বিনীতভাবে জানাই গল্প লেখার জন্য আমি কোনও গল্পকারকেই অনুসরণ করি না বা অনুসরণ করার চেষ্টাও করি না: সুবীর বোসের সাথে অনলাইন আলাপ

Post date: Dec 28, 2012 9:18:00 AM

প্রকাশিত বই: আঙুলের সংলাপ, আমার মহড়াগুলো

দুপুর মিত্র: গল্প লিখেন কেন?

সুবীর বোস: এখানে-ওখানে অন্যের কবিতা পড়ে নিজের মতো করে ভালো লাগা বা না লাগা জানাতাম। মাঝে কেউ একজন বলল, "আপনার গদ্যের হাত ভালো, গল্প লেখার চেষ্টা করুন না..."। চেষ্টা করলাম। দু-চার জায়গায় ছাপা হল। এইটুকুই।

দুপুর মিত্র: আমরা প্রচুর পরিমাণ রাশিয়ার ফিকশন পড়ার পরও যাদু বাস্তবতার পৃথিবীতে গল্পকে নিয়ে গিয়েছি। এটা কেন?

সুবীর বোস: এ প্রশ্নের উত্তর আমার জানা নেই।

দুপুর মিত্র: গল্প লিখতে আপনি কাদেরকে অনুসরণ করেন এবং কেন?

সুবীর বোস: বিনীতভাবে জানাই গল্প লেখার জন্য আমি কোনও গল্পকারকেই অনুসরণ করি না বা অনুসরণ করার চেষ্টাও করি না। আমি ভালো গদ্য পড়তে ভালোবাসি। আজকাল পত্রিকার সম্পাদক শ্রী অশোক দাশগুপ্তর গদ্য আমার খুব প্রিয়। সে ক্ষেত্রে আমি ওনার গদ্যের কাছে ঋণী এটুকু বলতেই পারি।

দুপুর মিত্র: কলকাতা ও ঢাকার কথাসাহিত্যের ফারাকটা কোথায়?

সুবীর বোস: এটার উত্তরও আমার জানা নেই...

দুপুর মিত্র: সমসাময়িক কাদের গল্পকে আপনার বেশি ভাল লাগে এবং কেন?

সুবীর বোস: ইদানিং পড়া গল্পগুলোর মধ্যে আইভি চ্যাটার্জী, রোহণ কুদ্দুস, নির্মাল্য সেনগুপ্তর, বেশ কয়েকটা গল্প ভালো লেগেছে। ভালো লাগাটা যতদূর বুঝি - আবেগ বা অনুভূতিই ঠিক করে দেয়। এ ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই...

এ ছাড়া অভীক দত্ত, অতনু বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা মুখার্জী, মধুমিতা ভট্টাচার্য খুব ভালো লিখছেন...

দুপুর মিত্র: আর যদি বলা হয়, সমসাময়িক কাদের গল্প আপনার বাজে মনে হয় এবং কেন, তাহলে কি বলবেন?

সুবীর বোস: কারোর সৃষ্টিকে বাজে বলার স্পর্ধা আমার নেই। তবে এটুকু বলতে পারি - যে গল্পগুলো কিছুটা পড়ার পর লাইনের পর লাইন স্কিপ করতে হয় - আমি সে গল্প ছেড়ে বেরিয়ে আসি...।:)

এবং যেহেতু "নাম" ধরে বলার বিষয় নয় - তাই ওদিকে গেলাম না...

দুপুর মিত্র: আমি গল্প লিখতে চাইলে আপনি কি করার পরামর্শ দেবেন।

সুবীর বোস: দেখুন, আমি নিজে গল্প লিখতে গেলে গদ্যটা ভালো রাখার চেষ্টা করি। মানে আমি চাই - আমার গল্প বাতিল করতে হলেও যেন সম্পাদককে সেই গল্পটা শেষ পর্যন্ত পড়তে হয় শুধু গদ্যের টানে। আপনিও কি তেমনটা...।

এবার কি আমার ছুটি?

দুপুর মিত্র : অনেক ধন্যবাদ দাদা। আমাকে সময় দেবার জন্য।