খারাপ কবিতা নিয়ে মাথা ঘামাই না: দেবযানী বসুর সাথে অনলাইন আলাপ

Post date: Jun 10, 2012 7:01:32 AM

প্রকাশিত কবিতার বই : দেবযানীর স্বীকারোক্তি, স্বপ্নিল বর্ণমালা, তৃতীয়া পৃথিবী, আইভরি খাতা, নোনামিঠে জলচিহ্ন।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

দেবযানী বসু: আমার শখ।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

দে: কবিতাকে ভালবাসতে হবে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

দে: রমিত,অনুপম,রুনা,জয়িতা ও অন্যরা। তাদের মধ্যে নিজেকে পেয়ে যাই বলে।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

দে: খারাপ কবিতা নিয়ে মাথা ঘামাই না।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

দে: নব্বই এর কবিরা আমাকে তৈরি করেছে আর আমি শূন্য দশকের। নব্বইয়ের কবিরা অনেকেই আশির দশকের ধারাবাহিকতা বব্জায় রেখেছে। ও বাংলা কবিতাকে ধনী করেছে।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

দে: ফারাক সেরকম নেই। ধারাবাহিক কবিতা দুই দেশের খুবই ভালো। তবে আশির দশকে পশ্চিমবঙ্গে নতুন কবিতা নামে একটা ধারা এলো। তার প্রতিক্রিয়া এখনো চলছে। এতে করে পশ্চিমবঙ্গের কবিরা ভাবভাষা ও আলাদা প্রকাশ রীতি নিয়ে কেঊ কেঊ উন্নতমানের কবিতা লিখেছেন। নতুন যারা লিখতে আসছেন তারা অনেকেই উত্তর আধুনিক কবিতা লিখছেন। এরকমটা বাংলাদেশে সুলভ নয়।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

দে: ব্লগ সাহিত্য আরও গুরুত্বপূর্ণ হবে আশা করি। সাধারণ মানুষের আয়ত্তে নেট এখনো আসেনি। এই সাহিত্যের বিচারক কে হবে জানি না।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

দে: এখনও সেরকম ফ্রুটফুল মনে হয় না। লিটলম্যাগের উষ্ণতা অন্যরকম। সব দৈনিক পড়ি না। এস ইউজু্য়াল মনে হয়।