শত যোগাযোগের পরও লেখা ছাপার অনুরোধটুকু রক্ষা করেন না অনেকেই: কবি মাহমুদ সীমান্তের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 29, 2012 2:44:26 PM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

মাহমুদ সীমান্ত: লিখতে লিখতে এখন একটা অভ্যস্থতা তৈরি হয়েছে। না লিখলে আর ভালো লাগে না। তাছাড়া নিজের এই বিষোদ্গারটা সকলের সাথে শেয়ার করার জন্যই সংক্ষিপ্ত ভাবনায় লিখছি।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

মা: কাব্যিক প্রতিবেশিকতার সকল প্রস্তুতিই থাকা দরকার। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাহিত্যিক চিন্তা-চেতনার সম্যক জ্ঞান থাকাটা ভীষণ জরুরি।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

মা: ফরিদ কবির, টোকন ঠাকুরের কবিতা ভালো লাগে। ভিন্ন একটি বিবেচনায় এখন মুজিব মেহদীর কবিতা ভালো লাগছে। মাদল হাসান, আবদুর রাজ্জাকের কবিতাও ভালো লাগে। এদের কবিতায় দার্শনিকতার দিকটি প্রবলভাবে এসেছে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

মা: কবিতা নামে কোনকিছুই খারাপ লাগে না। তবে কোন কোন সময় কারো লেখা খারাপ লাগে। নির্দিষ্ট করে এ মুহূর্তে কারো নাম বলতে পারছি না।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

মা: কবিতার দীর্ঘ ধারাবাহিক পরিভ্রমণে এই দু-দশকেই নতুন বাঁক নির্মাণের কাজটি সূচিত হয়েছে। কাজেই এ দু-দশকের কবিতা মূল্যায়ন করতে চাই শতভাগ পরিষ্কার ধারণায়।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

মা: দুটি দেশের বাংলাভাষা রাজনৈতিক রাষ্ট্রবেষ্টনি দ্বারা সীমাবদ্ধ, চিন্তা-চেতনার বিস্তর ফারাক তো আছেই।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

মা: ব্লগ, সাহিত্যকে বিশেষ কিছু দিতে শুরু করেছে।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

মা: এখন‌ও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি আরও কিছু সময় লাগতে পারে। কেননা আমাদের ব্লগগুলো ব্যাপকভাবে পঠিত হচ্ছে না। খোলামেলা কাজের ক্ষেত্রেও টেকনিক্যাল সাপোর্টের যথেষ্ট অভাব।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

মা: ব্যক্তিগত আমার লেখালেখি, ছাপাছাপি নিয়ে খুবই বাজে অভিজ্ঞতা। শত যোগাযোগের পরও লেখা ছাপার অনুরোধটুকু রক্ষা করেন না অনেকেই। কোথায় ভালো মূল্যায়ন করে তাদেরই যোগাযোগ করার কথা, তা না... দৈনিকের সাম্প্রতিক সাহিত্য মনোযোগ সহকারে পড়া যায় এমন অনেক লেখাই এখন সাময়িকীগুলোতে পাওয়া যায়।