অপাঠ্য হজম করার মতো পরিপাকতন্ত্র বাঙালির না থাকলেই ভালো হতো: বিপ্লব রায়ের সাথে অনলাইন আলাপ

Post date: Jun 14, 2012 6:45:36 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

বিপ্লব রায়: আর কিছুতেই সত্তার শুদ্ধতম প্রকাশ সম্ভব নয় জেনে কবিতা লিখি ।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

বি: কবিতা স্বতঃস্ফূর্তভাবে আপন মেজাজে প্রকাশিত হয়। একটি মহত্‍ কবিতার জন্য কবিকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হয়, পার করতে হয় মননের কয়েকটি জটিল স্তর । কালের কাছে এটাই তার অমোঘ অগ্নিপরীক্ষা। কবির প্রস্তুতি বলতে আমি বুঝি বিনির্মাণ ও আবিষ্কারের পথে ভ্রমণের সদিচ্ছাকে। বাকিটুকু তার সাধনার ফল।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

বি: যেসব কবির কবিতায় অনর্থক জটিলতা নেই, আবেগের সংযম আছে , শব্দের নিরীক্ষা আছে. চিত্রকল্পের অভিনবত্ব আছে , সর্বোপরি একটা স্বতন্ত্র স্বর আছে তাদের কবিতাই আমার ভালো লাগে ।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

বি: আর বিশ্রী লাগে কিছু অসংযমী,উন্মাদ,আতঁলামি সর্বস্ব কবির কবিতা যারা সম্পাদকের পিঠ চুলকানোর পারিতোষিক হিসাবে ছাপার হরফে নাম ওঠানোর মূর্খামিটা করে। সমসাময়িক কবিদের ভিতর শেষোক্তরাই দাপুটে অবস্থানে আছে। তাদের নাম নিতে বিবমিশা জাগে।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

বি: আমার খুব কাছ খেকে দেখা স্বেচ্ছানির্বাসিত কবি রওনক মুহম্মদ রফিকের জন্য কষ্ট হয়। বাংলা কবিতায় তার পর্যটন আরো প্রলম্বিত হতে পারতো। নব্বইয়ে অভিষিক্ত ও শূন্যে প্রস্ফুটিত কবি পরিতোষ হালদার সম্পর্কে আমি প্রবল আশাবাদী। কবি অজয় রায়ের কবিতা আমাকে এক মুহূর্তেই অন্য জগতে স্থানান্তরিত করে ।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

বি: পশ্চিমবঙ্গে নতুন কিছু হচ্ছে না। চিত্তের লঘুতা,বালখিল্যতা আর জরা ওদের আক্রান্ত করেছে। ভাষার শুদ্ধতার দায় ওদের নেই। তাই যথেচ্ছ খারাপ লেখার অভ্যেস ওদের মজ্জাগত ।

দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?

বি: আমাদের প্রযুক্তি নির্ভরতা ব্লগ সাহিত্যের বড় মূলধন ।প্রকাশের অভিনবত্ব শুধু নয়, দুষ্প্রাপ্যতাকে তা জয় করেছে বলে মনে হয়। পাঠক ও লেখকের সম্পর্ক এখানে বেশ স্বচ্ছ ও স্বাধীন ।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

বি: পিছনে ফিরে দেখার আবশ্যকতা বোধ করছি না। তবে লিটল ম্যাগের সাথে আপেক্ষিক গুরুত্বের প্রশ্নে টিকবে কি না তা বলার সময় এখনো আসেনি ।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

বি: দৈনিকের সাহিত্যের দৈন্য কোনোদিন ঘুঁচবে বলে মনে হয় না । এই অপাঠ্য হজম করার মতো পরিপাকতন্ত্র বাঙালির না থাকলেই ভালো হতো। ধন্যবাদ ।