আনুষ্ঠানিকতা, লোকাচার, অধিক লোকের দৃষ্টি আকর্ষণ আমার কাছে বিব্রতকর: কবি আলতাফ হোসেনের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 22, 2012 5:41:21 AM

প্রকাশিত বই: পাখি বলে, ছেঁড়া ছেঁড়া মেঘ ও চামেলি

পুরস্কার: প্রথম আলোর বর্ষ সেরা বই পুরস্কার,খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার

দুপুর মিত্র: যে যত বড় কবিই হোক না কেন জীবনানন্দ দাশের কবিতার বাইরে যাওয়া অসম্ভব। আপনার কি এরকম মনে হয়? হলে কেন? না হলে কেন নয়?

আলতাফ হোসেন: কবিদের মধ্যে কে বড় কে ছোট তা বিচার করা সহজ নয়, কেউ করেন বলেও জানি না। প্রকৃত কবি তাঁর নিজের কবিতাই লিখবেন।

দু: অমুক প্রকৃতির কবি, তমুক প্রকৃতির কবি এই জাতীয় অভিধা কি আপনি সমর্থন করেন? করলে কেন? না করলে কেন নয়?

আ: না। প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন যে কবিরা তাঁরা অন্য বিষয় নিয়েও লিখেছেন, সুতরাং...

দু: পড়াশোনা না করে কেন লেখালেখি করা যায় না?

আ: পড়াশোনা না করেও গ্রামের শিক্ষাবঞ্চিত অনেকে লেখেন তো, শিক্ষিতদের মধ্যেও হয়তো লেখেন অনেকে, পড়াশোনা না করেই।

দু: কণ্ঠস্বর গোষ্ঠীর কোন কবিকে আপনার বেশি ভাল লাগে এবং কেন?

আ: কণ্ঠস্বর গোষ্ঠী বলে কিছু ছিল বা আছে জানি না। কণ্ঠস্বরে প্রকাশিত অনেকের অনেক কবিতাই ভাল লেগেছিল ওইসব দিনে। এখন সেসব (অন্যের ও নিজের) আর ভাল লাগবে না।

দু: কবি খ্যাতির সাথে পুরস্কারের সম্পর্ক কি?

আ: খ্যাতিমানরাই সাধারণত পুরস্কার পান, অখ্যাতরাও পান। সুতরাং সম্পর্ক কী কে জানে।

দু: আপনি কি নিজেকে নিভৃতচারী ও প্রচারবিমুখ বলে দাবি করেন? করলে কেন না করলে কেন নয়?

আ: আনুষ্ঠানিকতা, লোকাচার, অধিক লোকের দৃষ্টি আকর্ষণ আমার কাছে বিব্রতকর, কেননা এসবই কৃত্রিম ও স্বল্পস্থায়ী--সে কারণেই আমি নিভৃতচারী এবং নিঃসঙ্গ।

দু: কেউ কবি হতে চাইলে আপনি কি করার পরামর্শ দিবেন এবং কেন?

আ: কবিতা যদি লিখতে পারেন কেউ তবে তো কবি হবেনই, আমি উৎসাহ দেবার, না দেবার কে? তবুও উৎসাহই দেব।