ব্লগকেন্দ্রিক সাহিত্যচর্চা এখনো সুস্থিত নয়: প্রণব আচার্য্যের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 15, 2012 8:24:12 AM

প্রকাশিত বই: শোকার্ত আলোর নিচে

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

প্রণব আচার্য্য: কোন সুনির্দিষ্ট কারণ নাই। তবে মনে হয় পঙ্‌ক্তির তাড়নায়-ই আমি কবিতা লিখি। কারণ বিভিন্ন সময় আমার মধ্যে অসংখ্য বিচ্ছিন্ন পঙ্‌ক্তির সৃষ্টি হয়। যন্ত্রণার মতো মাথার মধ্যে ঘুরপাক খায়। এইভাবে চলতে থাকে কিছু দিন। এর মধ্যে অনেক পঙ্‌ক্তিই চলে যায়। কিন্তু কিছু কিছু অবাধ্য পঙ্‌ক্তি চিন্তার মধ্যে থেকে যায়। তখন আর উপায় থাকেনা। এই পঙ্‌ক্তি দিয়েই শুরু হয় জাল বোনা। শুরু হয় অংক: বীজগণিত, জ্যামিতি। শুরু হয় অমোঘ এক খেলা।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

প্র: কবিতা লেখার জন্য কোন বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে বলে মনে হয় না। কবিতা অনেকটা আকস্মিকতা। তবে কবিতার প্রস্তুতিটা অধিকাংশ সময়ই কবির অগোচরে ঘটে থাকে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

প্র: সমসাময়িক অনেকের কবিতাইতো ভালো লাগে। এক এক জনেরটা এক এক কারণে ভালো লাগে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

প্র: সে রকম কোন খারপ লাগা নাই।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

প্র: নব্বই দশকে কয়েকটি স্বতন্ত্র কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠেছে। সে দিক থেকে শূন্যের কবিরা এখনো বিকশিত হচ্ছেন। শূন্যের নিজস্ব ও সম্পুর্ণ স্বর পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

প্র: আমার যদ্দূর মনে হয়েছে পার্থক্যটা ভাষা প্রয়োগে। পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে একটা সর্বভারতীয় প্রবণতা রয়েছে। ফলে সেখানকার বাঙলা ভাষা সর্ভাবভারতী হয়ে আত্মপ্রকাশ করতে চায়। আর আমাদের এখানে যেহেতু জাতীয়তাবাদটাই ভাষা ভিত্তিক ফলে এখানকার কবিদের ভাষা অনেক বেশী আত্মঅনুসন্ধানী ও বিকাশেচ্ছুক।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

প্র: এ বিষয়ে এখনো বলার সময় আসেনি। তবে ব্লগ নিঃসন্দেহের নতুন এক সম্ভাবনাময় ক্ষেত্র।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

প্র: ব্লগ এখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। কারণ ব্লগকেন্দ্রিক সাহিত্যচর্চা এখনো সুস্থিত নয়।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

প্র: দৈনিকগুলো তেলা মাথা তেল দিতেই আগ্রহী। সম্মিলিত প্রচেষ্টার বদলে কোন কোন দৈনিক গোষ্ঠীবদ্ধতায় মগ্ন। নতুন সাহিত্য/সাহিত্য আন্দোলন সৃষ্টির সৎ আকাঙ্ক্ষা দৈনিকগুলোতে চোখে পড়ে না।

ধন্যবাদ।