অবস্থান করা অবস্থায় কোন অবস্থার মূল্যায়ন করা যায় না: শ্মশান ঠাকুরের সাথে অনলাইন আলাপ
Post date: Jun 13, 2012 9:03:57 AM
প্রকাশিত বই: শয়তান সাধনা।
দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?
শ্মশান ঠাকুর: অনেক কিছু করতে ইচ্ছা করে, করতে পারি না, শব্দে তার প্রকাশ ঘটে। তাই লিখি।
দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?
শ্ম: কবিতা লেখার জন্য একজন কবি'র আত্মার বিশুদ্ধতার চর্চা এবং জীবন চর্চার প্রস্তুতি দরকার।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?; সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?
শ্ম: সমসাময়িক যারা আমার না বলা কথা বলে তার কবিতা ভাল লাগে, খারাপ লাগে বহু শোনা কথা আবার শুনলে।
দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
শ্ম: নব্বই এবং শূন্যকে আমি কাছ থেকে দেখিনি; এর মধ্যে অবস্থান করছি। অবস্থান করা অবস্থায় কোন অবস্থার মূল্যায়ন করা যায় না।
দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?
শ্ম: পশ্চিমবঙ্গে কবিতা লেখা হয়? তারা অনুভূতি'র অনুবাদের চেষ্টা করে। বাংলাদেশের কবিতা আমার ভিতর স্পর্শ করে। অবশ্যই আমি বাংলা কবিতার কথা বলছি।
দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?
শ্ম: `ব্লগ' এই শব্দটি সাহিত্যকে এই শব্দটি দেওয়ার চেষ্টা করছে।
দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?
শ্ম: মনে হয় না। লিটলম্যাগ শব্দটির সাথে ব্লগ এই শব্দটি নিয়ে যদি কথা হয়। তবে লিটলম্যাগের সাথে ব্লগ শব্দ মাত্র অবস্থান তৈরি'র চেষ্টা করছে।