সাহিত্য আন্দোলনে আমার বিশ্বাস নেই: সমর দেবের সাথে অনলাইন আলাপ

Post date: Mar 16, 2014 5:58:31 PM

প্রকাশিত বই: যযাতি, আলো অন্ধকার, একটি গল্পের সুলুক সন্ধান, এক যুগ আত্মপ্রতারণা, লোহিতপাড়ের উপকথা।

দুপুর মিত্র: লিটলম্যাগের সাথে প্রতিষ্ঠানবিরোধিতার সম্পর্ক থাকতেই হয় বলে মনে করেন কি? হলে কেন?

সমর দেব: লিটলম্যাগের জন্মই হয়েছিল প্রতিষ্ঠানের বিরোধিতায়। প্রাতিষ্ঠানিকতা যেহেতু নির্দিষ্ট বৃত্তের বাইরে যেতে ভয় পায় এবং তারা আর্থিক লাভেই সীমাবদ্ধ থাকে, থাকতেই হয়-সেহেতু সেই বৃত্তের বাইরে সমগ্র বিষয়কে বুকে টেনে নিতে হয় লিটলম্যাগকে। প্রতিষ্ঠানের সঙ্গে এই বিরোধিতা বজায় থাকলেই লিটলম্যাগ।

দুপুর মিত্র: আপনার কাছে কবি হয়ে ওঠা বিষয়টা কি?

সমর দেব: সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সেটা তার অনুভব, উপলব্ধি, ও বোধ সাজাত এবং ‘কাব্য মূলত সংবাদ’-সেই সংবাদ বিশেষভাবে সহৃদয় সংবেদীয়তায় অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়াই কবিতা। এ কাজ যিনি পারেন তিনিই কবি।

দুপুর মিত্র: কবিতা কি?

সমর দেব: আগের জবাবে এই প্রশ্নের জবাব আছে।

দুপুর মিত্র: সমসাময়িক বাংলা কবিতার প্রবণতাগুলো কি?

সমর দেব: সমসাময়িক বাংলা কবিতার মূল প্রবণতা সমকালকে কৌশলে ব্যবহার করা এবং এই কৌশলটা যার আয়ত্তে তিনি নিখুঁত, নির্ভুল কবিতা লিখছেন। বাকিরা স্রেফ জোচ্চোর মাত্র। কবিতার নামে বাংলা সাহিত্য আবর্জনায় ভরে উঠেছে। এই আবর্জনার সরবরাহকারীরা বড় উৎকট রকমের প্রচার সর্বস্ব।

দুপুর মিত্র: সাহিত্য আন্দোলন কি কবিতাকে পরিবর্তন করে?

সমর দেব: সাহিত্য আন্দোলনে আমার বিশ্বাস নেই। সাহিত্য যে কোনো শিল্পই একক মানুষের সৃষ্টি। আন্দোলন তাতে তেমন প্রভাব ফেলে না। বড়জোড় একই রকমের অসংখ্য যান্ত্রিক উৎপাদন তাতে সম্ভব।

দুপুর মিত্র: আপনি কিভাবে কবিতা লিখেন?

সমর দেব: কাগজ, কলম আর বসার একটু জায়গা-ব্যস। ইচ্ছে হলেই কবিতা লিখি।

দুপুর মিত্র: সমসাময়িক বিশ্ব কবিতা নিয়ে আপনার মন্তব্য কি?

সমর দেব: সমসাময়িক বিশ্ব কবিতার ভুবন এতই বিশাল যে খুব কম খবর রাখি। ইংরেজি এবং কিছু ইংরেজি অনুবাদে ভরসা করে মন্তব্য করতে চাই না।

দুপুর মিত্র: আপনার লেখালেখির শুরু কবে থেকে?

সমর দেব: প্রথম কবিতা লিখি ৫ বছর বয়সে।

দুপুর মিত্র: আপনি কেন কবিতা লিখেন?

সমর দেব: নিজেকে উগড়ে দিতেই কবিতা লিখি।

দুপুর মিত্র: কবিতা লিখতে আপনার কতটুকু সময় লাগে?

সমর দেব: কবিতা লেখার আগে গর্ভ যন্ত্রণার মত একটা ব্যাপার থাকে। তবে লিখতে বসলে কয়েক মিনিটেই একটা কবিতা লেখা যায়। লেখায় দ্বিতীয়বার কলম চালানোর অভ্যাস নেই।

দুপুর মিত্র: আপনি সাধারণত কোথা থেকে কবিতা লেখার বিষয় খুঁজে নেন?

সমর দেব: কবিতা খুঁজি না। পেয়ে যাই।

দুপুর মিত্র: কবিতা লেখার জন্য একজন কবির কি ধরণের প্রস্তুতি দরকার বলে মনে করেন?

সমর দেব: প্রস্তুতি বলতে সূচনা পর্বে নিশ্চয়ই কারিগরি রপ্ত করতে হয় সব কবিকেই। প্রয়োজন নিবিড়, নিরলস পাঠের। ইতিহাস, ভূগোলেরন্যূনতম ধারণা জরুরি। বিজ্ঞানের অগ্রগতি ও তার পর্বগুলিকে অনুসরণ করা জরুরি বলে মনে করি। একজন মানুষকে ‘আধুনিক’ হয়ে উঠতে যা কিছু প্রয়োজন, কবিরও সেটা প্রস্তুতি। মননের অবাধ্যতা কবিকে ধ্বংস করে দেয়। প্রস্তুতি হিসেবে এ কথাও মনে রাখা জরুরি।