কে নব্বই আর কে শূন্য এ নিয়ে বিভ্রান্ত: আবু নসিবের সাথে অনলাইন আলাপ
Post date: Jul 7, 2012 7:37:52 AM
দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?
আবু নসিব: আমি কবিতা লিখি না। কবিতা আমাকে লেখায়।
দু: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার?
আ: শুধুমাত্র প্রতিভা দরকার।
দু: সমসাময়িক কাদের কবিতাকে আপনার ভাল লাগে এবং কেন?
আ: সমসাময়িক সবার কবিতা মন দিয়ে পড়া হয় নি।
দু: নব্বই ও শূন্য এই দুই দশককে আপনি খুব কাছে থেকে দেখেছেন। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
আ: কে নব্বই আর কে শূন্য এ নিয়ে বিভ্রান্ত। মজনু মাহ্ ও টোকন ঠাকুরের কবিতা ভাল লাগে।
দু: পশ্চিমবঙ্গের কবিতা আর বাংলাদেশের কবিতার ফারাকটা কোথায়?
আ: ফারাক চোখে পড়ে নি।
দু: ব্লগ সাহিত্যকে কি বিশেষ কিছু দিচ্ছে?
আ: ওই দিকটা এখনও দাঁড়ায় নি বলে মনে হয়।
দু: লিটলম্যাগের চাইতে ব্লগ গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় কি? হলে কেন না হলে কেন নয়?
আ: এখনও বিচার করার সময় আসে নি।
দু: দৈনিকে সাম্প্রতিক সাহিত্য বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
আ: অনেকটা দায়সারা গোছের।