শূন্যে ব্যক্তির দিকে ব্যক্তির ফিরে যাওয়াটা আছে: রজত সিকস্তির সাথে অনলাইন আলাপ

Post date: Jul 2, 2012 6:03:08 AM

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

রজত সিকস্তি: দু:খিত এটা ব্যক্তিগত প্রশ্নের পর্যায়ে পড়ে। আপাতত উত্তর দিতে আগ্রহী নই।

দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?

র: কোন পূর্ব প্রস্তুতিই দরকার নেই। শুধু কথা বলতে জানলে বা অ আ ক খ দিয়ে অর্থবোধক ধ্বনি লিখতে পারলেও চলে। এমনকি অর্থহীন কিছুই কবিতা হিসেবে চালিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ কবি যশ পেতে চাইলে তার উচিত বড় আকারের একটা পঠন-পাঠনের প্রস্তুতি নেওয়া। কবিতা বিষয়ক গতবাঁধা কথাবার্তাগুলো চিবিয়ে চিবিয়ে রপ্ত করা।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?

র: অনেকের কিছু কিছু কবিতা। ভাল লাগে কেন সেটার ব্যাখ্যা দিতে আমি রাজি নই। আর আমার সমসাময়িক তো বুড়ো সৈয়দ হকও, নাকি।

দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার খারাপ লাগে এবং কেন?

র: যারা নিজের কবিতা বা নিজের মত কবিতা না লিখে বুড়োদের মত লেখার চেষ্টা করেন। সমসাময়িক দ্বারা যদি আমার বয়েসিদের বুঝিয়ে থাকেন।

দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?

র: নব্বই গুরুত্বপূর্ণ। নব্বই বৈচিত্র্যময়। শূন্যে ব্যক্তির দিকে ব্যক্তির ফিরে যাওয়াটা আছে। তবে এত শর্ট ডিউরেশনে কাব্য আঙ্গিক নিয়ে কথা বলা মুশকিল- আরও পাঁচ-সাত বছর যাক। তারা আরও আরও রিখুক। আরও পড়ি। আরও স্পষ্ট হয়ে ওঠুক।

দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?

র: একটা পার্থক্য আমার চোখে পড়ে সেটা হল ওদের ভাষা ম্লান। পড়তি দমের ভাষা। আমাদের ভাষা আছে। উঠতি দমের ভাষা।

দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?

র: দুটোর দুই ধরণের গুরুত্ব। তবে লিটলম্যা তার আগের পিউরিটি হারিয়েছে। সে এখন সেলফের সুন্দরি হয়ে যাচ্ছে। এটা শুধু যে ব্লগের কারণে হয়েছে তা নয়। একটা সময়ের দাবিতে লিটলম্যাগের জন্ম। দাবি মিটিয়ে সে বিদায় নিতে যাচ্ছে। ব্যাপারটা এমন হতে পারে। তবে আমি ব্লগের চেয়ে ম্যাগই পছন্দ করি। এমনিতেই। কোন যুক্তি-তর্ক ছাড়াই লিটলম্যাগের প্রতি গোপন পক্ষপাত।

দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?

র: আপনার এই প্রশ্নটি অতি গতানুগতিক এবং ক্লান্তিকর। আমি কখনই কোনও দৈনিকের সাহিত্য পাতার উপর খুব একটা প্রত্যাশা করি না। তাছাড়া ভাল লেখাইবা লেখা হচ্ছে কয়টা। বই মেলায় আপনি কয়টা কাব্য কয়টা উপন্যাস পাবেন সেগুলো পড়ে আপনার মনে হবে হ্যাঁ হচ্ছে। হাতে গুণা দুচারটা। তাহলে দৈনিকের পাতায় ভাল ভাল লেখা ছাপা হবে কোথ্থেকে। কয়টা লিটলম্যাগ ভাল একটা লেখাকে ভাল লেখা বলেই ছাপে? দৈনিক ব্যবসা করতে বসেছে। খামোখা আমরা দৈনিকের ঘাড়ে সাহিত্য উদ্ধারের বোঝা চাপিয়ে দিয়ে হচ্ছে না হচ্ছে না খেলা খেলছি। ভাল সাহিত্যের সাথে গড় রুচির দৈনিক পত্রিকা কিভাবে এক সাথে তাল রাখতে পারে?

যাহোক এগুলো বলে উত্তেজনা দেখানোর চেয়ে ভাল লেখাই চিহ্ণিত করা দরকার। দুপুর মিত্তির আপনাকে ধন্যবাদ।