দৈনিক-লালিত পোষমানা কবি এবং কবিতার মান এদুয়ের মধ্যে সমন্বয়ই বা ঘটাবেন কীভাবে: রহমান হেনরীর সাথে অনলাইন আলাপ

Post date: Jul 10, 2012 5:58:36 AM

প্রকাশিত বই: আদোনিসের কবিতা, অধিকৃত ভূখণ্ডের কবিতা (ফিলিস্তিনি কবিতা সংকলন), কবিতার ত্রিভুবন (টোমাজ ট্রান্সট্রমার, কো উন ও আদোনিসের কবিতা), ব্রজসুন্দরীর কথা (ভাষাচিত্র),খুনঝরা নদী, তোমাকে বাসনা করি, সার্কাস মুখরিত গ্রাম, অন্ধকারবেলা, কবিতার ত্রিভুবন

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

রহে : ধরে নিচ্ছি, এই প্রশ্নটা উত্তর দাবী করে না। এটা অনেকটা সেই প্রশ্ন, যেটা ঈশ্বরবিশ্বাসী মানুষ, ঈশ্বরের দেখা পেলে, আলাপচারিতার শুরুতেই উত্থাপন করতেন- 'আপনি জগৎ সৃষ্টি করলেন কেন'?

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

রহে: কেউ কেউ সাঁতার শিখেও জলে ঝাঁপ দিতে পারে আবার ধাক্কা খেয়ে জলে পড়ে যাবার পরও কেউ কেউ সাঁতরানোর চেষ্টা করতে পারে! যেভাবেই হোক প্রস্তুতি তো একটা লাগেই!

নিজ ভাষার কবিতার কালানুক্রমিক বিবর্তনটা আত্মস্থ করা দরকার। বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য ভাষাগুলোর কবিতারও ধারাবাহিক বিবর্তন দেখে নেয়া অদরকারী নয়। সমকালীন স্থানীয় কবিতা ও বিশ্বকবিতার প্রবণতাতেও মনোযোগী নজর রাখা। এর বাইরেও, সাহিত্যের অন্যান্য শাখার ভালো পাঠক হতে পারলেই কবিতার প্রস্তুতি সম্পন্ন হয়। এই প্রস্তুতি কিন্তু একটা অব্যাহত প্রক্রিয়া! সারা বিশ্বের ইতিহাস ও সমাজলগ্নতাও কবির জন্য জরুরি জ্ঞাতব্য।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

রহে: সমসময় তো বিশাল ক্যানভাস! সমসময়ে সারাবিশ্বেই কবিতা রচিত হচ্ছে। ধরে নিচ্ছি, বাঙলাকবিতার কথাই এই প্রশ্নের ইঙ্গিত। সে ক্ষেত্রে সৈয়দ শামসুল হক, শঙ্খ ঘোষ, আল মাহমুদ, শহীদ কাদরী, অলোকরঞ্জন দাশগুপ্ত, মুহম্মদ নূরুল হুদা, আবু হাসান শাহরিয়ার, বিপুল চক্রবর্তী, সুজিত সরকার, ওমর কায়সার, নির্মল হালদার, রাহুল দাশ পুরকায়স্ত, মাসুদ খান, নিখিলেশ রায়, বিভাস রায়চৌধুরী, অংশুমান কর, জেনিস মাহমুন, চঞ্চল আশরাফ, আলফ্রেড খোকন, কামরুজ্জামান কামু, সোহেল হাসান গালিব, তারিক টুকু, অনন্ত সুজন, মামুন খান প্রমুখের নাম তো বলতেই হয়! তাদের কবিতা পাঠে, পাঠক হিসেবে আমার পরিতৃপ্তি ও রসাস্বাদন হয়ে থাকে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

রহে: অনেকের কবিতা খারাপ লাগে। হাজার দেড় বা দুই হাজার নামোল্লেখ করতে হবে। খারাপ লাগে কারণ, অহেতুক বাড়াবাড়ি রকমের কবিতা-কসরত দেখতে পাই ওসব কবিতায়। কবিতা শিল্পের যে প্রশান্তি তা খুঁজে পাই না। ওইসব নৈরাজ্যকে নতুন সৃষ্টির তাড়না বলেও মানা কষ্টকর।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

