‘কিছু একটা করে খাওয়া’ লেখকদের জন্য দৈনিক সুবিধের জায়গা: মনিরুল মনিরের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 11, 2012 8:37:24 AM

প্রকাশিত বই: শব্দের অনন্ত অন্তর

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

মনিরুল মনির: কবিতা লিখি, কারণ শব্দ ভালো লাগে। শব্দের আবেগ আমাকে নাড়া দেয়। আমার জীবনে পরিবর্তনের পিছনে শব্দের অবদান আছে। আমি মানুষকে চিনি-জানি শব্দ দিয়ে, কবিতা দিয়ে।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

ম: কবিতার জন্য প্রস্তুতি প্রয়োজন আছে। কিন্তু কবিতা লেখার জন্য প্রস্তুতির দরকার নাই। এরজন্য নিয়ত চর্চা-ই যথেষ্ট। তবে প্রচুর পড়তে হবে। পড়ায় শ্রম দিতে হবে। কবিতার শ্রমিক হয়ে উঠাটাই প্রাথমিক প্রস্তুতি।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

ম: সমসাময়িক অনেকে আছেন খুব ভালো কবিতা লিখেন। তুহিন দাস, মিঠুন রাকসাম, চন্দন চৌধুরী, অভিজিৎ দাস, রুদ্র অনির্বাণ, সোহেল হাসান গালিব, কাজী নাসির মামুন, সাইদুল ইসলাম, তুষার কবির, মোস্তাফিজ কারিগর, অরূপ কিষাণ, আসমা বীথি, আফরোজা সোমা, কাজী জিননূর, লুবনা চর্যা, লায়লা ফেরদৌস ইতু, অরণ্য শর্মা, আমজাদ সুজন, বিজয় আহমেদ, মাসুদ হাসান, আপন মাহমুদ, জাহানারা পারভীন, শাফি নূর, ইসলাম রফিক, অচিন্ত্য চয়ন, রুদ্র আরিফ, মানস স্যানাল, অনন্ত সুজন, কামাল মুহম্মদ, এহসান হাবীব, ঈশান সামী, তালাশ তালুকদার, এমরান কবির, মাহমুদ শাওন, প্রান্তিক অরণ্য, অঞ্জন সরকার জিমি, মুয়িন পার্ভেজ, ফুয়াদ হাসান, অনুপ চণ্ডাল, রাসেল মাহমুদ, তানজিম ইসলাম, মুজাহিদ আহমদ, রাতুল হরিৎ, পিয়াস মজিদ, সামন্ত সাবুল, ফেরদৌস মাহমুদ, স্বরূপ সুপান্থ ও আরো অনেকে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

ম: অনেকের কবিতা খারাপ লাগে, কিন্তু কেন খারাপ লাগে বুঝতে পারি না। মাঝে মাঝে আমার নিজের কবিতাও খারাপ লাগে।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

ম: নব্বই ও শূন্য দশক পাশাপাশি হওয়ায় কবিতায়ও রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনটা কাছাকাছি রকমের। নব্বইয়ের উজ্জ্বলতাটা শূন্য দশকেও বিদ্যমান। নব্বই যেমন রাজনৈতিক ক্রাইসিস অতিক্রম করেছে, শূন্যও করেছে, করছে। তবে এর ধরণ কিছুটা ভিন্ন। অবাধ তথ্য প্রবাহ শূন্য দশককে বেশি সাহসী ও স্পর্ধার জৌলুসে নিয়ে গেছে। তবে এটি তারুণ্যর ধর্ম। আমি খুবই আশাবাদী। নব্বইয়ের চেয়ে শূন্য অনেক বেশি শক্তি বহন করে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

ম: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যা সম্পূর্ণ আলাদা। একই রকম ঘটনা হলেও কায়দা ও প্রেক্ষাপট ভিন্ন। ওখানে ভাষা নিয়ে কেনো সমস্যা নেই, আমাদের আছে। ওদের মাতৃভাষার গর্জন নেই, আমাদের আছে। আমরা ভাষার জন্য প্রাণ দিয়ে লিখি। ওদের উন্মুক্ত ভাষা রাষ্ট্র, আমাদের এক ভাষার রাষ্ট্র।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

ম: ব্লগ সাহিত্য কিছু দেয় নি, দেবে। আমি আশাবাদী।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

ম: ব্লগ গুরুত্বপূর্ণ, ব্লগে দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো যায়। তবে হাতে ছাপা পত্রিকার কদর ও নিরেট বিচরণের জন্য লিটল ম্যাগাজিনের প্রয়োজন অপরিসীম। আমি কোনোটার বিরোধী নই।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

ম: অপরিপক্ক, বাজে লেখালেখির চর্চা হচ্ছে। প্রচুর লেখকের মৃত্যু ঘটছে। ফরমায়েশি লেখার উত্তেজনায় মূল সাহিত্য চর্চা বিঘ্নিত হচ্ছে। তবে দৈনিকের প্রয়োজন বিজ্ঞাপনের, সেটি হচ্ছে। যারা লিখছেন তাদের দু’চারটি বই মেলায় কিংবা সারা বছর ধরে বিক্রি হয়। এইটুকু বিজ্ঞাপনের জন্য অনেকে লিখেন। ‘কিছু একটা করে খাওয়া’ লেখকদের জন্য সুবিধের জায়গা এটি।