অলস দুপুর ওয়েবম্যাগাজিনের যে কোনও লেখা বা লেখার অংশ লেখক ও লেখাকে অবিকৃত রেখে যে কেউ মূল লেখক বা সম্পাদককে না জানিয়ে শুধুমাত্র অবাণিজ্যিক বা অলাভজনক উদ্দেশ্যে নকল ও পরিবেশন করতে পারবেন।

আমাদের মেনিফেস্টো

জনগণের সাহিত্য চাই।

সমস্ত লেখার কপিলেফ্ট চাই। শুধু লেখা নয়, আমরা চাই চিত্রকর্ম থেকে শুরু করে গান,নাটক,চলচ্চিত্রসহ সমস্ত শিল্পকর্ম কপিলেফ্ট করে প্রকাশ করা হোক।

যে মিডিয়া জনঅধিকার সাহিত্যের পৃষ্ঠপোষক নয়, তাদের বর্জন নয়-দখল করতে চাই।

জনঅধিকার সাহিত্যের কোন বাজার মূল্য চাই না। চাই অধিকারের মূল্য।

আমরা চাই গ্রামে-গঞ্জে, শহরে -মহল্লায় ছড়িয়ে পড়ুক এই জনঅধিকার সাহিত্য। তাই স্ব স্ব নামে এই সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে চাই অধিকার আদায়ের লড়াই হিসেবে।

যে কোন মিডিয়ায় নিজেদের লেখা কপিলেফ্ট লিখে ছড়িয়ে দিতে চাই।

বাণিজ্যিক ডোমেইনের বিপরীতে পাবলিক ডোমেইন ব্যবহার করতে চাই। সমস্ত ওয়েবম্যাগ, ব্লগ, ব্লগজিন, সাইট পাবলিক ডোমেইনে ব্যবহার করতে চাই।

আমরা মনে করি জ্ঞান মুক্ত, জ্ঞান সার্বজনীন। এর উপর কারো দখল-দারিত্ব চাই না।

http://www.alasdupur.co.cc/

http://www.alasdupur.tk/

লেখা পাঠাবার ঠিকানা

দুপুর মিত্র (বাংলাদেশ)

mitra_bibhuti@yahoo.com

যেভাবে কপিলেফ্ট বই প্রকাশ করা যেতে পারে

আমরা অনেক অনুষ্ঠান বা কাজ-কর্ম করে থাকি জনগণের কাছ থেকে বা পাড়া-প্রতিবেশীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। ঠিক সেভাবেই যারা চাঁদা দিতে ইচ্ছুক তাদের চাঁদা নিয়ে বই প্রকাশ করা যেতে পারে।

বইয়ের গায়ে লেখা থাকবে বইটি বিক্রির জন্য নয়। কপিলেফ্ট। এই বইয়ের সমস্ত লেখা কপিলেফ্ট। এই বইটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিরেকেই যে কেউ নকল এবং পরিবেশন করতে পারবেন।

বইটি ই-মেইল বা মোবাইল নম্বরের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন বা পরিবেশকের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

আইএসবিএন নম্বর জরুরি নয়, বরং একে এড়িয়ে যেতে পারলেই ভাল।

এভাবে আমরা যে কেউ নিজেদের বই কপিলেফ্ট হিসেবে প্রকাশ করে ছড়িয়ে দিতে পারি।

Creative Commons License

webmag by Dupur Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial 3.0 Unported License.

Based on a work at www.alasdupur.co.cc