আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল লেখার মানের চেয়ে জনপ্রিয়তা বেশি প্রাধান্য পায়: ফারহানা মান্নানের সাথে অনলাইন আলাপ

Post date: Aug 24, 2012 5:40:13 AM

প্রকাশিত বই: সুকুমার বৃত্তি-২০০৯, নিরীশ্বর নন্দিনী- ২০১২

দুপুর মিত্র: গল্প লিখেন কেন?

ফারহানা মান্নান: আমি গল্প সেভাবে লিখি না। আসলে লিখিই না বলতে গেলে। আমার দ্বিতীয় বইটি ছিল একান্ত মনোলগের মত। তবে গল্প আর উপন্যাসের চাপ ছিল।

দু: সমসাময়িক কাদের গল্পকে আপনার বেশি ভাল লাগে এবং কেন?

ফা: ছোট গল্প পড়তে ভাল লাগে। ইদানিং কালের বলতে গেলে তো অনেকেই ভাল লিখছেন। তবে উপন্যাস পড়তে বেশি ভাল লাগে। চরিত্রে এবং সমাজের প্রতিফলনগুলো উপলব্ধি করতে ভাল লাগে।

দু: সমসাময়িক কাদের গল্প আপনার বাজে মনে হয় এবং কেন?

ফা: বাজে গল্প আসলে বলতে চাই না। কারণ অনেকে বাজে লিখেই একটা সময়ে গল্পের হাত ঠিক করেন। তবে একি ধারায় বাজে লিখে থাকলে মনে করা যেতে পারে পড়াশুনার অভাব আছে।

দু: আমরা প্রচুর পরিমাণ রাশিয়ার ফিকশন পড়ার পরও যাদু বাস্তবতার পৃথিবীতে গল্পকে নিয়ে গিয়েছি। এটা কেন?

ফা: যাদু বাস্তবতার পৃথিবীতে এই ব্যাপারটি আপনার দৃষ্টিতে একটু খোলাশা করে বলবেন কি?

দু: আমি গল্প লিখতে চাইলে আপনি কি করার পরামর্শ দিবেন এবং কেন?

ফা: গল্প লিখতে চাইলে কি করবেন সেটা বলবার মতন অতখানি তৈরি নিজেও হয়ে উঠতে পেরেছি বলে মনে হয় না। তারপরও জীবনকে আর মানুষকে উপলব্ধি করাটা লেখার ক্ষেত্রে বেশ কাজে লাগে। অন্তত আমার ক্ষেত্রে।

দু: কলকাতা ও ঢাকার কথাসাহিত্যের ফারাকটা কোথায়?

ফা: দেখুন কলকাতার ব্যাপারটা আমার কাছে বেশ কম্পিটেটিভ মনে হয়। অনেকে লিখে এবং বেশ ভাল লিখে। তবে ভাল লিখলে একটা জায়গা তৈরি করবার লোভ অনেক ক্ষেত্রে হলেও পূর্ণতা পায়। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল লেখার মানের চেয়ে জনপ্রিয়তা বেশি প্রাধান্য পায়। এবং তা এতখানি যে বই মেলায় গিয়ে নতুন কোনও লেখকদের লেখার সাথে পরিচিত হবার ক্ষেত্রে আমরা বেশ অনেক খানি পিছিয়ে যাই। আর আমাদের দেশের লেখকরা আ্যাডভেনচারিস্ট নন বলে মনে হয়।