কবিতা আমার কাছে ক্যাথারটিক: সৌরভ পথবাসীর সাথে অনলাইন আলাপ

Post date: Sep 20, 2013 7:28:34 PM

দুপুর মিত্র: আপনি কি মনে করেন কবিতা সমাজে একটি ভূমিকা রাখে?

সৌরভ পথবাসী: রাখে, কিন্তু খুব পরোক্ষভাবে।

দুপুর মিত্র: যদি রাখে সেটা কিভাবে যদি না রাখে সেটা কেন?

সৌরভ পথবাসী: কবিতা লেখা হয় ভাষায়, যা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাষার মাধ্যমে কবিতা সামাজিক আলাপচারিতায় ঢুকে যায়, অনেক মানুষের চেতনায় প্রবেশ করে। কবিতার প্রভাব আছে বোধে, কর্মে নয়।

দুপুর মিত্র: আপনি কোন কোন কবি দ্বারা বেশি প্রভাবিত?

সৌরভ পথবাসী: জীবনানন্দ, ইয়েটস, বিনয় মজুমদার, আবুল হাসান ও হুমায়ুন আজাদ।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

সৌরভ পথবাসী: এটি অর্জনের ব্যাপার। ভাবনার শৈল্পিকতা অর্জন করতে হয়, আর তা হয় ধীরে ধীরে—জীবনযাপনে, পাঠে, বোধের তীক্ষ্ণতায়। এর সাথে ভাষাকে জানতে হয়, ভাষা নিয়ে কাজ করতে শিখতে হয়।

দুপুর মিত্র: কবিতা কি?

সৌরভ পথবাসী: এই প্রশ্নের উত্তর হয় না। বা আমার জানা নেই।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

সৌরভ পথবাসী: অন্তর্মুখিতা একটি। এটি নতুন নয়, কিন্তু সমসাময়িক।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

সৌরভ পথবাসী: না। সময় কবিতাকে পরিবর্তন করে, আর কখনো কখনো আন্দোলনের জন্ম দেয়।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

সৌরভ পথবাসী: কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই আমার। যা কিছু আমার সামনে আসে—পাঠে, প্রতিদিনে, কথোপকথনে—তার কিছু কিছু আমাকে ভাবায়। ভাবনার প্রক্রিয়ায় তার সাথে ইমেজ যুক্ত হয় মাঝে মাঝে, কখোনো স্মৃতি, আর সবসময় কল্পনা। সব মিলে এরা মাথার ভেতরঘুরতে থাকে, ঘুরতে থাকে। হয়তো হারিয়ে যায়, বা হয়তো লিখিত হতেও পারে। তবে আমার ভাবনা ছেড়া-ছেড়া—তাই আমার কবিতা হ্রস্ব হয়ে থাকে।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

সৌরভ পথবাসী: বিশ্ব কবিতা অনেক ব্যাপক ও ধোঁয়াটে ধারণা, এবং এটি অভিন্ন নয়। সুতরাং এভাবে মন্তব্য করা কঠিন। যদি আপনি এমেরিকান বা ফরাসি কবিতার কথা জানতে চান, তাও এতো রকম যে এমন কোনো বিবৃতি দেয়া সম্ভব না যা সবটার ক্ষেত্রে প্রযোজ্য। তবুআমি বলতে চাইবো যে কবিতা বোধহয় লেখা হচ্ছে বেশ ইঙ্গিতপূর্ণ, বিবৃতিধর্মী, অলঙ্কারবিহীন, সোজা ভাষায়।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

সৌরভ পথবাসী: অনেক ছেলেবেলায়, স্কুলে। উৎসাহ নিয়ে লিখতে থাকি কলেজে। মনযোগ দিয়ে লিখি বিশ্ববিদ্যালয়ে।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সৌরভ পথবাসী: কবিতা আমার কাছে ক্যাথারটিক। মনের ভেতর কথা জমে ওঠে, না বললে অস্থির করে তোলে—না লিখে পারি না মাঝে মাঝে।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

