্র: এপার-ওপার কথা সাহিত্যে তফাত তো আছে। দুই দেশ দুই রাষ্ট্র ব্যবস্থা আর সামাজিক ব্যবস্থার মধ্যে দা চালাচ্ছে, মুক্তযুদ্ধ ওই দেশকে নতুন সাহিত্য দিচ্ছে, বিস্তীর্ন ভারত তার অতীত আর বর্তমান নিয়ে এপারের সাহিত্যে এসেছে। সামগ্রিকভাবে এটা বাংলা সাহিত্যেরই ভাল আর লেখনীতেও কিছু আলাদা ভাব আছে দুই বাংলায়।