শূন্য দশকের কবিতা বেশি পছন্দ কারণ তা নির্মেদ: রত্নদীপা দে ঘোষের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 19, 2012 7:14:13 AM

প্রকাশিত বই: মৃত্যুকে নিষিদ্ধ করো, আমি ঈশ্বর হতে চাই

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

রত্নদীপা দে ঘোষ: কবিতা না লিখলে আমার বুকের বাঁ দিকে ব্যথা করে, কবিতা আমার প্রাণের আরাম আত্মার আনন্দ।

দু: কাদের কবিতাকে আপনি অনুসরণীয় বলে মনে করেন এবং কেন?

র: শূন্য দশকের কবিতা বেশি পছন্দ কারণ তা নির্মেদ।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনি বেশি পছন্দ করেন এবং কেন?

র: কবি বারীন ঘোষাল, কবি কমল চক্রবর্তী, কবি মলয় রায় চৌধুরী ,কবি হেলাল হাফিজ, কবি রুদ্র, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত

এঁদের কবিতায় গতি, শব্দের পরিমিতি বোধ আমায় আকৃষ্ট করে

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার বাজে মনে হয় এবং কেন?

র: অতিকথন দোষে দুষ্ট কবিতা আমার পছন্দ নয়।

দু: সাম্প্রতিক কবিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?

র: কবিতা যুবক হচ্ছে ...