সৌরভ পথবাসী: একেক সময় একেক রকম। কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় নেয়, বছরেরও বেশি। আমি যেহেতু ১০-১৫ লাইনের কবিতা লিখে থাকি, বছরখানেক বেশ দীর্ঘ সময়। হয়তো কাগজে বা ওয়ার্ড ফাইলে লেখা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সময় নেয় না, কিন্তু এর পেছনেদীর্ঘদিনের চিন্তা থাকে।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

সৌরভ পথবাসী: সাধারণত পাঠের সাথে জীবন মেলাই। পাঠ বলতে এখানে শুধু কবিতা পাঠ বোঝানো হচ্ছে না। যেমন আমি ৫২ হার্টয নামে একটি তিমির কথা পড়ি একবার একটি আর্টিকেলে যে অন্য তিমিদের চেয়ে ভিন্ন কম্পনে ডাকে; ভাষার ভিন্নতার কারণে তিমিটি নিঃসঙ্গথাকে, সঙ্গী খুঁজে পায় না। বিষয়টি আমাকে ভাবায়, আমি তাকে নিয়ে একটি কবিতা লিখি।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

সৌরভ পথবাসী: দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। বিভিন্ন রকম ও ভাষার কবিতা পড়ে পড়ে কবিতা কেমন হয় তার ধারণা নিতে হয়, পৃথিবীর ইতিহাস ও সময় সম্পর্কিত ভাবনা গড়ে তুলতে হয়, তথ্যের ঘূর্ণির মাঝে নিজেকে খুঁজে পেতে হয়। আরো একশ রকম কিছু করতে হয়। ভাষারওপর খুব ভালো দখল থাকতে হয়, যা অত্যন্ত দুঃখজনকভাবে আমার আজো নেই।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

সৌরভ পথবাসী: নির্ঝর নৈঃশব্দ্য ও রাজীব দত্তের কবিতা ভালো লাগে। ভালো লাগে নির্ঝরের বিস্রস্ত ইমেজের সন্নিবেশ ও রাজীবের ভাবনার-কল্পনার অভিনবত্ব।

দুপুর মিত্র: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

সৌরভ পথবাসী: যাদের কবিতা চোখে পড়ে তাদের প্রায় সবার কবিতাই খারাপ লাগে, তবে আমি বেশিরভাগ সমসাময়িকের কবিতাই পড়ি নি।

দুপুর মিত্র: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

সৌরভ পথবাসী: আমি প্রকৃতপক্ষে এই দুই দশকের কবিতা ঠিক কাছে থেকে দেখি নি।

দুপুর মিত্র: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

সৌরভ পথবাসী: ফারাক আছে। পড়লে পরে বোঝা যায়, এটির থেকে ওটি একটু অন্যরকম, যদিও নির্দিষ্ট করে বলা শক্ত। তবে পশ্চিমবঙ্গের কবিতা চেতনার ভেতরকার প্রক্রিয়া নিয়ে বেশি কথা বলে, আর বাংলাদেশের কবিতা ব্যক্তিগত চিন্তার চারপাশে বাইরের জীবনেরইমেজগুলো সাজায়। ঠিক পরিষ্কার হতে পারলাম কিনা জানি না।

দুপুর মিত্র: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

সৌরভ পথবাসী: ব্লগ অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়ার মতো মাধ্যম। এটি সাহিত্যের প্রবাহকে সহজতর করে।

দুপুর মিত্র: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

সৌরভ পথবাসী: দুটি দুভাবে গুরুত্বপূর্ণ।

দুপুর মিত্র: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

সৌরভ পথবাসী: দৈনিকে যে সাহিত্য লেখা হয় তা সাধারণত অত্যন্ত নিম্নমানের এবং অগুরুত্বপূর্ণ।