আমি কবিতা না লিখলে বাংলা সাহিত্যের বিরাট ক্ষতি হয়ে যাবে বলে আমার ধারণা: মহিম সন্ন্যাসীর সাথে অনলাইন আলাপ

Post date: Sep 1, 2013 8:53:47 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

মহিম সন্ন্যাসী: আমি কবিতা না লিখলে বাংলা সাহিত্যের বিরাট ক্ষতি হয়ে যাবে বলে আমার ধারণা| অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে|

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

মহিম সন্ন্যাসী: কবিতা না লিখে তো কবি হবার সুযোগ নেই| আর যিনি কবি হয়েছেন, কবিতা লেখার জন্য তার মানসিক প্রস্তুতিই যথেষ্ট| কবিতা কোনো শারীরিক কসরৎ নয়|

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

মহিম সন্ন্যাসী: সমসাময়িক যারা ভালো লেখেন, তাদের কবিতা আমার ভালো লাগে| যখন ভালো লেখেন, তখনই কেবল ভালো লাগে|

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

মহিম সন্ন্যাসী: স্বাভাবিকভাবেই যারা খারাপ লেখেন, তাদের কবিতা খারাপ লাগে| তারা ভালো লিখলে আর এমনটা লাগবে না|

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

মহিম সন্ন্যাসী: নব্বই ও শূন্য দশককে আমি কাছ থেকে দেখেছি বটে| তারা আমার কাছে অতটা স্পষ্ট নয়| হয় তাদের শরীর সূক্ষ্ম, নয়তো আমার দৃষ্টি ক্ষীণ|

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

মহিম সন্ন্যাসী: ভাষায়| ওদের আর আমাদের ভাষাভঙ্গি আলাদা|

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

মহিম সন্ন্যাসী: দিচ্ছে তো বটেই| ব্লগ আর কাগুজে বইয়ের উপযোগিতাও ভিন্ন|

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

মহিম সন্ন্যাসী: আমার মনে হয়, লিটলম্যাগ একটা ধারণা| ব্লগও তো আচরণগত দিক থেকে লিটলম্যাগ হয়ে উঠতে পারে|

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

মহিম সন্ন্যাসী: আমি দৈনিকের সাহিত্য পড়ি ছোটবেলা থেকেই| সাম্প্রতিককালে এ সাহিত্যের বিশেষ কোনো উন্নতি বা অবনতি আমার চোখে পড়েনি|