আমাদের মেনিফেস্টো
http://www.alasdupur.co.cc/
http://www.alasdupur.tk/
দুপুর মিত্র (বাংলাদেশ)
mitra_bibhuti@yahoo.com
যেভাবে কপিলেফ্ট বই প্রকাশ করা যেতে পারে
আমরা অনেক অনুষ্ঠান বা কাজ-কর্ম করে থাকি জনগণের কাছ থেকে বা পাড়া-প্রতিবেশীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। ঠিক সেভাবেই যারা চাঁদা দিতে ইচ্ছুক তাদের চাঁদা নিয়ে বই প্রকাশ করা যেতে পারে।
বইয়ের গায়ে লেখা থাকবে বইটি বিক্রির জন্য নয়। কপিলেফ্ট। এই বইয়ের সমস্ত লেখা কপিলেফ্ট। এই বইটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিরেকেই যে কেউ নকল এবং পরিবেশন করতে পারবেন।
বইটি ই-মেইল বা মোবাইল নম্বরের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন বা পরিবেশকের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
আইএসবিএন নম্বর জরুরি নয়, বরং একে এড়িয়ে যেতে পারলেই ভাল।
এভাবে আমরা যে কেউ নিজেদের বই কপিলেফ্ট হিসেবে প্রকাশ করে ছড়িয়ে দিতে পারি।
webmag by Dupur Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial 3.0 Unported License.
Based on a work at www.alasdupur.co.cc