রহে : নব্বই ও শূন্য? মানে, নব্বই ও তার পরবর্তী দশকে আবির্ভূতগণের কবিতা? হ্যাঁ, উভয় বাঙলাতেই এই কালখণ্ড বেশ গতিশীল ও সৃজনী প্রতিভা নিয়ে উপস্থিত। কবিতার আগামী ও ভবিষ্যত রচনায় এ কালপর্বের কবিদের উল্লেখযোগ্য অবদান আছে ও থাকবে, এ কথা দৃঢ়তার সাথেই বলতে চাই।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

রহে: দুই বাঙলার কবিতায় ফারাক রচিত হয়েছে জীবনবাস্তবতায়, আর এরই ফলে উপলব্ধি ও উপস্থাপন ভঙ্গিতেও অর্থাৎ কাব্যভাষায়। তবে, পশ্চিমবাঙলার বাইরেও উত্তরবাঙলা, আসামের একটা অঞ্চল এবং ত্রিপুরায় উল্লেখযোগ্য কবিতা চর্চা হয়ে থাকে। পশ্চিমবাঙলায় নাগরিক জীবনের জটিল মনোস্তত্ত্ব, উত্তরবাঙলায় নিরিবিলি জীবনের মোহ ও প্রকৃতিলগ্নতা এবং আসাম ও ত্রিপুরার কবিতায় সংগ্রামী জীবনের উদ্ভাসন.... এগুলোই ওপার বাঙলারও পারস্পারিক ফারাক। বাংলাদেশের কবিতা অবিকশিত নগরযন্ত্রণা ও গ্রামপ্রধান সমগ্রদেশের জীবনযাতনার মিশেলে স্বকীয় অনন্যতা পেয়েছে। এইসব কবিতার এখনও যান্ত্রিক হয়ে ওঠা সম্পন্ন হয়নি।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

রহে : ব্লগ অবশ্যই একটা ইতিবাচকতায় নিয়ে যায় কবিতাকে। সেটা হলো মুদ্রণপিয়াসী কবিকে স্থিরতা দেয়; ফলে মুদ্রণকাতরতায় কবি তার কবিতাকে মুদ্রিতব্য কাগজের আদলে রূপ না দিয়ে নিজের বোধ ও উপলব্ধিসঞ্জাত কবিতা রচনার স্বাধীনতায় নিমগ্ন থাকতে পারেন। বড় কাগজ বা ছোটকাগজের সম্পাদকের পছন্দ-অপছন্দ জেনে ও মেনে তাকে লিখতে হয় না কবিতা। কবিতার অগ্রযাত্রায় এটা অনেক বড় একটা প্রাপ্তি।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

রহে: এ প্রশ্নের জবাবটাও আগেরটাতেই পাওয়া যাবে।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

রহে: সম্প্রতি দৈনিকের সাহিত্যে তো লেজেগোবরে অবস্থা। ছোট্ট একটা দেশে, ধরুন ১০টি দৈনিকে প্রতি সপ্তাহে সাহিত্য বেরুবে। ৫টা করে কবিতা থাকলেও, সপ্তাহে ৫০ টা কবিতা; বছরে (৫২ সপ্তাহ) ২৬০০ কবিতা। এর মধ্যেও নানান কথা। আপনি তো দৈনিকের সাহিত্য-সম্পাদক হিসেবে চাইবেনই অধিকাংশ ক্ষেত্রেই আপনার পোষমানা কবিদের কবিতা! এতো পোষমানা কবি পাবেন কোথায়? দৈনিক-লালিত পোষমানা কবি এবং কবিতার মান এদুয়ের মধ্যে সমন্বয়ই বা ঘটাবেন কীভাবে? ফলে যা হবার, তাই তো হচ্ছে! লেজেগোবরে....