কবিতার ভাষা ও কাব্যগুণ বদলাচ্ছে: কবি অভীক জানার সাথে অনলাইন আলাপ

Post date: May 28, 2012 6:27:27 AM

কবি: সম্পাদনা পর্ষদের সদস্য www.asmania.org

দুপুর মিত্র : আপনি কেন কবিতা লিখেন?

অভীক জানা: আমি কবিতা লিখি সৃষ্টি সুখের উল্লাসে। আমার মনের ভাব প্রকাশ করা কেবল্মাত্র কারন নয় হাতে কলম তুলে নেওয়ার; এর আরেকটি কারণ আমার সামাজিক জীব হিসেবে এবং মানুষ হিসেবে সমাজের প্রতি আমার থেকে যায় কিছু দায়বদ্ধতা যা, এই কবিতা লেখার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

দু: কবিতা লেকার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

অ: কবিতা লেখার জন্যে আমার মনে হয় না সে ভাবে কোনও প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে , যতো সহজে যে কোনও মানুষ তাঁর মনের জমে থাকা না বলতে পারা কথাগুলো কে একত্র করে যেদিন সে কাব্য ছন্দ প্রয়োগের মাধ্যমে লিখে ফেলতে পারবে, সেই দিন থেকেই তিনি হয়ে উঠবেন এক জন কবি। তবে এতাও সত্য শুধু মাত্র লিখলেই কবি হওয়া যায়না... লেখার পাশাপাশি তাঁকে পারিপার্শ্বিক ভাবে পর্যবেক্ষণ এবং ছোট ছোট অনুভূতিগুলির উপর জোড় দিতে হবে। আর সর্বোপরি তাঁকে বিভিন্ন কবিতা পড়তে হবে আর বারংবার তাঁকে লেখা অভ্যেস করতে হবে যা তাঁকে আপনাআপনি কাব্যের জগতে চুম্বকের ন্যায় আকর্ষিত করবে ।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

অ: সমসাময়িক মোটের উপর সবার কবিতাই ভালো লাগে। কারণ তাঁরা তাঁদের লেখায় এনেছেন অনেক বৈচিত্র্য ও নতুন শৈলী। আর তাছাড়া বর্তমান কবিদের মধ্যে সুনীল গাঙ্গুলি, শামসুর রাহমান, মল্লিকা সেনগুপ্ত, মণীশ ঘটক, তসলিমা নাসরিন, জয় গোস্বামী ইত্যাদি ।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

অ: না, সেরকম ভাবে কিছু চোখে পরেনি... তবে কোনও কবি যদি সততার সাথে কবিতা না লেখেন, পাঠক ও কবিতা প্রেমীদের ঠকান, তাহলে অবশ্যই খারাপ লাগবে ।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

অ: সত্যি বলতে এখনও সে ভাবে আর কতটুকুই বা দেখতে পেলাম... মূল্যায়নটি যদি কবিতাকেন্দ্রিক হয় তাহলে বলব সমাজ বদলেছে, মানুষের মধ্যেকার চিন্তাভাবনা থেকে চিলেকোঠার আড্ডা; সবই বদল হয়েছে ... বাঙালীরা তাদের নিজস্ব টেস্টটাও অনেকটা বদলে দিয়েছে ... তার সাথে পা মিলিয়ে কবিতাও তার ভাষা ও কাব্যগুণ বদলাচ্ছে। বিষয়গুলোও বেশ পরিবর্তিত হয়েছে। এবার সেটা ভালো কিমবা মন্দ...সেটির মূল্যায়ন আমি কি করে করি বলুন ... তার দায় ভার নেওয়ার লোকজন অনেক আছেন ।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

অ: আমি তো ফারাক পাই না । দুটোই আমার বাংলা ভাষায় লেখা ...তাই শুধু শুধু কাঁটাতার এর বেড়ার মতো বাঙলা কবিতাতেও দুটি দেশের পৃথক বিভাজন করাটাকে কখনোই সমর্থন করি না।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

অ: যারা পুঁথি নির্ভর নন, অর্থাৎ খুব বেশি ভাবে computer ঘেঁষা , তাদের জন্য খুব উপকার করছেন । কারণ বহু মানুষ আজ আর সেই ভাবে বই কিনে বইপত্র পরা অর্থাৎ কবিতা-গল্প ইত্যাদি ইত্যাদি ... সেগুলি থেকে শতহস্ত দূরে চলে গেছেন। তাদের জন্য একটা আমূল সুযোগ ও রসভান্ডার তুলে দিয়েছে ব্লগ সাহিত্য ।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

অ: না। দুটি সম্পূর্ণ স্বতন্ত্র । একটি আরেকটি থেকে আলাদা । গুলিয়ে ফেলাটা ঠিক নয় ।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

অ: সাম্প্রতিক বিষয় নিয়ে দৈনিকে কাজ কর্ম চলছে ভালোই... আশা রাখি আরও ভালো কাজ হবে ।