আমার মনে হয় কবিতা সুন্দর এবং সহজ হওয়া উচিত: তমিজ তমোহরের সাথে অনলাইন আলাপ ও তার কবিতা
Post date: Jul 13, 2012 6:58:46 AM
দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?
তমিজ তমোহর: আমি যখন ৫ম শ্রেনীতে পড়ি স্কুল কবিতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি।কবিতা আবৃত্তি করে কোন পুরষ্কার না পেয়ে মন খুবি খারাপ হয়েছিল। আব্বু সান্ত্বনা দিলো তোমার আবৃত্তি ভালো ছিল কিন্তু যে কবিতাটা আবৃত্তি করেছ তার বিষয় ভালো ছিলনা।
আমি চিন্তা করছিলাম ঐ কবিতা যদি খারাপ হয় আমি নিজে কবিতা লিখি, নিজের কবিতা নিজে আবৃত্তি করি। সপ্তম শ্রেনী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আবারো পুরষ্কার না পেয়ে মন খারাপ হল। ২০০৩ সালে আমার লিখা কবিতা আবৃত্তি করে প্রথম পুরষ্কার পেয়েছিলাম,সেই থেকে কবিতা ভালোবাসা । মাঝখানে নিজেকে হারিয়ে পেলি কবিতা লিখা হতো না,২০১০ সালে আমি একটা ভালো বন্ধু পেয়ে যাই, নাম মেসবাহ মিঠু, উনি আবার আমাকে কবিতা লেখায় ফিরিয়ে আনেন,সবচেয়ে কষ্টের কথা হল উনি আমাকে ছেড়ে গেছেন না ফেরার দেশে। কবিতা মনের ক্ষুধা মিটায় তাই কবিতা লিখি।
দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?
ত: কবিতা লিখার জন্য আমার কোন প্রস্তুতি দরকার হয় না। যখন যা মাথায় আসে তা লিখে রাখি। যদি এক লাইন হয় তা ও। রাস্তায় হাঁটতে হাঁটতে, ঘুমানোর আগে যখন যা মন চায়। তবে পরবর্তীতে অনেক সময় নিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখি। যদি ভুল থেকে যায় তবে পাঠক বিভ্রান্তিতে পরবে।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?
ত: সিপাহী রেজা, সরদার ফারুক, নৈরিৎ ইমু। উনারা খুব গুছিয়ে কবিতা লিখেন। শব্দের জালে কবিতার বিষয়কে খুব সুন্দর করে সাজান। জীবন বাস্তবতা নিয়ে লেখা উনাদের কবিতা বেশি ভালো লাগে।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?
ত: কবিতা না বুঝলে পড়তে ইচ্ছে হয়না। অনেকে কঠিন কঠিন কবিতা লিখেন তাই বুঝে উঠতে পারি না । আমার মনে হয় কবিতা সুন্দর এবং সহজ হওয়া উচিত।
দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
ত: লেখালেখি আর সাহিত্য, সাহিত্যর উদ্দেশ্য মাতৃভাষাকে সমৃদ্ধ করা। কবি লেখকগণ মাতৃভাষার সৈনিক। নব্বই ও শূন্য এই দুই দশককে আমরা অনেক ভালো কিছু সৈনিক পেয়েছি যারা বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন।
দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?
ত: পশ্চিমবঙ্গের কবিরা শব্দের জালে কবিতা লিখেন। অনেক সময় তাদের কবিতা পড়তে ভালো লাগেনা। কেন যেন মনে হয় তারা কবিতায় ছন্দ ধরে রাখতে চায়। পাঠক হিসেবে বলতে পারি সব সময় এক রকম কবিতা ভালো লাগেনা। আমার মনে হয় পশ্চিমবঙ্গের কবিরা আগের জায়গায় রয়ে গেছেন।
বাংলাদেশের কবিরা কিন্তু অনেক ব্যতিক্রম। জীবন, বাস্তবতা,সময় মিলিয়ে অনেক ভালো কবিতা লিখে। আমি বলতে পারি এখন বাংলাদেশে কবিতার ভালো চর্চা হয়। অনেক নতুন কবি দেখা যায় তারা ভালো কবিতা লিখে। বাংলাদেশের কবিদের কবিতার মান পশ্চিমবঙ্গের কবিদের চেয়ে অনেক ভালো (পাঠক হিসেবে) ।
দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?
ত: ব্লগ সাহিত্যের,সাহিত্য চর্চার নতুন দরজা খুলে দিল। ব্লগে শুধু লিখা না লেখক পাঠক যোগাযোগ এবং গঠন মূলক আলোচনার মাধ্যম। বড় বড় লেখকদের লেখা পড়ে অনেকে লেখার চেষ্টা করেন।
দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?
ত: আমি লিটলম্যাগ, ব্লগ দুইটাকে আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ মনে করি। ব্লগে সবাই লেখতে পারে কিন্তু লিটলম্যাগে সবাই লেখতে পারে না। লিটলম্যাগে লেখা অনেক যাচাই বাছাই করে ভালো লেখা ছাপানো হয়। তবে ব্লগকে আমি কবি লেখকদের রাফ খাতা হিসেবে দেখি।
দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
ত: দৈনিকে সাহিত্য পাতায় আমরা প্রতিষ্ঠিত লেখক, নতুন লেখক সবার লেখা দেখি। একটা বিষয় লক্ষ করবেন অনেক নতুন নতুন লেখক কিন্তু উঠে আসছে, আর তারা প্রতিষ্ঠিত লেখকদের সাথে নিজেদের লেখার মান যাচাই করে নিতে পারেন। আমার যেটা
মনে হয় দৈনিকে সাহিত্যের পাতা সাহিত্য প্রেমীদের জন্য,কবি লেখকদের জন্য ভালো একটা দিক।
দু: নিজেকে আনের লেখা থেকে কিভাবে পৃথক করেন?
ত: নিজের লেখাকে পৃথক করতে হয় না এমনিতে আলাদা হয়ে যায়। একজন লেখকের চিন্তার সাথে অন্য একজন লেখকের চিন্তা কখনো মিলবে না। এক একজন লেখক অন্য লেখক থেকে পৃথক,এবং তাদের জগত ভিন্ন।
তমিজ তমোহর এর কবিতা
অদৃশ্য, ছায়া
দু’দিকে দু’টি ঘর
দু’টি খোলা দরজা
মেঘের ছায়ায় কে যেন ভেতরে যায়
ইচ্ছে দেয়াল টপকে দেখি-
এ নয়
এও নয়
এরা নয়
তারাও নয়
জানি না কে ছিল অদৃশ্য হওয়ার আগে,
এ এক অন্ধ জগত, শুধু ছায়ার খেলা।
ভেতরের কামরায় এসে দেখি-
আলনায় ঝুলে আছে নীল শাড়ি
অনতামতি, সবি আগের মত আছে
ভাল লাগা মানুষটা নেই।
হে অদৃশ্য, ছায়া-
শূন্যতা জন্ম দিয়েছ হৃদয়ের প্রতিটি স্পন্দনে
অসীম আধিপত্য তোমার
ঘুরছ নিশ্চুপ
আমি আঁকড়ে রাখি কিছু স্মৃতি হৃদয়ের গভীরে ।
কাকে অভিযোগ করব?
অনেক ভাল আছি আমি
আনেক ভাল থাকি
আঁধারের কোল জুড়ে ছায়া আলিঙ্গনে।